একজন মধ্যবিত্তের সবকিছুই সাধারন।
কোন ছেলে জেলে গেলে তার কষ্ট শুধু মা বাবাই বোঝে। ভাই ছেলে হয়ে জন্মানো এবং দায়িত্ব পালন করে পথ চলা খুব কষ্টের। ছেলেদের যখন কষ্টের পাহাড়ের সময় ঠিক সেই সময়টাই বাবা মা প্রটেকটর হয়ে থাকে মাথার উপর।
কিন্তু তোমাদের জীবন কি সেটা আয়নার সামনে দারিয়েই বলতে পারবে নচেত সম্ভব নয়।
❣️Alomgir Kabir❣️: জীবনে অনেক কিছু মেনে নিতে হয়, মাঝে মাঝে মিথ্যে হাসির নাটক করতে হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা অনেক অভিনয় করতে জানে যেসব কোন উচ্চবিত্ত পরিবারের সন্তানদের দ্বারা সম্ভব হয় না।
❣️Alomgir Kabir❣️: মধ্যবিত্ত পরিবারের সন্তানদের অভিনয় এমন যে তারা বেচে থাকার জন্য দিনমজুর থেকে রিকশা চালানো সব করতে পারে এবং দিন শেষে পরিবারের সকলের মন যুগিয়ে চলে। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মাঝে এখন বড় একটা ভুল বাসা বাধা শুরু করেছে সেটা হলো প্রেমে পরা! এবং ডিপ্রেশনে কাটায় অনেক দিন। এমন ঘটনাও ঘটতে দেখা গেছে যে, সামনে সোনার উজ্জ্বল ভবিষ্যত উকি দিতো কিন্তু প্রেমে ব্যর্থ হওয়ার কারে সেটা শেষ হয়ে গেছে। জীবন চলার পথ একার কাওকে সঙ্গে নিয়ে পথ চলতে গেলে নানা সমস্যার সম্মুখিন হতে হয়। পাশে থাকা ভালোবাসার মানুষটিও সমস্যা এবং হতাশার সৃষ্টি করে দিতে পারে। ভাই রে দিন শেষে ক্যারিয়ার ছাড়া কেউ ভালোবাসে না।
ধন্যবাদ আপনি মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বাস্তবতা তুলে ধরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit