যুবক বয়সের সমস্যা ও সমাধান

in hive-129948 •  3 years ago 

FB_IMG_1631289258332.jpg

জন্ম গ্রহণ করার পর থেকে মরার আগ পর্যন্ত মানুষের বয়সভিত্তিক বিভিন্ন পর্যায় কিংবা ধাপ পড়ে। শৈশব, কৈশোর, যৌবন, মধ্যবয়সী এবং বার্ধক্য প্রতিটি পর্যায় অতিক্রম করার মাধ্যমে মানুষ বেড়ে ওঠে। শৈশব থেকে মানুষের জীবন চক্র শুরু হয় আর শেষ হয় বার্ধক্যে দিয়ে।

মানুষের জীবন চক্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো যৌবন কাল বা যুবক বয়স। এই বয়সে একজন ছেলে বা মেয়ে বেপরোয়া হয়ে ওঠে। তারা কারো কথা শুনতে চায় না,স্বাধীনভাবে চলতে পছন্দ করে। তাদের মন যা চাই তাই করতে চায় সব সময়। যার ফলে এই বয়সে মন-মানসিকতা সংযত রাখা অনেক কঠিন হয়ে পড়ে। এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে আবেগ এবং কৌতূহল বেশি কাজ করে। তারা নতুন কিছু করতে চায়। এই বয়সে ভালো দিক এর চেয়ে খারাপ দিক বেশি প্রাধান্য পায়। কৌতুহলের বশে নেশায় কিংবা রিলেশনশিপে আসক্ত হয় এই বয়সেই। খারাপ বন্ধুদের সঙ্গে মিশে কৌতুহল বসত সিগারেট, মদ, গাজা ইত্যাদি নেশাজাতীয় দ্রবে আসক্তি চলে আসে। আবার এই বয়সে ছেলেমেয়েদের বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ কাজ করে। ফলে এই বয়সে ছেলেমেয়েদের বখে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে ক্যারিয়ার গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজ এই বয়সেই করে নিতে হয়। অর্থাৎ যুবক বয়স ক্যারিয়ার গঠনের উত্তম সময়।

যুবক বয়সের সমস্যাগুলো সমাধানের জন্য যে বিষয়টি সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে তা হল নিয়মিত ধর্ম চর্চা করা । অভিভাবকদের এই বিষয়ে আগে থেকেই সন্তানদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা উচিত। নিয়মিত খেলাধুলা শরীরচর্চা এবং পড়াশোনা ইত্যাদি বিষয়গুলোতেও অভিভাবকদের জোর দিতে হবে।

FB_IMG_1631289291862.jpg

FB_IMG_1631289345403.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একটি চমৎকার বিষয় নিয়ে লিখেছেন। আসলে যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে মানুষের জীবন যে কোন দিকে মোড় নেয়। হয় ভালো দিকে যায় না হলে খারাপ দিকে যায়। তবে ধর্ম চর্চা করলে একই সাথে দুটো জিনিস হয়। খারাপ পথে যাওয়া থেকে বিরত থাকে এবং নৈতিকতা শিক্ষা ও হয়। ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

জি ভাইয়া মানুষ জন্মের পর থেকে এবং মুহূর্ত পর্যন্ত অনেক সমস্যার মুখে সম্মুখীন হতে হয়। তাই জীবন যুদ্ধে সমস্যা থাকবেই এটা কোন ব্যাপার না, ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

যৌবনকাল সম্পর্কে আপনার সবগুলো মন্তব্য অসাধারণ। সহমত ভাই আপনার সাথে

ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

দুর্দান্ত গতিতে এগিয়ে যাক আপনার যুবক বয়সের দিনগুলো। আল্লাহর পথে এবং মানব সেবায় নিয়োজিত থাকবেন এমন প্রত্যাশা