আমাদের জীবনে কিছু সময় জন্য হলেও ভুলে যেতে হবে আমরা কে। কি আমাদের পরিচয় সেই সাথে আমাদের আশে পাশে থাকা মানুষ দেরকে চিনতে আমরা কে সেটা ভুলে যেতে হবে
বর্তমানে আমরা সেই বিষয় গুলো কে জানি না যার ফলে আমরা জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি
কিছু সময় এর জন্য কেন নিজেকে ভুলতে হবে
আমরা মানুষ জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যার ফল সরুপ আমাদের জীবনে অনেক সমস্যা তৈরি হয় জীবনকে সুন্দর ভাবে গড়তে খুব বেশি প্রিচছরম করতে হয় না তবে ভুল পথে হাটলে কখনো জীবন কে উন্নত করতে পারবেন না ছোট একটা জীবন ভুল পথে সময় দেওয়া যাবে না আমাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে
জীবনে কি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ
জীবন কে সুন্দর ভাবে গড়তে আমাদের সকলের উচিত সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া আমাদের কাছের মানুষ চেনা এবং জানা কারন কাছের মানুষ চিনতে না পারলে ভুল এবং ফেক মানুষ দের সাথে চলাফেরা করলে জীবনে কখনো ভালো কিছু করতে পারবেন না