আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচয় ও আমার সম্পর্কে কিছু কথা

in hive-129948 •  2 years ago  (edited)

প্রথমেই আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" এর প্রতিষ্ঠাতা ও অন্যান্য সকল সদস্য এবং সদস্যাদের । "আমার বাংলা ব্লগ" এর মতো বড় একটা প্ল্যাটফর্মে আমার সম্পর্কে কিছু বলতে পারার অনুভূতিটা আসলেই অনন্য। আমি অংকন বিশ্বাস, আমার বয়স ২১ বছর, আমি একজন বাংলাদেশী নাগরিক।

বাংলাদেশের অন্যতম অপরূপ,সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়াতে আমার জন্ম। এমন একটি জেলা আমার জন্মস্থান হ‌ওয়াতে আমি সত্যি গর্বিত এবং ধন্য।


20230822_154430.jpg


আমার ভিতর ছেটোবেলা থেকেই দুরন্ত এবং উদ্দীপনা কাজ করতো। সবসময় নিজের কাজ নিজে করতাম এবং সেটা আত্মবিশ্বাসের সঙ্গে।

মা এবং বাবার থেকেই লেখাপড়ার হাতেখড়ি হয়েছে। পারিবারিক শিক্ষা, আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা, সামাজিকতা এগুলো প্রাথমিকভাবে নিজের পরিবার এবং সমাজ থেকেই পেয়েছি। আমি নিজের গ্রামের "মামুদানীপুর প্রাথমিক বিদ্যালয়" থেকেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করি।

IMG_1661795644128.jpg


তারপর মাধ্যমিক শিক্ষার জন্য "ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ে" ভর্তি হ‌ই এবং তখন থেকেই স্বপ্ন দেখি ইঞ্জিনিয়ারিং পড়ার এবং বড় হয়ে সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার। স্বপ্নগুলো ঠিকমতো এগোতে থাকে তারপর মাধ্যমিকে পরীক্ষায় ভালো রেজাল্ট করি।

IMG_1661795652504.jpg


ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বিভিন্ন সরকারি পলিটেকনিকে আবেদন করি। মাধ্যমিকে ভালো রেজাল্ট থাকার কারণে নিজের জেলায় "কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে"ভর্তি হওয়ার সুযোগ পায় এবং এখান থেকেই ভালো রেজাল্ট নিয়ে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা সম্পূর্ণ করি।

এখন বর্তমানে আমি ঢাকাতে "ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ" থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি পড়াশোনা করছি ।

আমি ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা,অভিনয়,এবং ভ্রমণ করতে খুবই পছন্দ করি।

আমার বন্ধু @mrahul40 এর কাছ থেকে এই প্লাটফর্মের সন্ধান পাই সে বললো এখানে নিজের প্রতিভাকে বিকশিত করা যাই।আমিও চাই নিজের লুকায়িত প্রতিভাকে বিকশিত করতে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

শুভকামনা রইল বন্ধু আশাকরি নিয়ম মেনে কাজ করবা।

প্রথমেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো বন্ধু। আমাকে "আমার বাংলা ব্লগ" এর মতো এমন একটি বড় প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এবং সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই তোমাকে। আমার বাংলা ব্লগের সকল নিয়ম নীতি মেনে ব্লগিং করার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।

আপনার পরিচিতি মূলক পোস্টটি পড়ে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আশাকরি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলবেন। আপনার জন্য শুভকামনা রইল।

আমার পরিচিতি মূলক পোস্টটি সম্পূর্ণ পড়ে, আমার সম্পর্কে জানার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই "আমার বাংলা ব্লগ" এর সকল নিয়ম-কানুন মেনে সামনের দিকে এগিয়ে যাব।

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। খুব চমৎকার ভাবে আপনার পরিচয়টি আমাদের সাথে তুলে ধরেছেন এবং আশা করি খুব শীঘ্রই আমাদের মডারেটর বিন্দু আপনাকে গাইডলাইন প্রদান করবেন ধন্যবাদ

"আমার বাংলা ব্লগ" মত বড় একটা প্লাটফর্মে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং উচ্ছাসিত। খুব সংক্ষিপ্তভাবে নিজের সম্পর্কে বলতে পেরে আমার খুব ভালো লাগছে। আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

  ·  2 years ago (edited)

ঠিক আছে ভাই কমিউনিটির নিয়ম কানুন মেনে কাজ করে যান ভালো কিছু ধন্যবাদ

@aongkon
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনার সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো। আশাকরি সকল নিয়ম মেনে ব্লগিং করার চেষ্টা করবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

"আমার বাংলা ব্লগ" এ নিজের সম্পর্কে কিছু বলতে পেরে আমি খুবই আনন্দ উপভোগ করছি।আমার খুবই সংক্ষিপ্ত পরিচিতি মূলক পোস্টটি পড়ার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আমার বাংলা ব্লগের সকল নিয়ম-কানুন মেনে ব্লগিং করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব সেজন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি।
আপনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।

@mrahul40 আপনি কি উনাকে রেফার করেছেন? রেফার করে থাকলে মন্তব্য করে নিশ্চিত করুন।

জ্বি আমি রেফার করেছি

  ·  2 years ago (edited)

উনাকে discord এ নিয়ে আসুন আর llinkup করতে সহযোগিতা করুন। ধন্যবাদ আপনাকে

@aongkon
আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

আমার বাংলা ব্লগের নিয়ম-কানুন এবং রীতিনীতি সম্পর্কে আমাকে অবগত করানোর জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। আমি আমার সাধ্যমত চেষ্টা করব আমার বাংলা ব্লগ এর উপরোক্ত সকল নিয়ম রীতি মেনে চলার এবং দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার।

Loading...