"গোল্ডেন টাইম-গ্রামীণ শৈশব"

in hive-129948 •  6 months ago 


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩ রা এপ্রিল, বুধবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে।‌ গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া সত্যিই বেশ কষ্টকর। আমি নিজে ব্যক্তিগতভাবে গ্রামীণ প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আর তাইতো ঢাকা শহরে মাঝেমধ্যে গ্রামীণ প্রকৃতিতে সময় কাটাতে চলে আসি। সবুজ শ্যামলে ভরা গ্রামীণ মাঠগুলো অসম্ভব সুন্দর লাগে দেখতে। গ্রামীন মাঠের পাগলা হাওয়া মুহূর্ত এই অশান্ত হৃদয়কে শান্ত করে দেয়।

গ্রামে এসে যখন দেখি গ্রামীন শিশু-কিশোররা আনন্দ উল্লাসে মত্ত রয়েছে তখন ইচ্ছা করে অতীতের সেই শৈশবে ফিরে যেতে। যে শৈশবটা বেশ কয়েক বছর আগে পার করে এসেছি। যে সময়টাতে আমরা শিশু-কিশোর ছিলাম সে সময়টাতে স্বপ্ন দেখতাম আমরা কবে বড় হব। আস্তে আস্তে আমরা বড় হয়েছি কিন্তু এখনও ইচ্ছা করে শৈশবের সেই আনন্দঘন দিনগুলোতে ফিরে যেতে। আমার কাছে মনে হয় আমার মত প্রত্যেকটা ব্যক্তি কল্পনায় মাঝেমধ্যেই শৈশবে ফিরে যায়। ফিরে যায় সেই অতীতের গোল্ডেন টাইমে যে, সময়টাতে শৈশব ছিল বড়ই মধুর।

গতবার আমি যখন গ্রামের বাড়িতে এসেছিলাম তখন হঠাৎ একদিন বন্ধু-বান্ধবদের সাথে গ্রামীণ প্রকৃতি উপভোগ করার জন্য বাইক নিয়ে বের হলাম। আমরা এলাকাতে কয়েকজন আছি ঢাকাতে থেকে বর্তমানে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। সবাই যখন বাড়িতে আসি তখন প্রতিদিনের প্ল্যানিং থাকে আমাদের গ্রামীণ প্রকৃতিতে ঘোরাফেরা করার। সত্যি বলতে গ্রামীণ সবুজ শ্যামলে ভরা প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। ঢাকা শহরের বিষাক্ত বায়ুর ভেতরে থাকতে থাকতে ফুসফুস যেন দিন দিন বিষাক্ত হয়ে যাচ্ছে।

আর সেই কারণেই মাঝেমধ্যে গ্রামে ছুটে এসে গ্রামের বিশুদ্ধ বাতাস দিয়ে প্রাণ জুড়ায়। আমরা সেদিনে ঘুরতে গিয়েছিলাম আমাদের এলাকায় শুকিয়ে যাওয়া একটি নদীর ধারে। নামাজের সময় হয়ে যাওয়াতে বন্ধু আর বড় ভাইয়েরা নামাজ আদায় করতে পাশের একটি মসজিদে গিয়েছিল। আর আমি যেহেতু সনাতন ধর্মাবলম্বী তাই আমি বাইরে বাইকের উপর বসে তাদের জন্য অপেক্ষা করছিলাম। আমি যেখানে বাইকের উপর বসে ছিলাম এই জায়গাটা ছিল ভীষণ সুন্দর। রাস্তার নিজ দিয়ে শুকিয়ে যাওয়া নদীতে ধানের জমি সবুজ শ্যামলে আবৃত।

আমি বাইকের উপর বসে সেখানকার প্রকৃতি উপভোগ করছিলাম। বিকালের দিকে এখানকার সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। মাঝেমধ্যেই আমরা এখানে এসে বসে সবাই মিলে আড্ডা দিই। আমি হঠাৎ করে সবুজ শ্যামল ধানের মাঠের দিকে তাকালেই দেখতে পেলাম যে, দুইটা শিশু ঘরের লাটাই হাতে করে‌ জমির আইনের উপর দিয়ে বেশ কষ্ট করে হেঁটে আসছে। দুইটা শিশুর ঐ এক হাতে লাটাই রয়েছে আর অন্য হাতে তার স্যান্ডেল কারণ আইলের উপর দিয়ে আসলেও ধানের জমিতে বেশ কাঁদা ছিল।

এমন দৃশ্য দেখার পরেই নিজের অজান্তেই মনের কল্পনাতে চলে আসলো আমার ফেলে আসা সেই গ্রামীণ শৈশবের স্মৃতি। এমনভাবে শৈশবে আমিও ঘুড়ি উড়াতাম বন্ধুদের সাথে। তখনকার দিনগুলো কতইনা মধুর ছিল। যখন আমি ঘুড়ি উড়াতে আম তখন মনে হতো যে ঘুড়ির সাথে যেন আমি নিজেই উঠছি বিশাল নীল আকাশের বুকে। তারা দুইজন কাছে আসতেই তাদেরকে জিজ্ঞাসা করলাম যে, তোমরা কি বন্ধু নাকি! তারা উত্তর দিল হ্যা আমরা বন্ধু। একটু অপেক্ষা করতেই ঘুড়ি উড়াতে উড়াতে আরো দুইটি শিশু আমাদের কাছে আসলো।

আমি তাদের সাথে ফিরে গেলাম নিজের ফেলে আসা মধুর শৈশবে। আমি তাদের কাছে ঘুড়ির লাটাই চাইতেই সাথে সাথে আমার হাতে লাটাই তুলে দিল। এখানে আসা চারজন বন্ধুর তিনটা ঘুড়ির লাটাই আমি হাতে নিয়ে ঘুড়ি উড়ানোর মজাটা উপভোগ করলাম। তাদের প্রতিটি ঘুড়ি অনেক উপরে ওঠার কারণে মোবাইলের ক্যামেরায় ধারণ করতে ব্যর্থ হয়েছিলাম। কিন্তু চোখ দিয়ে বেশ ভালই দেখা যাচ্ছিলো নীল আকাশের বুকে ভেসে থাকা ঘুড়ি। গ্রামে এসে নিজেকে মাঝেমধ্যে শৈশবের সেই মধুর মুহূর্তে ফিরিয়ে নিয়ে যেতে ভীষণ ভালো লাগে আমার কাছে।

আমি গ্রামে এসে সব সময় চেষ্টা করি সবার সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য আমার কাছে বড্ড বেশি ভালো লাগে। যখন আমি ওদের সাথে ঘুড়ি উড়াচ্ছিলাম তখন কল্পনাতে নিজেকে শৈশবে ফিরিয়ে নিয়ে গিয়েছিলাম। আমিও তখন হয়ে গিয়েছিলাম তাদের মতই শিশু কিশোর। তারা নিজেরাও আমাকে পেয়ে ভীষণ খুশি ছিল। প্রতিটি গ্রামীণ শিশুর শৈশব এতটাই মধুর হয় যে, গ্রামে জন্মগ্রহণ না করলে সেটা বোঝাই যায় না। তবে দূর থেকে অবশ্যই উপলব্ধি করতে পারা যায় যে, গ্রামীণ শিশু কিশোরদের শৈশব কতটা মধুর কতটা সুন্দর।



পোস্টের ছবির বিবরন

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা১০৮ মেগাপিক্সেল
তারিখ২৩ শে মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটি পড়ে মনে পড়ে গেল নিজের সেই শৈশবের কথা। কতইনা মধুর ছিল সেই শৈশবের সময়টা। আজ কোথায় যেন হারিয়ে গিয়েছে।
আপনার পোস্টটি অনেক ভালো লাগলো।
এত সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

প্রতিটি মানুষেরই শৈশব অনেক মধুর হয়। আর এই শৈশব স্মৃতিময় হয়ে থাকে প্রতিটি মানুষের জীবনে। তোমার শৈশবও অনেক মধুর ছিল জেনে বেশ ভালো লাগলো। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

image.png

প্রকৃতির সুন্দর মুহূর্ত গুলো দেখে সত্যিই মনটা ভরে যায় আর ছেলেবেলার কথা যখন মনে আসে তখন তো আরো ভালো লাগে। আপনার পোস্টটা পড়ে ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ভাই। খুব সুন্দরভাবে পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই ছেলেবেলার কথা যখন মনে পড়ে তখন সত্যিই বেশ ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য ও প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসলে ওই দিনের ঘোরাঘুরির অনুভূতিটা অন্যরকম ছিল। প্রকৃতির অপরের সৌন্দর্য মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর একটা কথা ঠিকই বলেছ বন্ধু গ্রামীণ পরিবেশ ভালোবাসা না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। খুবই সুন্দর লিখেছ গ্রামীণ শৈশব এর ব্লগটি। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। সেদিনে ঘোরাঘুরি করে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার ছোটবেলার শৈশব নিয়ে বেশ দারুন একটি পোস্ট। আপনার লেখা পোস্টটি পড়ে আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে ছোটবেলায় গ্রামে বাড়িতে বেড়ে উঠলে প্রত্যেকটা মানুষের জীবনের সাথে বেশ আনন্দময় স্মৃতি জড়িয়ে থাকে। ঠিক ভাই এখন গ্রামে আসলে নিজের মাঝে আবার সেই শৈশবের স্মৃতিগুলো খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

হ্যাঁ ভাই ছোটবেলায় গ্রামে বেড়ে ওঠা প্রতিটি মানুষের জীবনের সাথে আনন্দময় স্মৃতি জড়িয়ে থাকে। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

হ্যাঁ একদম ঠিক এই সময়টা জীবনের সেরা মুহূর্ত। থাকে না কোন চিন্তা ভাবনা উদ্দাম ছুটে চলা। যে কোন ইচ্ছাকে সাহসিকতার সাথে পূরণ করা । বিশেষ করে এই সময়ে ঘুড়ি উড়ানোর যে মজাটা সত্যিই বলে বোঝানো যাবে না। আমিও ছোট্ট বেলায় অনেক ঘুরিয়ে উড়িয়েছি । আপনার পোস্ট থেকে সেটাই উপলব্ধি করলাম।

Posted using SteemPro Mobile

আসলেই বন্ধু ছোটবেলায় ঘূর্ণি উড়ানোর মজাটা স্মৃতি হয়ে থাকবে। কাউকে ঘূর্ণি উড়ানো দেখলেই সেই স্মৃতিটা জেগে ওঠে। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

তোমার পোস্টটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা আমরাও এভাবে কত ঘুরে বেড়িয়েছি। বিশেষ করে এই সিজনে ঘুড়ি উড়ানোটা অনেক বেশি মিস করি। তবে এখনকার ছেলে পেলে মোবাইলে আসক্তি হওয়ার কারণে এসব থেকে বেশ দূরে। তোমার পোস্টটি বেশ ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

  ·  5 months ago (edited)

হ্যাঁ বন্ধু এই সিজনে ঘূর্ণি উড়ানোটা প্রচুর পরিমাণে মিস করি। অনেক সুন্দর মন্তব্য করার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু।

ভাইয়া,শৈশব মানেই স্বর্ণময় দিন। আর সেই সময়টা জীবনের কত আনন্দের ছিল তা হয়তো কাউকে বোঝানো সম্ভব না। আপনি গ্রামে গিয়ে এই মুহুর্তগুলো অনুভব করতে পারলেন।ছবিগুলোও দারুণ হয়েছে। আশেপাশের প্রকৃতি কত সুন্দর। ভালো লাগলো এত সুন্দর অনুভূতি পড়তে পেরে।

এটা সত্যি বলেছেন আপু শৈশব মানেই স্বর্ণময় দিন। আপনার সুন্দর মন্তব্যটি পড়ে ভালো লাগলো। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

এই মুহূর্তে ফসলের মাঠগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সারা মাঠ জুড়ে সবুজ ধানের ক্ষেত। সেখানে মানুষের চলাচল ছোটবেলার ঘুড়ি ওড়ানোর অনুভূতি। কৃষিকাজসহ আরো অনেক কিছু যেন মন ছুঁয়ে যায়। বেশ চমৎকারভাবে আপনি কিন্তু আজকের পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর ছিল আপনার এই পোস্ট।

গ্রামের সবুজ শ্যামলে ভরা ফসলের মাঠ আসলে ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আসলেই এই ধরনের দৃশ্যগুলো আমাদের অশান্ত হৃদয়কে শান্ত করে দেয়। গ্রামের দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে থাকা যায় না। খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ‌ দৃশ্য গুলো দেখার পর আপনারও শৈশবের স্মৃতি মনে পড়লো। আসলে আমাদের শৈশব গুলো খুবই সুন্দর ছিল। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

গ্রামীণ সবুজ শ্যামলে ভরা দৃশ্য দেখতে হৃদয় প্রশান্তিতে ভরে যায়। আমাদের সবার শৈশবে অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।