আমার বাংলা ব্লগ, মনের প্রান্তরে,
ছুটে আসে স্বপ্নের সুর,
প্রতিটি কথা লেখা, সৃজনের উৎসব,
সময়ের মধ্যে পুষ্পের সংসার।
বাংলার সুন্দর ভাষায়, প্রতিটি বার্তায়,
মন খুলে বলি, যে যা চাই,
আমার ব্লগের সম্মুখে জনগণ,
হৃদয়ে ধরা রই মুক্ত প্রতিমা।
সময় হয়ে যাক সত্যের সাক্ষী,
সময় থাকুক সবার মধ্যে সাজে,
বাংলা ব্লগের প্রতিটি সুযোগ,
চিরকাল থাকুক সুখ-শান্তির মুক্তি।