RE: এবিবি ফান প্রশ্ন- ৪৭৯ | ভালোবাসা যদি রং পাল্টায় তাহলে ভালোবাসার কি কি রং রয়েছে?

You are viewing a single comment's thread from:

এবিবি ফান প্রশ্ন- ৪৭৯ | ভালোবাসা যদি রং পাল্টায় তাহলে ভালোবাসার কি কি রং রয়েছে?

in hive-129948 •  2 days ago 

ভালোবাসার তো অনেক রং রয়েছে যেমন:লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপী,সাদা,কালো। প্রত্যেকটি রং কোন না কোন অর্থ বহন করে। সুতরাং ভালোবাসা রং পাল্টায়।

এখন অনেকে বলবেন রংগুলো দেখলেন কোথায়? দেখেছি তো ইমোজিতে রিয়েক্ট ভালোবাসার😀😀। অনেক রঙের ভালোবাসার রিয়েক্ট রয়েছে। যেমন:♥️🩷💙🤍🖤💚 । বর্তমানে তো এভাবেই প্রকাশ করে থাকে সবাই 😁।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আরিব্বাস ভালবাসার এতগুলো রং থাকলে কোনটা খাঁটি রং আপু?বলেন তো একটু তাহলে সুবিধের হবে 😃।

খাঁটি রং ও আছে নাকি জানা ছিল না 😁

কথাটা ভালই লাগলো আসলেই খাঁটি ভালবাসা নেই বর্তমান সময়ে।এটাই চরম সত্য।