"সাতটি রেনডম ফটোগ্রাফি"

in hive-129948 •  3 months ago 


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩ রা সেপ্টেম্বর, সোমবার, ২০২৪ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000116645.jpg

কয়েকটি ফটোগ্রাফিকে একত্রিত করে কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম পোস্টটি আপনাদের সাথে শেয়ার করব। ফটোগ্রাফি করতে কম-বেশি সবারই ভালো লাগে তাই আমিও ব্যতিক্রমী নই। সুন্দর কিছু দেখলেই ইচ্ছা করে মোবাইলে সেটা ক্যামেরাবন্দি করে রাখতে। আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার আগে ফটোগ্রাফি করতে পারতাম না বললেই চলে কিন্তু এখানে যুক্ত হওয়ার পরে আস্তে আস্তে ফটোগ্রাফির প্রতি ভালোবাসাটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



প্রথম ফটোগ্রাফি

20240302_173250.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন:কুষ্টিয়া
তারিখ: ২ রা মার্চ ২০২৪ খ্রিঃ

আমার প্রথম ফটোগ্রাফিটি হলো গ্রামীণ কৃষকের কাজ করার দৃশ্য। এই ফটোগ্রাফি টা অবশ্য আমি অনেকদিন আগে করে রেখেছিলাম। যখন আমি ফটোগ্রাফি টা করেছিলাম তখন গ্রামের বাড়িতে ছিলাম। হঠাৎ করেই একদিন আমাদের বাড়ির সামনে মাঠে ঘুরতে গেলাম। গোধূলি বিকালের সময়ে মাঠের ভেতরে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। গোধূলির সময়েও মাঠে গিয়ে দেখি কৃষকেরা কাজ করছে এখনো। তাদের এই অবিরাম কাজ আমাদের দুবেলা দুমুঠো ভাতের যোগান দেয়। এসব কৃষকদের উপর আমাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

দ্বিতীয় ফটোগ্রাফি

20240228_164919.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ২‌৮ শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ

আমার দ্বিতীয় ফটোগ্রাফিটি হলো ধনিয়া গাছের ফুলের দৃশ্য। এটা কৃষকের একটি ফসল যা আমরা মসলা হিসেবে ইউজ করি। যারা শহরে থাকেন তারা হয়তো এই গাছ চিনবেন না কিন্তু যারা গ্রামে থাকেন তারা অনেকেই চিনতে পারেন। সাদা রঙের হালকা গোলাপী এই ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে।

তৃতীয় ফটোগ্রাফি

20240228_170310.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১৯ শে মার্চ ২০২৪ খ্রিঃ

আবার তৃতীয় ফটোগ্রাফিতে আছে মোটরের গাছের ফুল। এই ছবিটিও আমি অনেকদিন আগে তুলেছিলাম। আপনারা মোটরের ডাল সবাই চেনেন হয়তো অনেকেই মোটরের গাছ বা ফুলও চিনে থাকবেন। মটরের গাছের ছোট ছোট ও লাল ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। আমাদের এলাকার কৃষকরা আগে প্রচুর পরিমাণে মোটর চাষ করতো। কিন্তু বর্তমানে মাঠে গেলে লক্ষ্য করা যায় এই আসলে চাষটা কমে গেছে অনেকটা।

চতুর্থ ফটোগ্রাফি

20240301_130526.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১ লা মার্চ ২০২৪ খ্রিঃ

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য সবসময় হৃদয়কে মুগ্ধ করে। এ ফটোগ্রাফি টা আমি আমার মামা বাড়িতে গিয়ে করেছিলাম। আমার মামা বাড়ির সামনের এই রাস্তাটা ভীষণ ভালো লাগে আমার কাছে। রাস্তার একপাশে কাঁচা পাকা বাড়ি আর অন্যপাশে ধানের ক্ষেত। আর রাস্তার সাথেই কয়েকটা তালের গাছ রয়েছে দেখতে ভীষণ ভালো লাগে। রাস্তার পাশে তালের গাছ থাকলে রাস্তা সৌন্দর্য বৃদ্ধি পায়।

পঞ্চম ফটোগ্রাফি

20240228_165514.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ২৮ শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে কালিজিরা গাছের ফুল। কালিজিরা একটি ফসলের নাম। কালিজিরা গাছের ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। বর্তমানে আমাদের এলাকার চাষীরা কালিজিরা ফসলটা অনেক বেশি পরিমাণে চাষ করছে। এর কারণটা হচ্ছে কালিজিরা চাষে অনেক লাভবান হওয়া যাচ্ছে। সাধারণত চাষীরা যে, ফসল চাষ করে বেশি লাভ হয় সেই ফসলেই উপরেই বেশি নির্ভর থাকে।

ষষ্ঠ ফটোগ্রাফি

20240228_165631.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ২৮ শে ২০২৪ খ্রিঃ

আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে খেসারি গাছের ফুল। খেসারি একটি ডালের নাম। সবুজ রঙের খেসারি গাছে নীল রঙের ফুল ভীষণ সুন্দর লাগে। একটা সময় আমাদের এলাকার পুরো মাঠে প্রচুর পরিমাণে খেসারি চাষ করা হতো কিন্তু বর্তমান সময়ে এই ফসলের চাষের চাহিদা অনেক কমে এসেছে। আমার কাছে এমনটা মনে হয় এই ফসল চাষ করে কৃষকরা খুব একটা লাভবান হচ্ছে না।

সপ্তম ফটোগ্রাফি

20240228_170106.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ২৮ শে ২০২৪ খ্রিঃ

আবার সপ্তম ফটোগ্রাফিতে রয়েছে পেঁয়াজের ফুল। পেঁয়াজের ফুল গুলোকে অবশ্য অনেকেই পেঁয়াজের কদম বলে। কারণ এগুলো কদম ফুলের মতই দেখতে হয় অনেকটা। অনেকদিন আগে গ্রামে থাকতে বিকালবেলাতে ঘুরতে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম।



পোস্টের বিবরন

পোস্ট ধরনফটোগ্রাফি
ফটোগ্রাফার@aongkon
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভিন্ন ভিন্ন জায়গা থেকে আপনি অনেক সুন্দর করে রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার এই সাতটা রেনডম ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে। এরকম সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলেই চোখ একেবারে জুড়িয়ে যায়। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে দ্বিতীয়, পঞ্চম এবং সপ্তম নাম্বার ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে। অন্য ফটোগ্রাফি গুলো ও কিন্তু কম সুন্দর ছিল না। এক কথায় সবগুলোই ছিল জাস্ট অসাধারণ।

আবার শেয়ার করা সাতটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ফটোগ্রাফির সার্থকতা তখনই হয় যখন আপনাদের সুন্দর মন্তব্য গুলো পড়ে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফির মধ্যে কৃষি কাজের সুন্দর দৃশ্য এবং গ্রাম বাংলার সৌন্দর্য ফুটে উঠেছে।
এককথায় ফটোগ্রাফি গুলো অসাধারণ।
সেই সাথে সুন্দর উপস্থাপনা করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি সম্পর্কে শুভকামনা থাকলো আপনার জন্য।

আমি চেষ্টা করেছি প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনি একদম ঠিক বলছেন আমার বাংলা ব্লগে কাজ করার আগে ফটোগ্রাফির গুরুত্বই বুঝতাম না। কোথাও বের হলে কয়েকটি ফটোগ্রাফি নিয়ে মোবাইলে রাখতাম। কিন্তু এখন দিনদিন ফটোগ্রাফির নেশা বেড়েই যাচ্ছে। আর ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে দেখে।

ফটোগ্রাফির নতুন নতুন বিষয় গুলো শিখতে পারছি খুব ভালো লাগছে। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফে আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ধনিয়া গাছের ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

আমার ফটোগ্রাফিগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। হ্যাঁ ভাই ধনিয়া ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে খুব ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

গ্রামীন পরিবেশ থেকে তোলা বেশ চমৎকার কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। গ্রামীন এই দৃশ্য গুলো দেখতে সবসময়ই ভালো লাগে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে যেন গ্রামের কথা খুব মনে পড়ে গেল। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণানাও দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

গ্রামীণ প্রকৃতি আমি অনেক বেশি পছন্দ করি। আমি যখন গ্রামে আসি তখন গ্রামীণ প্রকৃতির মাঝে ঘুরে বেড়ায়। আপনার মন্তব্য করে অনেক ভালো লাগলো আপু। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং কালিজিরা ফুলের ফটোগ্রাফি ও পেঁয়াজের ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। তবে ভাইয়া আপনি এমনিতে অসাধারণ ফটোগ্রাফি করেন। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

আমার প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে তবে কালিজিরা ফুলের ফটোগ্রাফি আর পেঁয়াজের ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

আপনার ফটোগ্রাফি পোস্টটি খুব ভালো লাগলো।আসলে যেকোনো ফটোগ্রাফি করতে দক্ষতার প্রয়োজন ।রাইট অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগেনা।অনেকটা সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

এটা সত্যি বলেছেন আপু সঠিক অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে সেটা ভালো দেখায় না। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ভাই, আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো আমার। ফটোগ্রাফি মূলক পোস্টটিতে আপনি প্রথমেই যে কৃষকের ফটোগ্রাফিটি শেয়ার করেছেন তা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া খেসারি গাছের ফুলের ফটোগ্রাফি, মটর গাছের ফুলের ফটোগ্রাফিও অনেক ভালো লেগেছে আমার কাছে।

হ্যাঁ দাদা কৃষকের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার ফটোগ্রাফি গুলো দেখে অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

"🌟 Hey everyone! 😊 We're so excited to share that our team is still actively working on improving and expanding the Steem ecosystem! 💪 We want to hear from YOU, though - what kind of projects or initiatives would you like to see us take on next? 🤔 Join the conversation in Discord by clicking here: https://discord.gg/7SyC6uWBTS. Let's grow together! 💥 And don't forget to show your support for @xpilar.witness by voting at https://steemitwallet.com/~witnesses - your vote matters! 😊 #SteemEcosystem #CommunityFirst"

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ একের পরে ফটোগ্রাফি গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে আপনার ফটোগ্রাফির দক্ষতা অনেক ভালোভাবে ফুটে উঠেছে ৷ একইসাথে এখানে আপনি যে ধনিয়া গাছের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷ ধন্যবাদ এই সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক ভালো লাগলো ভাই। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো করলে খুব ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।