শিক্ষকরাই দেশ ও জাতি গঠনের কারিগর।

in hive-129948 •  3 years ago 

স্কুল জীবনের একটি প্রবাদ প্রায় অনেকেই জানেন, 'শিক্ষা জাতির মেরুদণ্ড'।যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। কিন্তু আমরা একটা কথা প্রায়ই ভূলে যাই।সেই লোকটি কথা,যিনি তার মেধা দিয়ে মেরুদণ্ড গুলোকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন, তিনি আমাদের শিক্ষক। মনে করেন আপনি ডাক্তার হবেন,ইঞ্জিনিয়ার বা আরো কিছু। মোটকথা আপনি যা হতে চাইবেন স্কুল থেকে কলেজ আবার কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এর মধ্যে প্রত্যেক জায়গায় গাইড লাইনের জন্য কারো না কারো পরামর্শ বা উপদেশ নিয়ে নিদিষ্ট জায়গায় পৌঁছতে হয়।সেই নিদিষ্ট জায়গায় পৌঁছানো জন্য একজন পথ প্রর্দশকের প্রয়োজন হয়।সেই পথ প্রর্দশকটি হচ্ছে তার শিক্ষাগুরু।সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে একটি বিষয়ের উপর কারো কখনো দ্বিমত থাকার কথা নয়,তা হলো শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মিতা ভাব প্রদর্শন করা।আপনি প্রাইমারি বা মাধ্যমিক বা উচ্চতর জ্ঞান নিয়ে ডাক্টার,ইঞ্জিনিয়ার বা আরো কিছু হলেন কিন্তু আপনার শৈশবের যে শিক্ষক আপনাকে পুথিঁগত জ্ঞান দান করেছেন তার মূল্যায়ন আর সর্বশেষে যিনি আপনাকে জ্ঞান দান করেছেন তাদের সমভাবেই মূল্যায়ন করতে হবে।কে বড় কে ছোট এ চিন্তা কখনও ই বোধগম্য নয়।কারন শৈশবের শিক্ষক আমাদের যে পুথিঁগত জ্ঞান দান করেছেন,সেই জ্ঞান আমরা অর্জন না করলে আজকের আমরা হয়তবা এ অবস্থায় আসতে পারতাম না।দরুন আপনি একটি বৃক্ষ রোপন করেছেন। সেই গাছটিকে বড় করার জন্য এবং গাছটিতে ফল ধরার জন্য আপনাকে গাছটি সঠিকভাবে পরিচর্যা করতে হবে।তাহলে ফল পাবার আশা করতে পারেন।কিন্তু যদি আপনার অবহেলার কারণে গাছটি পরিচর্যা না হয়।তাহলে ফল তো দূরের কথা গাছটি শুরুতেই ভেঙ্গে নিঃশেষ হয়ে যাবে।তাই শিক্ষককে দেশ ও জাতি গড়ার কারিগর ও বলা যেতে পারে। মানুষের মধ্যে সৌজন্যেবোধ সৃষ্টি এবং নৈতিক চরিত্র গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষকই পারে অন্ধকার সমাজকে আলোকিত করতে। তাই একজন শিক্ষক যেমন আমাদের সুপ্ত জ্ঞানকে তার জ্ঞান দিয়ে জাগ্রত করে আমাদেরকে আলোকিত করে তোলেন। তদ্রুপ তাদের প্রতিটি আদেশ- নিষেধ এবং উপদেশ মেনে যদি আমরা নিজেকে প্রতিষ্ঠিত করে দেশে ও জাতি কল্যানে নিজেকে উৎসর্গ করতে পারি তবেই তো একজন শিক্ষকের সার্থকতা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post was upvoted by @hustleaccepted
To get endless upvotes use the tag #hustleaccepted and follow our account
Wish you the best luck ❤️

hustle accepted (1).png

বেশ ভালো লিখেছেন।আসলে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।তবে কিছু কিছু শিক্ষক নয়।ভালো ছিলো। ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ আপু। আমার পোস্ট পড়ে আমাকে উৎসাহিত করার জন্য।"আমার বাংলা ব্লগ "এ যাতে আরো সুন্দর ও বাস্তবসম্মত কনটেন্ট লিখতে পারি তার জন্য দোয়া করবেন।

ভাইয়া আপনিতো অসাধারণ একটি পোস্ট আমাদেরকে উপহার দিয়েছেন। শিক্ষকরাই দেশ এবং জাতি গঠনের কারিগর। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এতে দ্বিমত করার মত কিছু নাই। তবে আপনি আপনার মনের ভাব টুকু খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ভাইয়া আপনাদের উৎসাহ ও উদ্দিপনার জন্যই তো আমরা লিখতে আগ্রহ পাই। ভাইয়া আপনাকে অন্তরের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ।

বেশ ভালো লিখেছেন ।আর ঠিকই বলেছেন শিক্ষকরা দেশ ও জাতি গঠনের কারিগর। হয়তো শিক্ষক না থাকলে আমরা অজ্ঞতার যুগে পড়ে থাকতাম।
ধন্যবাদ আপনার পোস্টটি শেয়ার করার জন্য।

ভাইয়াকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হ‍্যা ভাইয়া সুন্দর একটি পোষ্ট দিয়েছেন শিক্ষাই জাতির মেরুডন্ড আর শিক্ষক না থাকলে তো আমরা শিক্ষাই পেতাম না আল্লাহ পিতা-মাতার পর শিক্ষকের মর্যাদা দিয়েছেন।

অনেক সুন্দর করে বুঝাই বলেছেন ভাইয়া শিক্ষা জাতির মেরুদণ্ড

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।আরও সুন্দর সুন্দর কনটেন্ট যাতে লিখতে পারি সেজন্য দোয়া করবেন।