নমস্কার,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালোই আছি কিন্তু মনটা খুব একটা বেশি ভালো না।
হারিয়ে যাওয়া ক্যামেরার বক্স
আজ আমি আমার সংগে ঘটে যাওয়া এক অবাঞ্চিত ঘটনার আলোচনা করতে চাচ্ছি। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের পরিবার তাই কোন দিধা না রেখে শুরু করছি।
আসলে আমি একটা গ্রুপ অব কোম্পানি তে পিপল অপারেশনস ডিভিশন (হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট) এ সহকারী ব্যবস্থাপক- নিয়োগ, হিসেবে দায়িত্বরত আছি।
নিয়োগ সংক্রান্ত কাজের জন্য বিভিন্ন প্রোগ্রাম এ উপস্থিত থাকতে হয়। যে কারণে বিভিন্ন ডিভাইস আমার প্রয়োজন হয় সবসময়। যেমন: ক্যামেরা, ল্যাপটপ, ট্যাবসহ আরও ছোট ছোট অনেক কিছু।
আমার আগের ক্যামেরাটা বেশ পুরাতন হয়ে যাওয়ার কারনে প্রায় এক মাস আগে আমাকে Sony Cyber shot DSC-W810 মডেলের আরেকটা ক্যামেরা দেয় অফিস থেকে। ল্যাপটপ তো আগে থেকেই ছিল। এবং গতকাল আমাকে lenovo ব্র্যান্ডের একটা ট্যাব দেন অফিস থেকে।
কাল বেশ ভালই লাগছিলো নতুন একটা ট্যাব পেলাম সংগে প্রতি মাসে ২০ জিবি ইন্টারনেট এবং ৫০০০ টাকার ব্যালেন্স লিমিট।
অফিসে থেকে বের হওয়ার আগে ট্যাব টা লকার এ রেখে লক করে চাবিটা আমার ব্যাগ এ রাখি। আর ক্যামেরাটা ডেস্ক এর ড্রয়ারে রেখে লক করে চাবিটা ডেস্ক এর একটা পাশে আড়ালেই রেখে দিলাম। পকেট এ চাবি বেশি হয়ে যাওয়ার কারণে ডেস্ক এর চাবিটা কাল র নিয়ে বের না হয়ে রেখে আসলাম। হয়তোবা এ বিষয়টা কেউ খেয়াল করেছে।
প্রতিদিন এর ন্যায় আজও অফিসে গেলাম। কিন্তু আজকের সকাল টা অন্য দিনের মতো ছিলো না 😞।
ডেস্কে আমার মোবাইল, চশমা, ঘড়ি, আই ডি কার্ড রেখে ওয়াশ রুম এ ফ্রেস হতে গেলাম। ঘুড়ে এসে ডেস্ক এ বসে ল্যাপটপ ওপেন করলাম। ও আগেরদিন আমি আবার আমার এটিএম কার্ডগুলো ড্রয়ারে রেখে গিয়েছিলাম। সেগুলা চেক করার জন্য আগে থেকে রেখে দেয়া চাবি নিতে দেখি সেখানে চাবি নেয়। পরে ড্রয়ার টান দিয়ে দেখি সেটিও খোলা। খেয়াল করে দেখি আমার এটিএম কার্ডগুলো ওখানেই আছে।
কিছুক্ষন পর খেয়াল করে দেখি আমি গতকাল ক্যামেরাটা যেখানে রাখা ছিলো সেখানে নেয়। অনেক খুজলাম কিন্তু সেটা আর পেলাম না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কি করবো কাকে বলবো কিছুই বুঝছিলাম না। পরে আমার সিনিয়র কে বিষয়টা জানালাম। উনি তখন বললেন যে চিন্তা করেন না চলেন এইচ আর হেড স্যার কে বলি। তারকথা অনুযায়ী স্যারকে আমরা বিষয়টা জানালাম। তিনি আমাকেই বলল যে আপনি কেন চাবি নিয়ে যান না। এটা আপনার ফল্ট। আমি বললাম জি স্যার এটা আমার ফল্ট বলে শিকার করে নিলাম। উনি বলছিলেন যে এটা ত জরিমানা হবে। আমি বললাম ওকে স্যার আমি রাজি কিন্তু আমাকে বের করে দিতে সাহায্য করবেন আসলে কে নিলো। উনি বলল ওকে।
অনেক খুজলাম নিজে নিজেই। কাউকে বলতেও পারছি না। কি মনে করবে সবাই। হয়তো আমাকে দায়ীও করবে সবাই। ক্লিনারের রাখা কাগজের মধ্যে নিজেই খুজলাম কিন্তু পেলাম না কোথাও। কাকে রেখে কাকে সন্দেহ করবো কিচ্ছু বুঝতাছি না।
পরে মন খারাপ করে বাসায় চলে আসলাম। আসলে আমি মানতেই পারছি না যে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যাবে😢।
সবাই সচেতন হন। আমার ভুল থেকে শিক্ষা নেন। কেউ এভাবে নিজের লকার এর চাবি কোথাও রেখে আসবেন না অফিসে।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।