ওহে সমাজ তোর বস্ত্র কোথায় ?

in hive-129948 •  3 years ago 

post 2.jpg

অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমি আমার সাধ্যমতো প্রতিবাদ করে এসেছি। তবে আজকে একটা প্রশ্ন সবসময় মনে আসে এত বৃহৎ সমাজে এত বিভিন্নতার মাঝে অন্যায় থাকবে না এটা কি কখনো হতে পারে ? তাই এই আধুনিক সমাজে সভ্যতার এই পর্যায়ে গিয়ে কোনো অন্যায় ঘটে যাবার পর তার প্রতিবাদ করাটা একটা দায়সারা বা বিলাসিতা ছাড়া আর কিছুই মনে হয় না আমার। আচ্ছা ভাবুন তো যদি ঐ অন্যায়টাই না ঘটতো বা যে ব্যাক্তি অন্যায়টা করছে সে যদি আইনের ভয়ে অন্যায়টা না করতো অথবা ওই ব্যক্তির শিক্ষা বা সংস্কার ওই ব্যক্তিকে অন্যায়টা করতে বাধাদান করতো তা হলে কি আজ আর এই ঘটা করে প্রতিবাদ করার প্রয়োজন পড়ত ? তাই কঠিন থেকে কঠিনতর আইন প্রণয়নের সাথে সমাজের প্রতিটা স্তরে নৈতিক শিক্ষা, সংস্কার এবং শালীনতা আনতে হবে, না হলে কোনো আইন এই অন্যায় বা অপরাধকে আটকানোর জন্য যথেষ্ট নয়, এই জন্যই আমাদের উচিত অন্যায় বা অপরাধের কারনটাকে খুঁজে সেটাকে স্বমূলে উৎক্ষেপ করা। তাই বন্ধু আজ আবার সময় এসেছে সমাজকে সংস্কার করার, দ্রুততার সঙ্গে সমাজের সর্বত্রে awareness program শুরু করার, সরকারি শিক্ষানীতিতে বদল এনে দ্রুত বুনিয়াদি স্তর থেকে নীতি শিক্ষা এবং সংস্কার এর ওপর জোর দেওয়া হোক, শিক্ষাক্ষেত্রে sex education এর ওপর আলোকপাত করা হোক, এবং সর্বোপরি সংবিধান সংশোধনের মাধ্যমে ঘৃন্য অপরাধের জন্য কঠিনতর শাস্তির বিধান আনা হোক। এই সবকটা ক্ষেত্রে যেদিন আমরা সাফল্য অর্জন করতে পারবো সেই দিন আর ওই ঘটাকরে প্রতিবাদ করার প্রয়োজন পড়বে না।

একটা কথা জেনে রাখবেন- "উলঙ্গ সমাজ এবং সমাজব্যবস্থাকে ধর্ষণ করার লোকের অভাব নাই, তাই চলুন সকলে মিলে সমাজকে বস্ত্র পরিধানের একটা সুব্যবস্থা করি এবং একটা সুন্দর, নিরাপদ সমাজ গড়ে তুলি।"

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।

এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হব-
https://steemit.com/hive-129948/@rme/4pwnok

যেকোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য ডিস্করড এ যোগ দিন।চেষ্টা করবেন আপনার স্টিমিট আইডি আর ডিস্করড আইডি যেন একই হয়। ডিস্করড লিংক-

https://discord.gg/FqAugQm7

okay....

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

source :

http://singharoyaparesh.blogspot.com/2019/12/blog-post.html

হতে পারে এটা আপনার blogspot ওয়েবসাইট। কিন্তু সেটার প্রমান লাগবে। তাছাড়া পূর্বে প্রকাশিত কনটেন্ট শেয়ার করা যাবে না।