হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৮ ই ডিসেম্বর, বুধবার, ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন হলো গ্রামের বাড়িতে এসেছি এখানে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় এডমিন rex-sumon ভাই দারুন একটি অ্যাপসের সন্ধান দিয়েছে। আর এই অ্যাপস এর সাথে আমার বাংলা ব্লগের কোলাবরেশন রয়েছে। এই অ্যাপসের মাধ্যমে হাঁটাহাঁটি করে ক্রিপ্টো কয়েন আর্নিং করা যাবে। তাই আমাদের কমিউনিটি সবার উচিত SuperWalk অ্যাপ সম্পর্কে জানা এবং এই অ্যাপস এর সাত দিনের এক্টিভিটিস নিয়ে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে একটি করে পোস্ট করা। অবশ্য বর্তমানে এই নিয়মটা আমার বাংলা ব্লগের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। এটা যে শুধুমাত্র একটা নিয়ম তা নয় এটা আমাদের জন্য একটা সুযোগ বলা যেতে পারে। আমরা যত বেশি SuperWalk এ এক্টিভিটিস বজায় রাখতে পারব আমাদের আর্নিং করার পথ তত বেশি সুগম হবে। আমার গত সাত দিনে SuperWalk অ্যাপসে যে এক্টিভিটিস ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো।
প্রথম দিন
আমি প্রথম দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী ৪৪৬৬ স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো ১৯০ আর Super cash ছিলো ১৯১।
দ্বিতীয় দিন
আমি প্রথম দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী ৫৩৪৪ স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো ৫৩০ আর Super cash ছিলো ৭৪১।
তৃতীয় দিন
আমি তৃতীয় দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী ৫৬৪৬ স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো ৪৫০ আর Super cash ছিলো ৭৮৬।
চতুর্থ দিন
আমি চতুর্থ দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী ৭০৯৬ স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো ৫৬০ আর Super cash ছিলো ৭৮৬।
পঞ্চম দিন
আমি চতুর্থ দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী ৭৭৩৯ স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো ৭১০ আর Super cash ছিলো ৭৮৬।
ষষ্ঠ দিন
আমি চতুর্থ দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী ৬০১৮ স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো ৭৬০ আর Super cash ছিলো ৭৮৬।
সপ্তম দিন
আমি চতুর্থ দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী ৪৩৫৮ স্টেপ হাঁটাহাঁটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো ১১৩০ আর Super cash ছিলো ১৬৮।
এই ছিল গত এক সপ্তাহে SuperWalk এ আমার এক্টিভিটিস।
পোস্টের ছবির বিবরন
স্কিনশট: SuperWalk অ্যাপস
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত সপ্তাহে আমি নিজের এক্টিভিটি তুলে ধরেছিলাম। মামা তুমি এই সপ্তাহে তুলে ধরলে ।ভালই লাগে হাটাহাটির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। যেটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক। তার পাশাপাশি আর্নিং করার সুযোগ রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুপার ওয়াক এপে আপনার সাত দিনের এক্টিভিটিজ দেখে সত্যিই ভালো লাগলো। আমিও সম্প্রতি এপে কাজ করা শুরু করেছি। আসলে এটা হাঁটাহাটির পাশাপাশি উপার্জনের একটা সুযোগ। যাইহোক ধন্যবাদ আপনাকে চমৎকার পোস্ট উপহার দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit