আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।হাসির গল্প“অনলাইন ফলোয়ার”এর প্রথম পর্বটি আপনাদের ভালো লাগার কারনে আবারো “অনলাইন ফলোয়ার”এর দ্বিতীয় ও শেষ পর্বটি নিয়ে আবারো হাজির হয়েছি।আশাকরি এই পর্বটিও আপনাদের ভালো লাগবে।
আমার এক ছোট ভাই বলল,বুঝলাম না বিষয়টা।আমি তাড়া খেয়ে চলে আসতে বাধ্য হলাম,অথচ আমার প্রতিপক্ষ ঠিকই বুক ফুলিয়ে দাপট দেখিয়ে গেল।অথচ আমি ফলোয়ারের দিক থেকে তার চেয়ে অনেক অনেক এগিয়ে।নাহ্,বিষয়টা একদমই আমার মাথায় ঢুকছে না।
আমি বললাম,তোর কথাও আমার মাথায় ঢুকছে না।কী বলছিস,একটু বুঝিয়ে বল।অর্ধেক বলবি আর অর্ধেক পেটে রাখবি,এটা হতে পারে না।হওয়াও উচিত না।ছোট ভাই বলল বিষয়টা হচ্ছে গিয়ে,পাশের পাড়ার একটা মেয়েকে আমিও পছন্দ করি এবং ওই পাড়ার আরেকটা ছেলেও পছন্দ করে।এদিকে মেয়েটার বর্তমান অবস্থা এমন,সে পারলে গেয়ে উঠে,“বিধি তুমি বলে দাও আমি কার”।তো মেয়েটার কথা বাদই দিলাম এখন।
আগে আমার আর ওই ছেলেটার কথা বলি।আমাদের মধ্যে বিরাট গন্ডগোল লেগে গেল।যেন যুদ্ধ যুদ্ধ ভাব। কিন্তু এই যুদ্ধে হারলে তো চলবে না আমার।এজন্য আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম।লিখলাম আমার যত ফলোয়ার আছে,তারা যাতে চৌরাস্তার মোড়ে চলে আসে।স্ট্যাটাসটা আমি দিলাম এজন্য,যেহেতেু আমার বিশ(২০,০০০)হাজারের মত ফলোয়ার।এর মধ্যে থেকে দুই(২০০০) হাজারও যদি আমার পক্ষ নিয়ে মারামারি করতে আসে,তাহলে কি একটা অবস্থা হতে পারে।
এদিকে আমার প্রতিপক্ষ ছেলেটার ফলোয়ার মাত্র দেড়(১৫০০)হাজারের মতো।সে ফেসবুকে কোন স্ট্যাটাসও দেয়নি।দেখলাম কয়েক জনকে ফোন করছে।বিশ মিনিটের মধ্যে ত্রিশ-চল্লিশ জন লোক আমাকে ঘিরে ফেলল। তারপর মাইর কাকে বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে,বিশ(২০,০০০)হাজারের মতো ফলোয়ার থাকা সত্ত্বেও আমার ডাকে যে কেউ সাড়া দিল না, আমাকে সেভ করতে এলো না।আমি পড়ে পড়ে মাইর খেলাম আর দিন শেষে আমার আমাকে আমার বাবা ও ভাই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেন,তাহলে আমি এই ফলোয়ার লইয়া কি করিব?
এমন সময় আমার প্রতিবেশী এক ভাবী বললেন,শুনলাম ফলোয়ার নাকি কেনা যায়।আমি বললাম,কবি বলেছেন, টাকা হলে বাঘের চোখও পাওয়া যায় ।আর ফলোয়ার কোন ছাই !তবে ফলোয়ার কেনার চেয়ে দুই বস্তা আলু কিনে রাখা ভালো।অফ সিজনে দ্বিগুন দামে বিক্রি করতে পারবেন বলে আশা করা যায়।
আশা করি,গল্পটি আপনাদের ভালো লেগেছে।আর গল্পের মধ্যে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ভাল থাকবেন ও সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। অপচয় রোধ করবেন। চারপাশ পরিষ্কার রাখবেন।আর গল্পটি ভালো লাগলে আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এ পর্যন্তই।
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্যি হাস্যকর ছিল ভাই। ঠিকই বলেছেন ফলোয়ার কেনার থেকে আলু কিনে রাখা ভালো এইরকম ফলোয়ার দিয়ে হবে কী যারা আপনার বিপদে পাশেই থাকে না হা হা হা। ভালো লিখেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ও চমৎকার উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো সুন্দর সুন্দর গল্প লিখতে উৎসাহিত করবে।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি পড়ে প্রথমে একটু চিন্তা ছিলাম। পরে সম্পূর্ণ ঘটনা পড়ে বুঝতে পারলাম। আপনার দুই হাজার মত ফলোয়ার থাকা সত্ত্বেও কেউ আসলো না এবং ফেসবুকে স্ট্যাটাস দিলেন। কিন্তু আপনার অপর পক্ষের লোক পনেরশো ফলোয়ার ছিল। তা সত্ত্বেও আপনার বাড়িতে এসে আপনার বিপদের সময় কেউ এগিয়ে আসেন। শেষ পর্যন্ত আপনার বাই ও বাবা হাসপাতালে নিয়ে গেল। এত ফলোয়ার থেকে কি লাভ একটা কথা খুব ভালো লাগলো দুই বস্তা আলু কিনে রাখলে দাম বাড়লে তাও বেচা যেত। সুন্দর করে ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে ভাই প্রেম ভালোবাসা তো আর ফলোয়ার দিয়ে হয় না৷ প্রেম ভালোবাসা তো হয় মন দিয়ে সো ফলোয়ার নি টানাটানি না করে মন দিয়ে ভালোবাসার চেষ্টা করো ৷ কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে তাই মারামারি কিংবা খুনাখুনি নয়৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সব ঠিক আছে, তবে মারামারি লেগে গেলে তো কিছু করার নেই। আপনি চাইলে চাইলেন না ঝগড়া করতে,আরেক জন করলে তখন কি করবেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit