সময়ের গুরুত্ব

in hive-129948 •  3 years ago 

received_647582625999687.jpeg

মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল সময়।সময় মানুষের জীবন থেকে একবার চলে গেলে তা আর কখনো ফিরে পাওয়া যায় না। সুতরাং প্রত্যেক মানুষের উচিত সময়কে সঠিকভাবে কাজে লাগানো।অর্থাৎ কোন কাজকে ফেলে না রেখে সময়ের কাজ সময় মত করা উচিত।

মানুষ মরণশীল। প্রতিটি মানুষকে একদিন না একদিন মারা যেতে হবে। কিন্তু মারা যাওয়ার আগে বেঁচে থাকা পর্যন্ত মানুষকে কর্ম করে যেতে হয়।বলা হয়ে থাকে, সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। প্রতিটি মানুষের নিজ নিজ কর্ম সময়মতো করা উচিত। সময় এর কাজ সময়ে না করলে ওই কাজ আর মানুষকে ভালো লাগেনা, কাজের মধ্যে এক প্রকার বিরক্তি চলে আসে।পৃথিবীতে যত মানুষ সফলতা অর্জন করেছে , সবাই সময়ের কাজ সময়ে করেছে বিধায় তারা আজকে সফল। একজন ছাত্র যদি সময় মতো পড়াশোনা না করে বসে থাকে তাহলে সে কখনো ভালো করতে পারে না। আবার একজন মানুষ যদি নিত্যদিনকার কাজ করে না করে সেগুলো ফেলে রাখে তাহলে মানুষ ওই কাজে কখনো সফল হতে পারবে না। কোন কাজে সফলতা তখনই আসে, যখন ওই কাজ সময় মত সম্পন্ন হয়। সফল ব্যক্তির নমুনা হলো তারা সময়ের গুরুত্ব বুঝে আজকে ফেলে না রেখে সময়মতো সম্পন্ন করা। সফলতা এবং সময়ের সদ্ব্যবহার পরস্পরের পরিপূরক। সুতরাং সফলতা অর্জন করতে হবে একজন মানুষকে অবশ্যই সময়ের সদ্ব্যবহার করতে হবে।

সুতরাং মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত খুবই মূল্যবান। মানুষের জীবন থেকে সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসবে না। অন্য কোন কিছু হয়তো ফিরে আসতে পারে। এজন্য জীবনের মূল্যবান মুহূর্তগুলোকে মূল্যবান কাজে ব্যবহার করা উচিত। অকাজে সময় নষ্ট না করাই শ্রেয়। সময়কে সর্বদা সৃজনশীল কাজে ব্যয় করা উচিত।

FB_IMG_1631289345403.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি সময়ের মূল্য নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। অবশ্যই আমাদের সবারই সময়ের মূল্য দেওয়া উচিৎ। কারণ হারানো সময় আর ফিরে পাওয়া যায় না

ধন্যবাদ ভাই।

খুব সুন্দর একটা বিষয়ে আলোচনা করেছেন আপনি।সময়ের মূল্য আমাদের সকলকে দেওয়া উচিত।আমাদের একটা কথা মাথায় রাখা জুরুরী যে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা।

শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনার আজকের ব্লগে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বাস্তবতা এটাই যে সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করেনি কখনো করবে ও না। এটাকে আপনি খুব সুন্দর ভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।

আপনাকে ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

সময়ের মূল্য নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। প্রবাদ আছে, সময় এবং নদীর স্রোত কারো জন্যে অপেক্ষা করে না, আপনার উপস্থাপনা খুবই সুন্দর ভাই,ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

  ·  3 years ago (edited)

এই ধরনের পোস্ট চেষ্টা করবেন আরো ছবি ব্যবহার করতে আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখেছে।কিন্তু আপনার উপস্থাপনাটা খুব একটা ভালো হয়নি ।চেষ্টা করবেন ছবির নিচে সব সময় লোকেশন কোড দিতে ।চেষ্টা করুন নিজের সৃজনশীলতা প্রকাশের ।নতুন কিছু শেখার চেষ্টা করুন ।আপনার জন্য শুভকামনা ।

ধন্যবাদ আপনাকে।