সংসারে টানাটানি !! প্রথম পর্ব

in hive-129948 •  3 years ago 

আশাকরি "আমার বাংলা ব্লগ" এর সকল সম্মানিত সদস্যরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।আজ আমি বর্তমান সময়ে আমাদের মাঝে সংসার জীবনের বিভিন্ন সমস্যা তুলে ধরা চেষ্টা করছি —--
PXL_20220531_075155124.MP.jpg

কিছু দিন আগে আমিও আমার পরিচিত ছোট বড় কয়েকজন ভাই মিলে বতমান সময়ে সংসার জীবনে কার কি সমস্যা আলাপ করতেছিলাম। এমন সময় আমার পাশের এক বড় ভাই বললেন, জিনিসপত্রের দামের উর্ধ্বগতির এই বাজারে যেভাবে টানাটানি করে সংসার চালাতে হচ্ছে, তাতে ছাত্রজীবনের কথা মনে পড়ে যাচ্ছে। আমি বললাম,কেন,ছাত্রজীবনে পাশের জনের কাছ থেকে নকল টানাটানি করে পরীক্ষা দিতেন নাকি? বড়ভাই হালকা হেসে বললেন, ব্যাপারটা ঠিক এমন না।আবার খানিকটা সেরকমও।তবে সেই প্রসঙ্গে যাচ্ছি না।বরং পরীক্ষা- পরবর্তী রেজাল্ট প্রসঙ্গে যাওয়া যাক।আমি পাস করেছিলাম কোনোরকমে।তেত্রিশ পেয়ে পেয়ে। দু' এক সাবজেক্টে তো একত্রিশ,বত্রিশ ও পেয়েছিলাম। যারা খাতা দেখেছিল, তারা দয়া করে এক- দুই নম্বর দিয়ে দিয়েছে।তো আমার টানাটানির পাশ নিয়ে এলাকায় লোকজন নানান কথা বলত।এর মধ্যে একটা কথা মার্কেট পেয়েছিল।
people-gd8ee457cc_1920.jpg
Source
সেটা হচ্ছে টিটিএমপি।মানে টেনেটুনে ম্যাট্রিক পাস।আমি বললাম,ঠিক আছে ভাইয়া বুঝলাম।কিন্তু এখন কেনো সেটা মনে পড়ল। বড়ভাই বললেন, মনে পড়ল এ জন্য যে,কারণ এখন আমি টিটিএসসি।আমি জানতে চাইলাম, টিটিএসসি কি জিনিস। টিএসসির নতুন কোন শাখা নাকি।বড়ভাই বললেন,আরে না।টিটিএসসি মানে হচ্ছে, টেনেটুনে সংসার চালাচ্ছি।এসময় এক ছোটভাই বলে উঠলো, কী যে বিপদে পড়েছি।আসলে আমার বড় ভাই যে এভাবে আমার ওপর প্রতিশোধ নিবে,বুঝতে পারিনি। আমি জানতে চাইলাম কিভাবে তার বড়ভাই তার ওপর প্রতিশোধ নিচ্ছে। ছোটভাই বলল,আর বলবেন না।বড়ভাই প্রেম করত।তো সে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল।কিন্তু ফ্যামিলি থেকে সবাই বলছিল, এখনই বিয়ে করা যাবে না।কারণ, তোমার ছোট ভাই -বোন আছে।আগে তারা পড়াশোনা শেষ করুক।ছোটবোনদের আগে বিয়ে দাও, তারপর নিজের বিয়ে। আর তাদের কথার সাথে আমিও তখন তাল মিলিয়েছিলাম। বড়ভাই এখন তাই আমার ওপর প্রতিশোধ নিচ্ছে। আমাকে এখন বিয়ে করতে দিচ্ছে না। গড়িমসি করছে।আমি বললাম, তোকে বিয়ে না করতে দেওয়ার কি আছে? তুই তো সবার ছোট।অতএব বাড়তি কোন দায়িত্বও নেই।আচ্ছা এই যে তুই বললি তোকে বিয়ে করতে দিচ্ছে না,গড়িমসি করছে ; কি বলে গড়িমসি করছে? মানে তার যুক্তিতা কি?ছোট ভাই বলল,তার কথা হচ্ছে,এখন বিয়ে করা যাবে না।
lonely-man-1435359 (1).jpg
Source
জিনিসপত্রের যা দাম।কিছুদিন পরে বিয়ে কর।জিনিসপত্রের দাম একটু কমুক।আমি তাকে বললাম, তাহলে চিরকুমার থাকার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নে।কারণ, জিনিসপত্রের দামও কমবে না,তোর বিয়েও করা হবে না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

যারা কম মার্ক পেয়ে পাস করত তাদের বেলায় এই কথাটি আমাদের গ্রামে প্রচলিত ছিল। টেনেটুনে মেট্রিক পাস টিটি এমপি। তবে আপনার বড় ভাইয়ের টিএসসি কথাটা শুনে আমার খুব হাসি পেয়েছে। আরে তার যে শব্দগুলো ব্যবহার করছে সেগুলো কিন্তু খুবই হাসির - টেনেটুনে সংসার চালাচ্ছি। খুব ভালো লাগলো আপনার কথাগুলো অনেক ধন্যবাদ আপনাকে লেখা গুলো শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ। আসলে একসাথে যদি কারো সাথে গল্প করা হয়, তখন না জানা অনেক কিছু আমরা জানতে পারি।

Nice

সাম্প্রতিক সময়ের ভাবনা, ভালো লিখেছেন।