আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
রোজ-বৃহস্পতিবার।২৫ ই,কার্তিক।১৪২৯,বঙ্গাব্দ।হেমন্তকাল।।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে আবারও হাসির গল্প তেলের তেলেসমাতি প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পটি আপনাদের ভালো লাগবে।
আমার এক ছোট ভাই বলল, কিছুদিন আগে বাড়িতে পুকুর কাটিয়েছিলাম।আর ইতোমধ্যে পরিকল্পনাও করে ফেলেছি, এই পুকুরে কি মাছ ছাড়বো।কিন্তু তেলের দাম বেড়ে যাওয়ায় এখন আবার পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে।মানে আগে যেই জাতের মাছ ছাড়বো বলে ঠিক করেছিলাম,এখন আর সেটা ছাড়বো না।আরেক জাত ছাড়বো।
আমি অবাক হয়ে বললাম,তেলের দাম বাড়ার সাথে মাছের জাত পরিবর্তনের সম্পর্ক কি?ছোট ভাই বলল,আছে,সম্পর্ক আছে।আগে ঠিক করেছিলাম মাগুর মাছ ছাড়বো।কিন্তু এখন ছাড়বো কৈ মাছ।আশাকরি,তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে গেলেও আর কোন সমস্যা হবে না।
আমি জানতে চাইলাম,কিভাবে?ছোট ভাই বললো,কীভাবে আবার?শোনেন নি,লোকে বলে কৈয়ের তেলে নাকি কৈ ভাজা যায়। তার মানে মাগুরের পরিবর্তে কৈ মাছ ছাড়লে সেই মাছ ভাজতে বা খেতে কোন তেলই লাগবে না।কৈয়ের তেল দিয়েই ভেজে ফেলা যাবে।এবার পাশ থেকে একজন বলে উঠলো,এক কাজ কইরেন ভাই,কৈয়ের সাথে কিছু তেলাপিয়া মাছ ও ছাইড়েন।নামের মধ্যেই একটা তেল তেল ভাব আছে না!
তখন আমার এক প্রতিবেশী বললেন,তেলের দাম বাড়ায় দেশের সবাই নাখোশ হলেও আমার বাসার কাজের বুয়া দারুণ খুশি হয়েছে।আমি তার কাছে জানতে চাইলাম,তেলের দাম বৃদ্ধিতে আপনার বাসার বুয়ার খুশি হবার কারন কি?
আমার প্রতিবেশী বললেন,একটাই কারন,এখন তরকারিতে তেল কম দেওয়া হয়।তাই প্লেটে তেলও কম লাগে।যার কারনে প্লেট, বাটি ও পাতিল ধোয়া-মোছা করতে বুয়ার পরিশ্রম কম লাগে।পরিশ্রম কম লাগলে খুশি হবে না কোন দুঃখে?
এমন সময় আমার বড় ভাই বললেন,ঈদের পর এমনিতেই হাতে টাকা পয়সা থাকে না।তার ওপর সহ্য করতে হচ্ছে বাড়তি চাপ।আমি তার কাছে জানতে চাইলাম,বাড়তি চাপটা কিসের?বড় ভাই বললেন,বাসার দরজা চেঞ্জ করতে হচ্ছে।আগেরটার একটু ভাঙাচুরা ছিল তো ! তাই নতুন লাগাতে হচ্ছে।
আমি বড় ভাইকে জিজ্ঞেস করলাম,দরজার দাম কি কম?আমি আরও বললাম,হঠাৎ করে দরজা বদলানোর উদ্যোগ নেওয়ার কারণ কি?বড় ভাই বললেন,ঘরে যখন দামি জিনিস থাকে সেই বিবেচনা করে দরজা-জানালাও নতুন করে ফিট করতে হয়।আসলে পাঁচ লিটারের দুই বোতল সয়াবিন তেল কিনেছি তো ! নিরাপত্তার একটা ব্যাপার আছে না? আচ্ছা,লোহার দরজার দাম কেমন পড়তে পারে?
আজ এই পযর্ন্তই। আবারও দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এই কামনাই করি।
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া আপনার গল্পটা পড়ে অনেক ভালো লাগল। লোকটা ঠিক বলেছে কৈয়ের তেলে কৈই ভাজলে তেল লাগবে না। আর কাজের বুয়ার আনন্দ থাকার কারণ হলো তার পরিশ্রম আসলে কম হবে।লোহার দরজা লাগালে তেলতো নিতে পারবেনা। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু, এত চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহাহা অনেক মজা পেলাম ভাই।সকাল সকাল মন টা ভাল হয়ে গেল।আপনার ছোট ভাই,বড় ভাই আর প্রতিবেশি অনেক রসিক বোঝা যাচ্ছে।এরকম রসিক মানুষ আশেপাশে থাকলে মন খারাপ এর সুযোগ থাকে না।ধন্যবাদ ভাই এমন মজার একটি পোস্ট শেয়ার করে মন ভাল করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা ভাইয়া ঠিকই বলেছেন,এমন রসিক মানুষ পাশে থাকলে মন খারাপ এর সুযোগই থাকে না।তারপরও আপনাদের মত গল্প পড়ে এত উৎসাহমূলক মন্তব্যের ভাই ছাড়া আমার গল্প লিখায় মন ও বসে না ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গল্পের মাধ্যমে আপনাদের কিছুটা আনন্দ দিতে পেরেছি। এটাই আমার স্বার্থকতা।আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া ,এত চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গল্পগুলো পড়ে বেশ মজার লাগলো। আসলেই কি কৈ মাছ তেল ছাড়া ভাজা যায়। একদিন ভেজে দেখতে হবে । আর ওই কাজের বুয়া ভালোই বলেছে। তেল কম দেয়ার কারণে থালা বাসনে তেল কম লাগে আর আরেক ভাই মনে হয় দরজার কথা মজা করে বলেছে সবার কথা শুনে। খুব হাসি পেলো গল্প গুলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার গল্পটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো খুবই মজার একটি গল্প লিখেছেন যা পড়তে পড়তে আমার খুবই হাসি পেয়েছে। তেলের জন্য আপনার প্রতিবেশীর বুয়া খুশি হয়েছে তেল এর দাম বেড়ে গেছে তাই জন্য , আবার আরেকজন দরজা লাগাচ্ছে এগুলো খুবই হাস্যকর। খুবই মজা পেলাম। এরকম মজার মানুষ যদি একটা দুইটা না থাকে তাহলে মনটা ভালো থাকে কিভাবে। খুবই ভালো লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গল্প কিন্তু দারুণ মজার।বিনা তেলেই এখন সবাই কৈ মাছ ভাজি খাবে।তবে কৈ মাছে যদি তেল না হয় ?হি হি কিন্তু দরজা-জানালার সঙ্গে পাঁচ লিটারের দুই বোতল সয়াবিন তেলের সম্পর্কটা কি? সেটা বুঝলাম না।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দরজা জানালা ভালো না হলে,এত মূল্যবান তেল কেউ নিয়ে গেলে তো বিশাল সমস্যা দিদি।তার জন্য সাবধানে থাকা।হা হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেকটা কৌতুক পড়ে আমি হেসে গড়াগড়ি। এরই নআম তেল কেলেঙ্কারি। 🤣 আপনার কৌতুক রস বেশ ভালো দেখছি দাদা। প্রতিকূল পরিস্থিতিকে নিয়েও অসাধারণ কৌতুক নামাতে পারেন তো!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ দিদি, তেলের তেলেসমাতি গল্পটি পড়ে এত চমৎকার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit