হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১লা আগস্ট, মঙ্গলবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করতে বেশ ভালো লাগে আমার কাছে। আমার বাংলা ব্লগে ব্লগিং করতে করতে এখন প্রতিনিয়ত পোস্ট করাটা একটা ভালো নেশায় পরিণত হয়েছে। আমরা দুই ভাই, আমার বড় ভাই বর্তমানে পড়াশোনা সম্পূর্ণ কমপ্লিট করে সিলেটে ছোট পিসিমণির বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছে। বর্তমানে চাকরির বাজারে যা অবস্থা তাতে করে চাকরি পাওয়াটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশের ভালো চাকরি পেতে হলে খুব ভালো ব্রিলিয়ান্ট হতে হবে অথবা মামা, খালু থাকতে হবে। গতকালকে বড় ভাইয়ের জন্য শপিং করেছিলাম আর আজকে মোহাম্মদপুরের কন্টিনেন্টাল ওয়ার্ল্ড ওয়াইড কুরিয়ার সার্ভিসে করে সুনামগঞ্জের দিরাইতে পাঠালাম।
কয়েকদিন আগে বড় ভাই আমাকে ফোন করে বললো যে, তার জন্য ফরমাল শার্ট, টি-শার্ট, জিন্স প্যান্ট ঢাকা থেকে কিনে কুরিয়ার সার্ভিসে করে পাঠিয়ে দিতে। তারপর আমার বিকাশ নাম্বারে শপিং করার জন্য টাকা পাঠিয়ে দিলো। গতকালকে বিকাশ থেকে টাকা তুলে আমি বড় ভাইয়ের জন্য যা যা শপিং করা লাগবে সবকিছুই করে এনেছিলাম। কোন কিছু কেনাকাটা করতে আমার বেশ ভালো লাগে। গতকালকে এর শপিং করে এনে আজকে মেসে এসে কুরিয়ার সার্ভিসে দিরাইতে পাঠানোর জন্য বেশ ভালো করে প্যাকিং করলাম। তারপর আমার কাছে থাকা পার্মানেন্ট মার্কার দিয়ে প্যাকিং এর উপর বড় ভাইয়ের নাম ঠিকানা এবং নাম্বার লিখে দিলাম।
আজকে গুগল থেকে মোহাম্মদপুরে টাউনহলের কন্টিনেন্টাল ওয়ার্ল্ড ওয়াইড কুরিয়ার সার্ভিসের নাম্বার সংগ্রহ করলাম। তারপর আজকে দুপুরের দিকে মোহাম্মদপুরে টাউনহলের কন্টিনেন্টাল ওয়ার্ল্ড ওয়াইড কুরিয়ার সার্ভিসে ফোন দিলাম। তাদের কাছে জানতে চাইলাম যে, সুনামগঞ্জের দিরাইতে পার্সেল পাঠানো হয় কিনা!
তারপর উনি আমাকে বলে যে, আপনি একটু ওয়েট করেন আমি আপনাকে ফোন করে এ বিষয়ে জানাচ্ছি। তারপর একটু পরে আমাকে ফোন করে বলল যে, হ্যাঁ পার্সেল পাঠানো যাবে। তখন আমি বললাম যে আমার পার্সেল আজকেই পাঠাবো তাহলে কয়টার ভিতরে আসব? তারপর উনি বলল যে আজকে বিকাল ৫ টার ভিতরে আসলেই আজকে পাঠিয়ে দেওয়া যাবে পার্সেল।
তারপর বিকাল ৪ঃ০০ টার দিকে মোহাম্মদপুরে টাউনহলের কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মেস থেকে অল্প একটু পথ হয় তাই আমি মোবাইলে লোকেশন চালিয়ে দিয়ে হেঁটে চলে গেলাম।
তারপর আমার পার্সেলটি ব্যাগ থেকে বের করে যে, ব্যক্তি বুকিং নিচ্ছে তাকে দেখালাম। আমার শপিং এর পার্সেলটি দেখে বলল যে, সুনামগঞ্জের হাতে পাঠাতে দেরশ টাকা খরচ হবে। তারপর আমি উনার কাছে শুনলাম যে, এই পার্সেল গন্তব্যে কবে পৌঁছাবে। তখন উনি বলল যে, আগামীকালকে সুনামগঞ্জ চলে যাবে তারপর আগামী পরশু গন্তব্যে পৌঁছে যাবে। তারপর উনি পার্সেল এর জন্য ১৫০ টাকার রশিদ লিখে একটা আমার কাছে দিলো আর একটা পার্সেল এর সাথে পিনআপ করে দেয়ার জন্য কাছে রেখে দিলো।
তারপর আমার সামনেই আমার পার্সেল পাঠানোর জন্য কন্টিনেন্টাল ওয়ার্ল্ড ওয়াইড কুরিয়ার সার্ভিসের পলিব্যাগে আবার প্যাকিং করল। পার্সেলটি প্যাকিং করার আগেই পলিব্যাগের উপর সকল ঠিকানা লিখে নিলো। তারপর ওই রেখে দেওয়া রশিদটি পার্সেলের সাথে পিনআপ করে দিলো। সব শেষ পার্সেল পাঠানোর জন্য দেড়শ টাকা দিয়ে আমি আবার মেসে চলে আসলাম। তারপর মেসে এসে বড় ভাইকে জানিয়ে দিলাম যে, তার জন্য কুরিয়ার সার্ভিসে করে পার্সেল পাঠিয়ে দিয়েছি।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরাম্যান | @aongkon |
---|---|
ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
তারিখ | ০১ লা আগস্ট |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit