~ নিছক জীবন
আমরা ভুল বুঝে আত্ম- হত্বার মতো কাজ করে বসি আয়তানের ফেরকায় পরে। একজন নারি (মেয়ে) চাইলে ১০০ পুরুষকে খারাপ পথে আনতে পারে কারন মেয়েদের সয়তান অস্ত্র হিসাবে কাজ করে।
আর সেই সময় একটা পুরুষ খারাপ হয়। আমরা একটু ভুল বোঝার কারনে খুব কাছের ভাই সমুতুল্য বন্ধুকে হারিয়ে ফেলেছি যার জন্য অনেক কষ্ট পেতে হয় আমাদের।
এই সেই মাঠ যেখানে তাদের হাজারো স্মৃতিতে জর্জরিত। মাঠের কোনায় প্রবেশ করলেই বুক কেপে ওঠে।
নিছক জীবন
~আলমগীর কবির
যখন জন্মিলে তুমি,
শাসি করে ঝলমল।
দিবা রাত্রি হাসে বাবা,
দেখি চন্দ্রমুখ খানি।
ভুলের ধারায় ভুবন চলে,
মানুষ করে ভুল।
তারি মাঝে রাধে এসে,
করে বারা বারি।
রাধের প্রেমে ডুবি রতন,
গেলো ভবন ছারি।
ভুল ছিলো তার না পড়ি,
বাকি জীবন খানি।
সোনার ছেলে ছিলি তোরা,
রতন, জসিম না জানা অনেকেই।
ভবন আজ খজে তোদের,
মধুর সেই সুরে আয় বাবা আয়।
বাবার মন বোঝে তব,
বোঝে না মায়ের মন।
মরন ডাকলে যাত্রাপথেই,
ছারতে হয় সোনার জীবন।
আমি আপনাদের কাছে ফলো এবং কমেন্ট প্রত্যাশি।
সুন্দর কবিতা লিখেছেন। শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনকে গুছিয়ে নিতে হয়। জীবনকে নিয়ে ভাবতে হয়। জীবনকে নিয়ে একটু চিন্তাশীল হতে হয় ।তাহলেই ভালো লক্ষ্যে পৌঁছানো যায়। আর কাউকে নিয়ে ভাবা বা চিন্তা করা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয় না, কারণ এটার থেকে মনে হয় যে ,নিজেকে সময় দেওয়া বুদ্ধিমানের কাজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit