বন্ধুরা,
আমি আজ একটা বড় কাণ্ড করে ফেলেছি! সকালে উঠে দেখি আমার মোবাইল ফোনটা বালিশের নিচে নেই, ভেবেছিলাম ভূত এসে চুরি করেছে। খুঁজতে খুঁজতে জানালা দিয়ে দেখি, আমাদের পাড়ার বিড়ালটা ফোন নিয়ে দৌড়াচ্ছে! আমি আর কী করবো, বিড়ালের পিছনে দৌড়ে গেলাম। শেষমেশ দেখি, বিড়ালটা গিয়ে দোকানের পাশে দাঁড়িয়েছে। দোকানদারকে বললাম, 'ভাই, ওই বিড়ালটা আমার ফোন চুরি করেছে!' দোকানদার হাসতে হাসতে বললেন, 'আপনার ফোন বিড়ালকে বেচে দিয়েছেন নাকি?' এইবার থেকে, বালিশের নিচে ফোন রাখার আগে বিড়ালের দিকে খেয়াল রাখবো!
এরকম আরো মজার মজার গল্প পেতে কমেন্ট ও আপভোট করে জানিয়ে দাও।