প্রাকৃতিক পরিবেশে সুন্দর সময় কাটালাম

in hive-129948 •  3 years ago 

FB_IMG_1632635816403.jpg

প্রকৃতি সৌন্দর্যে ভরপুর। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে তুলনা হয়না অন্য কোনো সৌন্দর্যের। প্রকৃতির সৌন্দর্য হবে না কেন। কারণ বিধাতা যে তার নিজ হাতে প্রকৃতিকে সৌন্দর্য দান করেছেন। আরে গ্রীষ্মের প্রকৃতি একটু বেশিই আকর্ষণীয় এবং সৌন্দর্যতে ভরপুর। কারণ এদেশের প্রকৃতির উপর বিধাতা বর দান করেছেন।

আমার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানায়। বগুড়াতে যখন থাকি তখন স্বাধীনভাবে করা করা করা যায় না। নিজের মধ্যে এক প্রকার সংকোচ বোধ কাজ করে।মনে হয় পড়াশোনা বাদ দিয়ে ঘোরাঘুরি বেশি হয়ে যাচ্ছে। এজন্য বগুড়ায় গেলে ঘোরাঘুরি পরিমাণ কমে যায়। কিন্তু যখন কোন ছুটিতে বাসায় চলে আসি,তখন অনেক দিন পর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়।ফলে সবার সঙ্গে আড্ডা গল্প এবং ঘোরাঘুরিও বেশি হয়। বগুড়ার বন্ধু-বান্ধবদের তুলনায় বাড়ির বন্ধুরা অনেক মিশুক এবং আন্তরিক। সবাই খুব সহজেই একে অপরকে আপন করে নেয়। দেখা হলে যেন আন্তরিকতার সীমা থাকে না।

প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। আমিও এর ব্যতিক্রম নই। এজন্য মাঝে মাঝে মন খারাপ থাকলে চলে যাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। মনটা যদি ভালো হয়ে যায় প্রকৃতির স্পর্শ পেয়ে এই আশায়। নদী এলাকায় এবং মুক্ত আকাশের নিচে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। সেখানে থাকবে গাছপালা এবং মুক্ত মাঠ। অবারিত সবুজের ঢেউ মনের মনের শান্তির জোয়ার বয়ে আনবে।

FB_IMG_1632635819297.jpg

FB_IMG_1632635824879.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রকৃতির মাঝে অনেক সুন্দর সময় উপভোগ করেছেন ।আমাদের মাঝেও উপভোগ করা সময় ভালোভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

আপনি পোস্টটি আর সৌন্দর্য বাড়াতে কিছু মার্কডাউন ব্যবহার করতে পারেন এবং পোস্টে লোকেশন ইউজ করবেন তাহলে ভালো লাগে পোস্টটি। আর আসলেই প্রকৃতির সৌন্দর্য ঘুরতে কার না ভালো লাগে এবং অনেক সুন্দর ভাবে আপনি সময়টুকু কাটিয়েছেন ভালো লাগছিল