হ্যালো বন্ধুগণ,
আমার বাংলা ব্লগ এর সকল সদস্যদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি ঈশ্বরের কৃপায় এখন।
অসুস্থতার কারণে বেশ কিছুদিন স্টিমিট এ অনিয়মিত ছিলাম। ঈশ্বরের কৃপায় এখন অনেকটাই ভালো আছি।
আমি যখন ১১ এ পরি তখন থেকেই আমার মাথা ব্যাথা (মাইগ্রেইন) এর সমস্যা। অনেক ডাক্তার দেখিয়েছি, সব কিছু মিলিয়ে এখন আগের থেকে অনেক ভালো আছি।
ফেরুয়ারী ০৯,১০ এবং ১১, ২০২৩ ইং তারিখে ব্রাক কর্তৃক আয়োজিত "ব্রাক হোপ ফেস্টিভাল- ২০২৩"। ৩ দিনের ফ্রি টিকেট করা ছিলো কিন্তু আমরা শুধু ১১ তারিখে গিয়েছিলাম, কারণ ওইদিন জেমস ছিলো তাই।
ব্রাক হোপ ফেস্টিভাল ২০২৩ এর কিছু মুহুর্তের স্মৃতি নিয়ে সাজানো আজকের ব্লগ। আশা করি সবার ভালো লাগবে।
আমরা কয়েকজন কলিগ এক সংগে ফ্রি রেজিষ্ট্রেশন করি। সবাই এক সংগে প্রোগ্রাম দেখতে যাবো। সবাই অনেক আগ্রহে ছিলাম এক সংগে যাবো।
হঠাৎ একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য ১০ ফেব্রুয়ারী ভোরে আমি আমার বাড়ি (বগুড়া) তে যাই। ভেবেছিলাম যে প্রোগ্রাম এ হইতো যাওয়াই হবে না। কাজ শেষ করে ১০ তারিখ বিকেলেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১২ টাই ঢাকা পৌঁছাই।
যাই হোক অনেক চড়াই উতরাই পার হয়ে সময় আসলো ব্রাক হোপ ফেস্টিভাল এ যাওয়ার। কলিগরা সবাই ফোন দিচ্ছে বের হওয়ার জন্য। আসলে আমি সকাল থেকে দুপুরের পর পর্যন্ত অনেক ব্যস্ত ছিলাম। এইদিক এ বাসা থেকে প্রিয়া ও বার বার কল দিচ্ছে যে কখন আসবো আবার কখন যাবো। বিকেল ৪ টাই বের হয়ে টিকেট প্রিন্ট করে নিলাম।
তারপর একটা সি এন জি নিয়ে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এ পৌছালাম ৫ টাই।
বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
অনেক ভীর ছিলো ভিতরে ঢুকতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের। অবশেষে ভিতরে ঢুকলাম। কিছু ফটো শেয়ার করছি এখন
ভিতরে যেয়ে অনেক ভালো লাগলো। খুব সুন্দর গুছানো সব কিছু। বেশ অনেক স্টল ছিলো, খাবারের স্টল ছিলো। ঘুরে ঘুরে দেখলাম সব কিছু। তবে খাবার নিতে যেয়ে অনেক কষ্ট হইছে৷ এতো ভীর ছিল মুড়িমাখা, সিংগারা, ফুচকা এসব খাবার পেতে প্রাই ৩০ মিনিটস লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। অবশেষে খাবার পেলাম। খাবার খেয়ে বেশ ভালোই লাগছে। খাবার শেষে কনসার্ট দেখার অপেক্ষায় আমরা।
অন্যান্য শিল্পিদের গান শেষ হতেই আর্টসেল এর গান শুরু হলো।আর্টসেল এর রক মিউজিক শুনে পুরো স্টেডিয়াম স্তব্ধ।
আর আমি আছি গুরুর অপেক্ষায়। কখন স্টেজ এ উঠবে সে।
অনেক অপেক্ষার পর স্টেজ এ গুরু...................
প্রথম গান শুরু করলো মা দিয়ে। আহ কি অসাধারণ তার গানের কন্ঠ। পুরো স্টেডিয়াম অবাক হয়ে গান জেমস এর গান উপভোগ করছি।
একে একে প্রায় ১০ টা গান আমাদের মাঝে উপহার দিলেন জেমস। এতক্ষন অপেক্ষা করার ফল পেলাম জেমস এর গান শুনে। কি দারুন তার কন্ঠ।
পাগলা হাওয়া দিয়ে শেষ করলেন তার গান। পুরো স্টেডিয়াম নাচছে এক সংগে জেমস এর গানের তালে তালে।
অনেক সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করলাম প্রিয়া এবং কলিগদের নিয়ে।
ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
বিষয় | ব্রাক হোপ ফেস্টিভাল- ২০২৩ এ আমরা। |
---|---|
ফটো ক্রেডিট | @amitroy |
ডিভাইস | রেডমি নোট ৮প্রো |
লোকেশন | বাংলাদেশ আর্মি স্টেডিয়াম,ঢাকা। |
তিনদিনের পাশ অথচ খালি একদিন গেলেন,আমি হলে তো তিনদিনই যেতাম হাহা। আর এই শো এর লাইন আপ ও জোস ছিল। আর শুধু গুরুর গান শোনার জন্য এতক্ষন অপেক্ষায় ছিলেন বেশ অদ্ভুত ব্যাপার হাহা। যাইহোক আপনার নতুন করে প্রত্যাবর্তন দেখে খুশি হলাম। কাজ চালিয়ে যান নতুন করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিন গিয়েছি তাও গুরুর জন্যেই। আর ৩দিন যাওয়ার মতো সময় ছিলো না। ধন্যবাদ আপনাকে আমাকে স্বাগতম জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit