হাসির গল্প "চিঠি চালাচালি" এর প্রথম পর্ব।।

in hive-129948 •  last year  (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে হাসির গল্প চিঠি চালাচালির এর প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পের প্রথম পর্বটি আপনাদের ভালো লাগবে।


1000012786.jpg

Source


আজ বাসা থেকে বের হবার সময় আমার ছোট এক চাচাতো ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হল।চাচাতো ভাইকে বাসায় নিয়ে আসার জন্য অনেক জোরাজোরি করেও যখন বাসায় আসেনি,তখন রাস্তার ধারে এক রেস্তোরাঁয় বসে নাস্তা করার ফাঁকে কিছুটা গল্প করলাম।রেস্তোরাঁয় আমাদের বাসার এক প্রতিবেশী বড় ভাইও সাথে ছিল।চাচাতো ভাই কথার এক সময় বলল, চিঠি চালাচালির বিষয়টা অত্যাধিক সুন্দর না ভাই।

একজন আরেকজনকে চিঠি দেয়,আবার সেই চিঠির উত্তরের অপেক্ষায় থাকে।এই অপেক্ষার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে না ভাই।যাকে বলে টানটান উত্তেজনা। আর আমি যখন চিঠি চালাচালি করতাম,তখন টানটান উত্তেজনার বিষয়টা আরও বেশি প্রকট থাকতো।সহজ ভাষায় বললে,তখন আরও বেশি টানটান উত্তেজনা ছিল আর কি।

আমি ছোট ভাইয়ের কথা শুনে বললাম-কারণ কি? ছোটভাই আমার কথার প্রতি উত্তরে বলল, কারণ একটাই। হাতের লেখা।হাতের লেখা অত্যন্ত জঘন্য মানের ছিল তো!এই জন্য চিঠি দেওয়ার পরই টেনশনে থাকতাম, চিঠিটা সে পড়তে পারছে তো?নাকি অন্যের সাহায্য নিয়ে পড়তে গিয়ে অমুক তমুককে দেখাচ্ছে! না,মানে একবার পড়তে না পেরে তার বাবাকে দেখিয়েছিল তো!আব্বা,দেখেন তো এইটা কি লিখেছে!

এমন সময় আমাদের পাশে বসে থাকা বড়ভাই বললেন , চিঠি চালাচালি করে আসলে বিশেষ কোনো লাভ হয় না।সেই তুলনায় মেসেজ চালাচালিতে ম্যালা লাভ।অতএব আমি মনে করি চিঠি চালাচালি থেকে বের হয়ে এসে সবারই উচিত মেসেজ চালাচালিতে মনোযোগ দেওয়া।

আমি বড় ভাইয়ের কথা শুনে বললাম, চিঠি চালাচালিতে কি এমন লস আর মেসেজ চালাচালিতে কি এমন লাভ? একটু খুলে বলেন তো ভাই। বড় ভাই আমার প্রশ্নের প্রতি উত্তরে বললেন, মাঝে মধ্যে মোবাইল কোম্পানিগুলো মেসেজ ফ্রি অফার দেয়।কিন্তু জীবনে শুনেছিস কোনো কাগজ বা কলম কোম্পানি কাগজ-কলম ফ্রি দিয়েছে?

তার মানে কাগজ-কলম নিজে কিনে তারপর চিঠি লিখতে হয়,চালাচালি করতে হয়।আবার ইনভেলাপের খরচ আছে।যদি ইনভেলাপের মাধ্যমেে না দিয়ে হাতে হাতে দিতে চাস,সেখানেও খরচ আছে।ওই লোক চিঠি খুলে পড়তে পড়তে মুখস্থ করে ফেলতে পারে।প্রেমিকার চিঠি দিয়ে ফেলতে পারে প্রেমিকার খালার হাতে।বোঝ তাহলে চিঠি চালাচালি কত ঝামেলার,কত ব্যয়বহুল!

আজ এ পযর্ন্তই।অন্য দিন এর পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।আর লিখার মধ্যে কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাবে আপনাদের মতামত দিবেন।

আমার পরিচিতি


9550.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ঠিক ঠিক ফ্রি অফারের ব‍্যাপার টা মাথায় রাখা উচিত। তাহলে বোঝা যাবে না সত্যি ঐটাই ভালো মানে ম‍্যাসেজ। যাদের হাতের লেখা খারাপ ছিল তাদের জন্য চিঠি লেখা আসলেই বেশ ঝামেলার ছিল হা হা। সেজন্য তাদের সাবধানে চিঠি চালাচালি করতে হতো। লিখেছেন বেশ ভালো ভাই। এককথায় চমৎকার।

Posted using SteemPro Mobile

চিঠিও মেসেজ দুইটা দুই যুগের। বর্তমান যুগে কেউ আর কষ্ট করে চিঠি লেখে না।আপনার পোস্ট টি পড়ে হাসিও পেলো বটে চিঠি মেয়ের খালার হাতে দেয়া ও হাতের লেখা খুব খারাপ পড়তে না পেয়ে বাবাকে বলতে পারে এটা কি লিখেছে দেখেন তো এ সব হাস্যকর ।আসলে ঠিক বলেছেন ভাইয়া চিঠি লিখলে যাদের খারাপ হাতের লেখা তাদের তো সমস্যা হয়ে যায়।কিন্তু ফোনে যদি টাইপিং করা হয় তাহলে লেখা খারাপ হলেও সমস্যা নাই কারন মেসেজ টাইপিং করার ক্ষেত্রে সবার লেখা সুন্দর হয়ে থাকে।ধন্যবাদ