"চেরি ব্লসম ফুল"এর চিত্রাঙ্কন।।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা

কেমন আছেন?


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ”এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে প্রতিনিয়ত আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করি।সেই হিসাবে আজ ও আপনাদের মাঝে একটি নতুন চিত্রাঙ্কন নিয়ে হাজির হয়েছি।চিত্রঙ্কনটি হলো চেরি ব্লসম ফুল এর চিত্রাঙ্কন । আশাকরি, এই চিত্রাঙ্কনটিও আপনাদের ভালো লাগবে।

Polish_20230311_230400267.jpg

PXL_20230311_153521345.jpg

PXL_20230311_153517690.jpg

PXL_20230311_153736904.jpg

PXL_20230311_153819961.jpg

PXL_20230311_153838897.jpg


প্রয়োজনীয় উপকরণ


সাদা কাগজ
পেন্সিল
কলম
রাবার
কার্টার
জল রং


PXL_20230311_155647756.jpg


চিত্রাঙ্কনটির প্রস্তুত প্রণালী নিচে তুলে ধরা হলোঃ


প্রথম ধাপ


PXL_20230311_135749847.jpg



প্রথমে সাদা কাগজ নিয়ে বড় একটি ডাল এঁকে নিবো।

দ্বিতীয় ধাপ


PXL_20230311_140052673.jpg


এরপর বড় ডালের সাথে আরো কিছু ছোট ছোট ডাল এঁকে নিবো।

তৃতীয় ধাপ


Picsart_23-03-11_22-14-50-738.jpg



এরপর ছোট ডালের মধ্যে ফুল এঁকে নিবো।

চতুর্থ ধাপ


Picsart_23-03-11_22-16-56-605.jpg



এরপর কিছু ফুলে জল রং দিয়ে কালার করে নিবো।

পঞ্চম ধাপ


PXL_20230311_143308952.jpg


এরপর বাকিফুলগুলোকেও একইভাবে জল রং দিয়ে কালার করে নিবো।

ষষ্ঠ ধাপ


Picsart_23-03-11_22-21-27-035.jpg


এরপর ডালগুলোকে জল রং এর সাহায্যে কালার করে নিবো।

সপ্তম ধাপ


PXL_20230311_145116265.jpg



এরপর ছোট ডালে পাতা এঁকে নিবো।

অষ্টম ধাপ


Picsart_23-03-11_22-25-27-428.jpg



এরপর জল রং দিয়ে পাতার কালার করে নিবো।

নবম ধাপ


PXL_20230311_151301466.jpg



এরপর ফুলের রেনুর মধ্যে হালকা কালার করে নিবো।

দশম ধাপ


PXL_20230311_153521345.jpg


এরপর কলমের সাহায্যে প্রতিটি অংশের কিনারে দাগ দিয়ে নিবো।

শেষ ধাপ


PXL_20230311_153707381.jpg


এরপর চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলে আমি আমার সিগনেচার দেওয়া জন্য প্রস্তুত হবো।

চুড়ান্ত ধাপ


Polish_20230311_230400267.jpg

PXL_20230311_153521345.jpg

PXL_20230311_153819961.jpg

PXL_20230311_153838897.jpg

PXL_20230311_153755499.jpg

PXL_20230311_153733242.jpg

এরপর চিত্রাঙ্কনটির পাশে আমার সিগনেচার ও তারিখ দিয়ে নিবো।এভাবেই চেরি ব্লসম ফুল এর চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলো।

পরিশেষে,আমি চেষ্টা করেছি চেরি ব্লসম ফুল এর চিত্রাঙ্কনটি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।আশাকরি,আপনাদের চিত্রাঙ্কনটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো নতুন নতুন চিত্রাঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করতে অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ এ পযর্ন্তই।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনার প্রতিটা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এত সুন্দর আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর আর্ট আগে কখনো দেখা হয়নি। ডালের মধ্যে হালকা গোলাপি কালারের ফুল দেখতে অসাধারণ লাগছে।আমি এই প্রথম আপনার আর্টের মাধ্যমে চেরি ব্লসম ফুল দেখতে পেলাম। এই ফুল হয়তো বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

image.png

দিনে দিনে দেখছি ভাইয়া আপনার কি ক্রিয়েটিভিটি বেড়েই যাচ্ছে। আপনি তো আসলে সব বিষয়ে কিছু কিছু দক্ষতা অর্জন করে ফেলেছেন। খুব সুন্দর হয়েছে আপনি চেরি ফুলগুলো আঁকা। এগিয়ে জান ভাইয়া এভাবে।

অনেক সুন্দর করে চেরি ব্লসম ফুলের চিত্রাংকন করেছেন। আর্টটি খুব সুন্দর হয়েছে। এরকম আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার আর্ট টিও আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

চেরি ব্লসম ফুলের নাম প্রথম শুনেছি এর আগে আমি নাম শুনি নাই কখনও হয়তো অনেকেই জানতে পারেন এই ফুলের নাম। আপনি অনেক সুন্দর করে আর্ট করেছেন প্রথমে দেখে মনে হয়েছিল বাস্তব একটি ফুল। কিন্তু পরে জানতে পারি আপনি ফুলের আর্ট করেছন দেখতে অসাধারণ। আপনি বেশ সুন্দর করে চিত্রাংকন করে সুন্দর কালার করেছেন কালারগুলো অনেক সুন্দর

চেরি ব্লসম ফুলের নাম আমিও আজকে প্রথম শুনলাম। আপনার পেইন্টিংটি এক কথায় মনোমুগ্ধকর হয়েছে। জল রং দিয়ে খুবই সুন্দর করে পেইন্টিংটি করেছেন। এভাবেই সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

চেরি ব্লসম ফুল, এই ফুলটির নাম আজই প্রথম শুনলাম। আর আজকেই আপনার পোষ্টে প্রথম দেখতে পেলাম তাও আবার চিত্রাংকন এর মাধ্যমে। খুব সুন্দর এঁকেছেন ভাই,চেরি ব্লসম ফুল। সত্যি ভাই আপনার সৃজনশীলতার প্রশংসা না করলেই নয়। অসম্ভব সুন্দর ও নিখুঁত করে চেরি ব্লসম ফুলের চিত্রাঙ্কনের প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এই ফুলটি জাপানের একটি জনপ্রিয় ফুল ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া,চেরি ব্লসম ফুলের চিত্রাঙ্কন দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য।

ব্যক্তিগতভাবে আমার মনে হয় পোস্টে ভিন্নতা নিয়ে আসা টা খুবই জরুরী। ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করলে নিজের এংগেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি পায় আর আপনি এটা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন জেনে খুবই ভালো লাগলো। চমৎকার একটি অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন এই অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চেরি ব্লসম ফুল সামনাসামনি দেখতে খুব সুন্দর লাগে। সেই ফুলের খুব সুন্দর আর্ট আপনি করেছেন। বিশেষ করে কালারের কারণে দেখতে আরো ভালো লাগছে। তাছাড়া আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। হালকা কালার করার কারণে আর্টটি আরো বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া।

অনেক সুন্দর ভাবে ফুলের দৃশ্য অংকন করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ।আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশনটা অসাধারণ ভাবে ফুটেছে। ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরে সৌন্দর্য বহুবনে বাড়িয়ে দেবে।

আপনি খুব চমৎকারভাবে চেরি ব্লসম ফুল এর চিত্রাঙ্কন করেছেন। জল রং দিয়ে এভাবে চেরি ব্লসম ফুল তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভিন্নতা আনার জন্য আপনি সবসময় ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুব সুন্দর করে আপনি চেরি ব্লসম ফুলের চিত্রাংকন করলেন।খুব সুন্দর হয়েছে। আপনি বরাবরই খুব ভাল আঁকেন আগেও দেখেছি। খুব সুন্দর ভাবে এঁকে কালার করেছেন।কালার করাতে দারুন হয়েছে ভাইয়া।আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা ভাল ছিল।ধন্যবাদ ভাইয়া।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

আজ আপনি আমাদের মাঝে অসাধারণ একটি চিত্র অঙ্কন করে উপস্থাপন করেছেন দেখি আমার খুবই ভালো লেগেছে। আপনার দক্ষতা সত্যি অনেক সুন্দর, যার জন্য আপনি আজকে এত সুন্দর ভাবে ফুলের দৃশ্য অঙ্কন করতে সক্ষম হয়েছেন খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ সুন্দর করে উপস্থাপন করছেন ফটোগ্রাফির মাধ্যমে তা দেখে। আশা করি আপনার থেকে আরো অনেক কিছু এভাবে দেখতে পারব।