হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৫ ই জুলাই, সোমবার, ২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে, কে ফুটবলের দুটি বড় টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। একটি টুর্নামেন্ট ইউরোপে হয় আরেকটি টুর্নামেন্ট আমেরিকাতে হয়। আপনারা যারা ফুটবলপ্রেমী তারা অবশ্য এই দুটি টুর্নামেন্টের ম্যাচগুলো দেখে থাকবেন। আমি ফুটবলপ্রেমী একজন মানুষ তাই ফুটবল খেলা দেখতে ভীষণ পছন্দ করি। আজকে আমি কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের রিভিউ শেয়ার করবো। কোপা আমেরিকার ফাইনালে আজকে মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা বনাম কলম্বিয়া। আজকের ম্যাচটি ফাইনাল ম্যাচ বলে বেশ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আর ফুটবলের ফাইনাল ম্যাচ মানেই সব থেকে বেশি জমজমাট খেলা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
আজকের খেলায় দর্শক ছিল চোখে লাগার মতো, পুরো স্টুডিয়াম যেনো কানায় কানায় ভরা। আজকের ফাইনাল ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে সব থেকে বেশি উপস্থিত ছিল আর্জেন্টাইন সমর্থক। আজকে আমেরিকা সাউথ ফ্লোরিডার হার্ড রক স্টুডিয়ামে খেলা হয়েছে । এবারের কোপা আমেরিকার আসরে আর্জেন্টিনা দল এখন পর্যন্ত অপরাজিত রয়েছে আর তাদের সাথে সাথে কলম্বিয়া দলও অপরাজিত রয়েছে। আর্জেন্টিনা দল গত পাঁচ বছরে তাদের লাস্ট ৬০ টি ম্যাচের ভিতর মাত্র দুইটি ম্যাচে হেরেছে। আর কলম্বিয়া দল টানা ২৮ টি ম্যাচ অপরাজিত রয়েছে।
এক কথায় বর্তমানে কলম্বিয়া দল দারুন ছন্দে রয়েছে। কলম্বিয়া দল ২৮ ম্যাচ আগে অবশ্য এই আর্জেন্টিনা দলের কাছেই হেরেছিলো তাদের সামনে আজকে উপস্থিত হয়েছে। আজকের ম্যাচে যে, দল জিতবে তারাই হয়ে যাবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। এদের দুইদলের কাছে চাম্পিয়ান হওয়ার জন্য দারুন সুযোগ থাকবে। কোপা আমেরিকা ম্যাচগুলো বাংলাদেশ টাইমের খুব ভোরে শুরু হয়। আর আজকের ম্যাচটিও খুব সকালে শুরু হয়েছিলো, তাই আমার কাছে ম্যাচটি খুবই ভালো লেগেছে এবং আমি ম্যাচটি সম্পূর্ণভাবে উপভোগ করেছি।
মূল খেলার রিভিউ
আজকের ফাইনাল ম্যাচে রেফারি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথেই খেলা শুরু হয়ে যায়। প্রথম থেকেই কলম্বিয়া দল আর্জেন্টিনা দলকে দেশ চাপে রেখেছিলো। আমি যেহেতু আর্জেন্টিনা দল সাপোর্ট করি তাই এতটা চাঁদ সহ্য করতে অসহ্য লাগছিলো। আর্জেন্টিনা দল প্রতি ম্যাচে বল দখলে এগিয়ে থাকে কিন্তু আজকে এগিয়েছিলো কলম্বিয়া দল।
আজকে খেলার প্রথম ১০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ডিফেন্স এবং গোলকিপারকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। কারণ প্রথম ১০ মিনিটের ভিতর কলম্বিয়া দল আর্জেন্টিনা ডি বক্সের ভিতরে বারবার বল নিয়ে ঢুকে পড়ছিলো। তবে আর্জেন্টিনার গোলপোস্টের রক্ষক সব থেকে বড় ভরসা ইমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার গোল পোস্ট সুরক্ষিত রেখেছিলো।
আজকে হাফ টাইম পর্যন্ত দুই দলই মোটামুটি বেশ ভালোই খেলেছে। তবে আজকের গেমটা অনেক বেশি ফিজিক্যাল গেম ছিলো। আর এই পুরো টুর্নামেন্ট জুড়ে কলম্বিয়া দল ফিজিক্যাল গেমই খেলে আসছে। আর্জেন্টিনা দল হাফটাইম পর্যন্ত কলম্বিয়ার গোল পোস্টে তিনটি শর্ট নিয়েছিল তার ভিতরে একটি অন টার্গেট ছিলো। কলম্বিয়া দল হাফ টাইম পর্যন্ত আর্জেন্টিনার গোল গোলপোস্টে ছয়টি শর্ট নিয়েছিল তার ভেতর তিনটি অন টার্গেট ছিলো। আজকে প্রথমার্ধে নির্ধারিত ৪৫ মিনিট শেষে এক মিনিট এক্সট্রা টাইম দিয়েছিলো।
দ্বিতীয়ার্ধে রেফারি বাঁশি দেওয়ার পর আবার খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্জেন্টিনা দল কলম্বিয়া থেকে একটু ভালো খেললেও বারবার ফাউলের শিকার হচ্ছিলো। তবে আজকে যে রেফারি ম্যাচ পরিচালনা করছিল সে ভীষণ অ্যাক্টিভ ছিলো। একজন ভালো রেফারি একটা ভালো ম্যাচ পরিচালনা করতে পারে। যে ম্যাচে অতিরিক্ত ফিজিক্যাল গেম হয় সে ম্যাচে ভালো রেফারি ছাড়া ম্যাচ কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে পড়ে।
আজকে প্রথম থেকেই আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওলেন মেসিকে বেশ করা রেখেছিল কলম্বিয়ান ফুটবলাররা। এবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরুর আগে থেকে লিওলেন মেসি ইনজুরির সমস্যায় ভুগছিলো। আজকে অতিরিক্ত ফিজিক্যাল গেম হওয়ার কারণে ৬৪ মিনিটের সময় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। আজকের খেলায় লিওলেন মেসি বেশ কয়েকটা ভালো সুযোগ তৈরি করেছিলো এবং আর্জেন্টিনার হয়ে গোল পোস্টে তিনিই প্রথম শর্ট নিয়েছিলো।
লিওলেন মেসির বদলে আর্জেন্টিনা বদলি হিসাবে নিকো গঞ্জালেসকে নামায়। লিওলেন মেসির জায়গাতে নিকো গঞ্জালেস নেমে বেশ ভালো খেলতে থাকে। লিওলেন মেসি আগে যে, পজিশনে খেলছিলো সেখানে খেলেন এঞ্জেল ডি মারিয়া আর ডি মারিয়ার পজিশনে খেলা শুরু করে নিকো গঞ্জালেস। আজকের খেলায় ৭৫ মিনিটের মাথায় দারুন একটি গোল করে গঞ্জালেস কিন্তু দুঃখের বিষয় গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
আজকে খেলার ৯০ মিনিট পর্যন্ত দুই দলই অনেক ভালো খেলেছে। আর্জেন্টিনা দলের থেকে অবশ্য কলম্বিয়া দল বল পজিশনে এবং গোল পোস্টে শর্টের দিক দিয়ে এগিয়ে ছিলো। তবে খেলা যত সময় অতিবিবাহিত হচ্ছিলো ততই আর্জেন্টিনা ভালো খেলছিলো। আজকের খেলা ৯০ মিনিট সমাপ্ত হওয়ার পরে ৪ মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়। তারপরেও গোল না হলে রেফারি লম্বা বাঁশি দিয়ে নরমাল টাইমের খেলা সমাপ্ত করে।
এক্সট্রা টাইম
কয়েক মিনিট খেলোয়াড়দেরকে রেস্ট দিয়ে এক্সট্রা টাইমের খেলা শুরু হয়। এক্সট্রা টাইমের প্রথম থেকেই আর্জেন্টিনা বেশ ভাল খেলছিলো। এর কারণটা অবশ্য আমি জানিনা তবে নিউজ থেকে দেখলাম যে, লিওলেন স্কলানি ট্যাকটিকসে কিছু পরিবর্তন করেছিলো।
এক্সট্রা টাইমে ১০৫ মিনিট পর্যন্ত অবশ্য গোলশূন্যই থেকে যায়। এক্সট্রা টাইম এর আগে কলম্বিয়া বেশ কয়েকজন খেলোয়াড় সাবস্টিটিউট নামায় আর আর্জেন্টিনা দল এক্সট্রা টাইম শুরু হওয়ার পরে বেশ কয়েকজন সাবস্টিটিউট নামায়। আর এটাই ছিল লিওলেন স্কলানির বেশ সুন্দর একটা পরিকল্পনা।
এক্সট্রা টাইমের দ্বিতীয় অধ্যায় আর্জেন্টিনা বেশ কয়েকটা জোরালো আক্রমণ করে। কিন্তু কলম্বিয়ার গোল রক্ষক আর শক্তিশালী ডিফেন্স ভাঙতে অক্ষম হচ্ছিলো। কিন্তু কথায় আছে একবার না পারিলে দেখো শতবার।
তারপর এক্সট্রা টাইমে 112 মিনিটের সময় নোসেল চোর লম্বালম্বি পাসে লাউতারো মার্টিনেজের পায়ে বল গেলে শেষ পর্যন্ত গোল রক্ষককে পরাস্ত করে কলম্বিয়ার জালে বল জড়ায়। আর এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিত হয়ে গেছিলো। কারণ তখন কলম্বিয়ার সাবস্টিটিউট প্লেয়ার গুলো খুব একটা ভালো খেলছিল না। আর আর্জেন্টিনা কলম্বিয়াকে তখন বেশ চাপে রেখেছিলো। তারপর এক্সট্রা টাইমে নির্ধারিত সময় শেষ হলে রেফারি লম্বা বাঁশি দিয়ে খেলা সমাপ্ত করে।
চ্যাম্পিয়নদের বিজয় উল্লাস
এ বছর আর্জেন্টিনা দল কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্য দিয়ে উরুগুয়েকে টপকিয়ে সর্বোচ্চ ষোলবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়। কোপা আমেরিকা এই আসরের সেরা গোলকিপার হয় এমি মার্টিনেজ, এই আসরের সর্বোচ্চ গোল স্কোরার হয় লাউতারো মার্টিনেজ আর টুর্নামেন্টের সেরা খেলোয়ার হয় কলম্বিয়ান হামেজ রোদ্রিগেজ।
সবার ব্যক্তিগত পুরস্কার দেওয়া শেষ হওয়ার পরে, আর্জেন্টিনার অধিনায়ক লিওলেন মেসির হাতে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। সবার বাঁধভাঙ্গা উল্লাস দেখে সত্যিই মনটা আনন্দে ভরে যাচ্ছিলো।
আমি নিতান্তই একজন খেলা প্রেমী মানুষ। ফুটবল খেলা খুবই পছন্দের একটি খেলা আমার। ফুটবল খেলতে এবং খেলা দেখতে খুবই পছন্দ করি। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচটি সত্যি আমার কাছে দারুন লেগেছে। আমি মনে করি এই ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আর এই কারণে খেলা শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে গড়িয়েছিলো। আমার কাছে মনে হয় কলম্বিয়া দলে যদি ভালো মানের স্ট্রাইকার থাকতো তাহলে তারাও গোল দিতে পারতো। তবে আজকে আর্জেন্টিনা দল ৯০ মিনিটের নির্ধারিত টাইমে খুব একটা ভালো না খেললেও এক্সট্রা টাইমে দারুণ খেলেছে সত্যিই এটা বেশ প্রশংসনীয়। আজকের কোপা আমেরিকা ফাইনাল ম্যাচটি ফিজিক্যাল ম্যাচ ছিলো। যাইহোক শেষ পর্যন্ত আমার আর্জেন্টিনা দল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে এজন্য আমি অনেক খুশি।
পোস্টের ছবির বিবরন
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
---|---|
স্ক্রিনশট সোর্স | Toffee |
তারিখ | ১৫ ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বুঝদার লোকগুলা সব আর্জেন্টিনা ফ্যান হয় এটা আবারও প্রমাণ হল। বানান কয়েকটি জায়গায় স্লিপ অব টাং এর মত হয়েছে। খেয়াল কইরেন। পুরো বর্ণনা ভালো হয়েছে৷ এমন লেগেছে যে মনেহল আবার খেলা দেখেছি। আপনি আগেই থেকেই প্রিয় লেখক। আরেকটু বাড়লো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার স্পোর্টস রিভিউ পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গতকাল শেষের দিকে কোপা আমেরিকা ফাইনাল খেলাটি দেখিছি। আর্জেন্টিনার জিততে অনেক কষ্ট হয়েছে। ভেবেছিলাম ট্রাইবেকারের মাধ্যমে খেলা শেষ হবে। তবে লাষ্টের দিকে আর্জেন্টিনা একটি গোল দিতে পেরেছে। তখনও প্রায় আট মিনিটের মত খেলার সময় ছিল। তবে কলম্বিয়াও ভালো খেলেছে। ফাইনাল খেলা অনেক সুন্দর হয়েছে। আবারও চেম্পিয়ান আর্জেন্টিনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই আর্জেন্টিনা অনেক কষ্টে জিতেছে। আর কলম্বিয়াও অনেক ভালো খেলেছিলো। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোপা আমেরিকার ফাইনাল খেলা বলেই তো এত দর্শক হয়েছে।আর আমাদের দেশে কম বেশি সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে।এই খেলাটি আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো উপভোগ করছি। আসলে কলম্বিয়া ও দারুন একটি খেলা খেলছিল ওইদিন।যাইহোক তারা ৯০ মিনিট খেলে কোন গোল দিতে পারেনি। কিন্তু তারা লস্ট টাইমে এসে ১১২ মিনিটে গোল দেয়। আমি মনে করেছিলাম যে গোল হবে না খেলাটি ট্রাইবেকারে শেষ হবে।যাইহোক আপনি খুব সুন্দর ভাবে পুরো খেলাটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও আপনার মতই ভেবেছিলাম যে, কোন গোল হবে না শেষ পর্যন্ত খেলা ট্রাইবেকারে যাবে। আমার স্পোর্টস রিভিউ পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit