যানজট সমস্যা ও এর সমাধান

in hive-129948 •  3 years ago 

received_800160794009144.jpeg

received_4605533186124716.jpeg

বাংলাদেশের জনসংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেই সাথে বেড়ে চলেছে যানবাহনের সংখ্যা ও। জনসংখ্যা এবং যানবাহন বৃদ্ধির তুলনায় তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না রাস্তাঘাট এর সংখ্যা। রাস্তাঘাটের কাঠামোগত দিক দিয়েও নেই তেমন একটা পরিকল্পনা। ফলে দিন দিন যানজট সমস্যা প্রকট আকার ধারণ করছে।

যানজট বাংলাদেশের প্রধান সমস্যা গুলোর মধ্যে অন্যতম। যানজটের জন্য মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়। বড় বড় শহর-নগর গুলোতে যানজটের হার খুবই বেশি। যানজটের কারণে লোকজন কোন একটি নির্দিষ্ট জায়গায় ঠিকমতো পৌছাতে পারেনা। ফলে নির্দিষ্ট একটি কাজ সম্পন্ন করতে অনেক ভোগান্তিতে পড়তে হয়। যানজট সমস্যার পেছনে রয়েছে অনেকগুলো কারণসমূহ। রাস্তাঘাটে পথচারীরা মেনে চলছে না ট্রাফিক আইন। ড্রাইভার রাও একই ধরনের ভুল করছে। যার ফলে যানজট বৃদ্ধি পাচ্ছে। তাছাড়াও রাস্তাঘাটে গাড়িগুলো যেন প্রতিযোগিতায় নেমে পড়ে একজন আরেকজনকে টপকে যাওয়ার জন্য। যার ফলে সড়ক দুর্ঘটনা এবং যানজট উভয়ই বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ এ যানজটের সমস্যাগুলো প্রকপ আকার ধারণ করছে।

যানজট সমস্যা সমাধানের জন্য সরকারকে কাজ করতে হবে। যানজট সমস্যা সমাধানের জন্য প্রধান যে উদ্যোগটি গ্রহণ করা উচিত তা হল রাস্তাঘাটের কাঠামোগত উন্নয়ন। রাস্তাঘাট গুলো যত বেশি উন্নত হবে, যানজট সমস্যার তত বেশি নিরসন ঘটবে। বিভিন্ন বন্দরনগরী গুলোতে উন্নত মানের ট্রাফিক আইন ব্যবস্থা চালু করতে হবে। ট্রাফিক আইন যাতে অমান্য না করতে পারে তার জন্য কঠোর বিধি-নিষেধ চালু করতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সঠিক বলেছেন,দেশের যানজট সমস্যা মারত্বক পর্যায় চলে গিয়েছে।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিষয় টা ধন্যবাদ আপনাকে।

বাংলাদেশের যানজট কেমন একটা পরিস্থিতি কোন কোন দেশের এমন যানজট আছে কিনা আমার জানা নেই। বাংলাদেশের যেমন জনসংখ্যা তেমনি যানজট। বাংলাদেশের বহু আইন আছে প্রতিকার নাই। বাংলাদেশের মানুষ গুলো কেমন জানি একটা অস্থির টাইপের। যাইহোক ভাইয়া আপনি অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেনছ। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

অনেক ভালো একটি পোস্ট করেছেন,এখন দেশের যানজট সমস্যা মারত্বক , অনেক সুন্দর লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল

কখনো এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাবো কিনা সেটা আমি মোটেও বলতে পারছি না।বাঙালি কেমন সেটা মুটামুটি বুঝি এখন।ট্রাফিক ব্যাবস্থা উন্নত করতে করতে যদি, একজন ট্র্যাফিক একটি গাড়িতেও নিযুক্ত থাকে তবে যানজট সমস্যা থাকবেই।
অনেক সুন্দর লিখেছেন আপনি।আপনার কথা গুলো যুক্ত সঙ্গত।শুভ কামনা রইলো আপনার জন্য।

হ্যাঁ আমাদের ট্রাফিক আইন ব্যবস্থা একটু নিম্ন বললেই চলে এ ঢাকা শহরের যানজট লাগলে কোন কাজ সহজেই পৌছাতে পারেনা কোন ব্যক্তি। অন্য কোন কাজে যদি যায় তাহলে এক ঘন্টা লেট হয়ে যায় এত ট্রাফিক জাম। আমাদের অন্যতম সমস্যার প্রধান কারণ যানজট। আপনি ঠিক বলেছেন কিন্তু আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তার তেমন কোন সমস্যার সম্মুখীন হতে হয় না। আমাদের যারা শহরে বস।বাস করে তারা বোঝে যানজট কি।

যানবাহন আমাদের দৈনন্দিন জীবনে একটি বিরক্তিকর বিষয়। তবে এ বিষয়ে নিরসন করার প্রকৃত মাধ্যম আমার জানা নেই।

যানজট সম্পর্কে আপনার মূল্যবান তথ্য গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে আপনার ব্লগের মাধ্যমে