আমার বাংলা ব্লগে আমার পরিচয়

in hive-129948 •  2 years ago 

আমার পরিচয়

আমার নাম আরিফ ইসলাম এবং আমি বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেছি। আমার পরিবার মাঝে আমি, আমার মা, বাবা এবং একটি বোন রয়েছে।

আমার প্লাটফর্মে আশা

আমি ইউটিউব থেকে ব্লকচেইন সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছিলাম। আমার বাংলা ব্লগ সৃজনশীল কাজ গুলোকে প্রাধান্য দিয়ে থাকে তাই আমি আমার সৃজনশীল কাজ গুলো এখানে শেয়ার করার মাধ্যমে এগিয়ে যেতে চায়।

আশাকরি প্রিয় দ্বায়ীত্বরত শুভাকাঙ্ক্ষীগণ আমাকে এখানে কাজ করার সুযোগ করে দিবেন। আমি সকল নিয়ম কানুন মেনে কাজ করে যাব। কবিতা আমার মনে রয়েছে যেন একটি পর্বতের মতো দীর্ঘদিন অতিক্রম করেছে। আমার জীবনে কবিতা একটি আনন্দের উৎস হিসাবে থাকবে, যেখানে আমি শব্দের মাধ্যমে আমার ভাবনা ও অনুভূতি প্রকাশ করতে পারব। আমি জীবনে একটি কিশোর হতে চাই যেমন একটি ফুলের মতো উজ্জ্বল এবং মধুর। আমি আমার পরিবার, শিক্ষা ও সাহিত্যিক পঠন এবং পরিবেশের মাধ্যমে পরিবর্তনের প্রত্যক্ষ অংশ হতে চাই। আমি চাই আমার সমাজে যেন একটি পরিবর্তন আনতে পারি আমার পরিচয় সারাদিনের মতো পরিবর্তনশীল। আমি আমার ক্ষেত্রে নতুন ধারণাগুলি পেলেও সেগুলির জন্য স্বচ্ছতা বজায় রাখতে চাই। আমি বিভিন্ন লোক এবং সম্প্রদায়ের সাথে সংলগ্ন থাকতে চাই এবং তাদের মধ্যে সহজে বৈচিত্র্য ও সহবাস স্থাপন করতে চাই।

FB_IMG_1688449840355.jpg

সংক্ষেপে, আমার পরিচয় একটি সাধারণ মানুষের পরিচয় যেমন কিছুটা বেশি। আমি শিক্ষার সাথে সাথে প্রগতি করতে চাই, নতুন ধারণা এবং উদ্যমের সঙ্গে সামঞ্জস্য রেখে। আমার জীবন উজ্জ্বল ও সফলতায় পূর্ণ হতে চাই এবং সমাজে পরিবর্তন আনতে পারবে এমন একটি সৃষ্টিশীল সমাজের কাছে সহায়তা করতে চাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21