শালতা নদীতে কাকার সাথে সূর্যাস্ত দেখা

in hive-129948 •  2 years ago 

বাসায় একাকী খুব বিরক্ত লাগছিল। ভাবছিলাম কী করি। দাদাকে তখন কল করলাম আর বললাম দাদা আমি একটু ঘুরতে যাচ্ছি । দাদা বলল যা ঘুরে আয় একটু মনটা ভালো লাগবে। তখন বিন্দাস ফিল হচ্ছিল। রেডি হয়ে বেরোরো তখন ভাবলাম নিজেকে একটু লুকিং গ্লাসে দেখে নি । তারপর একটু ভাব নিলাম। ভাবটা যেমন ছিল।

IMG-20230228-WA0056.jpg

সবসময় একই স্টাইলে সেলফি তুলতে বোরিং লাগে তাই একটু ডিফারেন্ট টাইপের চেষ্টা করলাম। এরপর সূর্যাস্ত দেখার জন্য বেরোয় পড়লাম।

IMG-20230228-WA0053.jpg

গরিবের প্রাইভেট গাড়িতে উঠে রওনা হলাম গন্তব্যে। ইজিবাইক নামক প্রাইভেট গাড়িতে চড়তে যে কী মজা যে একবার চড়েছে শুধুমাত্র সেই জানে।

যেতে যেতে পথের ভ্যানওয়ালা মামার একটা ছবি তুলে নিলাম। কারণ প্রযুক্তির উন্নতির কারণে এসব ভ্যানগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে।

IMG-20230228-WA0015.jpg

একটু এগোতেই দেখি বসন্তের বাসাত লেগে গাছে নতুন ফুলের আগমন হয়েছে। আর ওদিকে বসন্তের রোদ মিলে ফুলগুলো এত সুন্দর লাগছিল একটা ছবি না তুলে পারলাম না।

IMG-20230228-WA0018.jpg

এই সুন্দর দৃশ্যগুলো দেখে প্রলুব্দ মত ভয়ে ভীত হচ্ছিল যে , খুশিতে পাগল না হয়ে যাই। কিছুদূর যেতে এলো রেল লাইন যেটা অনেক দিন ধরে কাজকর্ম চলছে কিন্ত এখনো শেষ হয়নি। আর রেল এবং রেল লাইন আমার অনেক বেশিই পছন্দের। যখন আমার প্রচন্ড মন খারাপ হয় তখন রেলে উঠে কোথাও ঘুরতে যাই। কারণ রেল এমন আপনাকে শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাবে কোনো কারণ ছাড়াই। এটা বলতে যেয়ে একটু মনটা খারাপ হয়ে গেল।

IMG-20230228-WA0011.jpg

রেললাইন দেখে সামনে এগোতেই দেখি ফাকা সবুজ গাছপালায় ঘেরা মনমুগ্ধকর রাস্তা যেটা দেখে মনটা আবার ও আনন্দে ভরে গেল। কারণ ঘুরতে এবং প্রকৃতি দেখতে আমার খুব ভালো লাগে।

IMG-20230228-WA0049.jpg

প্রকৃতি দেখতে দেখতে হাজির হলো আমার প্রিয় নদী শালতা নদী ।

IMG-20230228-WA0045.jpg

IMG-20230228-WA0026.jpg

শালতা নদীটা এত ভালো লাগার কারণ আগে এ নদীতে প্রচন্ড ঢেউ হতো কিন্ত এখন এটা মৃতপ্রায় । এটা ভেবে খারাপ লাগে কিন্ত আবার ভালো লাগে এটা ভেবে যে আগে প্রচন্ড ঢেউ হতো এখনতো আর হয়না । এজন্য নদীতে এখন নির্ভয়ে নামতে পারি।

নদীর ঘাটে বসে ছোটবেলায় সূর্যাস্ত দেখতাম সেটার উপলব্ধিই ছিল অন্যরকম। সেই উপলব্ধি নেবার সুযোগ আবার হলো চলে গেলাম কাকাকে নিয়ে নদীর ঘাটে । তারপর দুজনে মিলে একের পর এক ছবি তুলছিলাম আর সময়টা উপভোগ করছিলাম।

IMG-20230228-WA0038.jpg

IMG-20230228-WA0032.jpg

নদীর ঘাটে বসে আকাশের দিকে তাকালে মনে হয় কবে জীবনের গোলটা অর্জন করব আর নিজের একটা পার্সোনাল জেট কিনব । আর জেটে বসে উনর থেকে মা কে টাটা দিব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শালতা নদীর পাড়ে সূর্যাস্ত দেখা সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছে। দেখে খুব ভালো লাগলো । আপনার উপস্থাপন খুবই দুর্দান্ত হয়েছে। আসলে আপনি প্রকৃতির এমন সুন্দর পরিবেশে খুব চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন। পড়ন্ত বিকেলে নদীর পরিবেশ খুবই সুন্দর ছিলো। সূর্য অস্ত যাওয়ার দৃশ্য বেশ দুর্দান্ত হয়েছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।
ভালো থাকবেন সবসময়।