আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে আবারও হাসির গল্প “যানজটেই আছি”এর দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি ।আশাকরি গল্পটি আপনাদের ভালো লাগবে।
আমার এক ছোট ভাই বলল,যানজট যত বাড়ে,ব্যাগের ওজনও বাড়ে। কি যে করি!আমি বললাম,কোন ব্যাগের ওজন? মানিব্যাগের কি?মানি ব্যাগের ওজন বাড়লে তো ভালোই। ছোট ভাই বিরক্ত হয়ে বলল,ধুর ভাই,মজা কইরেন না তো! এমনিতেই বহুত পেরেশানির মধ্যে আছি। আমি বললাম,পুরো বিষয়টা বুঝিয়ে না বললে মজা তো নেবোই।
ছোট ভাই বলল,বুঝিয়ে বলার মুড আসলে নেই। তবুও বলি। আগে যখন কিছুটা কম জ্যাম ছিল, তখন ব্যাগে করে অফিসের কিছু কাগজ পত্র নিয়ে বের হতাম। কিন্তু এখন যেহেতু রাস্তায় কয়েক ঘণ্টা বসে থাকতে হয়,এখন আলাদা একটা শার্ট নিয়ে বের হই।
যেহেতু গায়ের ঘামে ভেজা শার্টটা নিয়ে অফিসে ঢোকা যাবে না।যাই হোক,শুধু শার্ট নিয়ে বের হলে ব্যাগের ওজন বাড়ত না। যেহেতু বাসে ঠেলাঠেলি হয়,এই ঠেলাঠেলিতে ব্যাগে থাকা শার্টের ভাজ ভেঙে গিয়ে কাচুমাচু হয়ে যাওয়ার ভয় থাকে, তাই আজকাল ব্যাগে ইস্ত্রি ও রাখি। আশা করি বুঝতে পেরেছেন ব্যাগের ওজন কেন বাড়ে। আমি বললাম, তাও ভাল, শুধু ইস্ত্রি রাখিস। কবে না আবার কাপড় আয়রন করে দেওয়ার জন্য ইস্ত্রির সঙ্গে স্ত্রী ও নিয়ে যাস।
এমন সময় আমার প্রতিবেশী এক বড় ভাই বললেন, যানজট বলিস আর জ্যাম বলিস, জিনিসটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে।এখন হঠাৎ করে যদি জ্যাম না থাকে,তাহলে আমরা ভালোই ফ্যাসাদে পড়ে যাব।আমি বললাম,কি রকম? বড় ভাই বললেন,কি রকম আবার? এই যে সংসার জীবনের শুরুর দিকে তোর ভাবি আমার সঙ্গে ঝগড়া করে রোজ রোজ জিতে যেত।আমি বললাম,কিভাবে জিতে যেত?
তিনি বললেন,আমার ঝগড়ার কোনো প্রশিক্ষণ ছিলনা।প্র্যাকটিস ছিল না। কিন্তু আজকাল আর জেতে না।আমি জিজ্ঞাস করলাম,কেন জেতে না?আমার প্রতিবেশী বড় ভাই বললেন,কারন,আমার এখন ঝগড়ার প্র্যাকটিস আছে।আমি রোজ পাবলিক বাসে করে অফিসে যাই। জ্যামের কারণে দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকি।
হকারের সঙ্গে কাস্টমারের,যাত্রীর সঙ্গে কন্টাক্টার ও হেলপারের-মোটকথা ঝগড়াঝাঁটি চলতেই থাকে আর আমি শিখতেই থাকি।এগুলো যখন বাসায় এসে প্রয়োগ করি,আমি নিশ্চিত ভাবে তোর ভাবীর সঙ্গে জিতে যাই।চিন্তা করে দেখ,যদি যানজট না থাকে,যদি রাস্তায় দীর্ঘ সময় অবস্থান করার সুযোগ না পাই,তবে তোর ভাবীর সঙ্গে ঝগড়া করে জিতার কি আর কোন রাস্তা থাকবে?
আশা করি কোন ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ভাল থাকবেন ও সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। অপচয় রোধ করবেন। চারপাশ পরিষ্কার রাখবেন।আর গল্পটি ভালো লাগলে আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এ পর্যন্তই।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জানযটে আছি গল্পটি পড়ে বেশ মজা পেলাম। এমনকি অনেক কিছু নতুন করে মনে করিয়ে দিলে যানজট সম্পর্কে। একটা কথা বেশ মজাই লেগেছে,
কথাটা একেবারে মন্ধ নয়, তবে সামনের দিকে প্রয়োজন হতে পারে। সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা ভাই স্ত্রী গরম করার জন্য তো বিদ্যুৎ দরকার। তো সঙ্গে করে একটা কিন্তু একটা ব্যাটারিও রাখা উচিত 😂😂। ঝগড়া শেখার জন্য যানজট হা হা। বেশ দারুণ ছিল আপনার এই পর্বটাও। পড়ে মজা পাইলাম ভাই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আজকের এই পর্বে এসে অনেক চমৎকার একটি তথ্য পেলাম ভাই শিক্ষনীয় ও বটে আমাদের জন্য😀😀👇
অনেক ভালো লাগলো ভাই আপনার আজকের গল্পটি পড়ে ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় ভাই আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর ভাবে গুছিয়ে আমার মন্তব্যের ফিডব্যাক দেয়ার জন্য ভালো থাকবেন সর্বদায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপনার পুরো গল্পটি পড়ে খুব ভালো লাগলো। আপনার লেখনি বেশ ভালো ছিলো। অনেক মজার কিছু বিষয় উপস্থাপন করেছেন এই পর্ব গুলোর মাধ্যমে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit