আমার পরিচিতি মূলক পোস্ট।

in hive-129948 •  last year 
আমার পরিচিতি মূলক পোস্ট।

IMG-20231026-WA0000.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচিতি মূলক পোস্ট করতে চলেছি। আমি @asadul-islam আমার বাসা হচ্ছে নীলফামারী জেলায়। তবে আমি এখন জীবিকার তাগিদে ঢাকা উত্তরাতে থাকি। আমার পরিবারে বাবা মা ভাই আছে। এবং আমি বিবাহিত আমার ছোট দুটো মেয়ে সন্তান আছে। এই নিয়ে আমার ছোট পরিবার। পরিবারের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। সময় পেলে আমি আমার পরিবার নিয়ে ঘুরতে যাই। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আরো বেশি ভালো লাগে।

IMG_20230422_170442.jpg

আমি লেখাপড়া করেছি এস এস সি পর্যন্ত। পরিবারের আমি বড় ছেলে। তাই আমার পরিবারের কিছু দায়িত্ব কাঁধে পরে। এর পরে আমি লেখাপড়া করতে পারিনি। বর্তমানে এখন আমি একটা চাকরি করি বাইংহাউজে। আমি চাকরীর পাশাপাশি কিছু কাজ খুঁজতেছি প্রায় অনেক দিন ধরে। আমি অনেক সময় পাই আর এই সময় টিকে কাজে লাগাতে চাই।

IMG-20230929-WA0029.jpg

@limon88 আমার চাচাতো ভাই। আমরা দুজন সমবয়সী এক সাথে পড়ালেখা করেছি। বলতে পারেন আমরা বন্ধুর মতো। লিমনের মাধ্যমে এই সুন্দর প্লাটফর্ম এর কথা জানতে পারি। স্টিমিট এর সকল নিয়ম কানুন বিষয় আমাকে সে সুন্দর করে বুঝিয়ে বলে। তার কথা শুনে আমি এই সুন্দর প্লাটফর্মে কাজ করার উৎসাহ পাই। আমার বাংলা ব্লগ এ কাজ করার ইচ্ছা জাগে লিমনকে দেখে। তার পরেও আমি তার সাথে থেকে বেশ কিছু দিন ধরে স্টিমিট সম্পর্কে ধারণা নিচ্ছি।

আমার কিছু শখ আপনাদের সাথে শেয়ার করি:-

IMG-20230929-WA0032.jpg

আমি সব থেকে বেশি পছন্দ করি সময় পেলে ভ্রমণ করতে, বন্ধুদের সাথে আড্ডা এবং নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে আমার ভালো লাগে। আমি বিভিন্ন স্থানে গেলে ফটোগ্রাফি করতে ভালোবাসি। বলতে পারেন ফটোগ্রাফি আমার এক ধরনের শখ। আমি মাঝে মধ্যে গান গাই। গান গাইতে আমার ভালো লাগে। বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে ডাই তৈরি করতে ভালো লাগে। বাইক নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগে। বই সবথেকে শ্রেষ্ঠ বন্ধু। অবসর সময়ে বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে ভালো লাগে। আমার ছোট মামুনিদের সাথে খেলতে ভালো লাগে। খেলাধুলা করা ও আমার খুব প্রিয়। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি।

আমার কাছে মনে হয়। আমি আমার প্রতিভা গুলো এই আমার বাংলা ব্লগ প্লাটফর্মে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার সাধ্যমত এই প্লাটফর্মে ভালো কিছু করার চেষ্টা করবো। আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেনো আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করতে পারি। আজকের মতো এখানেই শেষ করলাম। আশাকরি খুব তাড়াতাড়ি আবারো নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবশেষে ধন্যবাদ দিতে চাই আমার চাচাতো ভাই লিমন কে। আমার পাশে থেকে পোস্ট করার সহযোগিতা করার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমার বাংলা ব্লগে তোমাকে স্বাগতম ❣️স্টিমিট জার্নি তোমার জীবনে সফলতা বয়ে আনুক এই কামনাই করি। আশাকরি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করবে। অনেক অনেক দোয়া ও শুভকামনা তোমার জন্য।

সব সময়ই চেষ্টা করবো নিয়ম মেনে কাজ করার জন্য। অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সহযোগিতা করার জন্য। আশাকরি পাশেই থাকবে ❤️

আমার বাংলা ব্লগে তোমাকে স্বাগতম। এটা শুধুমাত্র একটি কমিউনিটি নয়, এটা একটা পরিবার। আশাকরি নিয়ম মেনে এবং নিজের অস্তিত্ব জানান দিতে পারবে।
প্রয়োজনীয় কাজগুলো লিমনের সহযোগিতা নিয়ে করবে আশাকরি। তোমার এগিয়ে চলার সাথে আছি।

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। দোয়া করবেন যেনো সব নিয়মকানুন মেনে কাজ করে যেতে পারি। আপনার সহযোগিতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আশা করি আপনি কমিউনিটির সব কিছু নিয়ম-নীতি মেনে আমাদের সাথে কাজ করবেন এবং আপনি লিমন ভাইয়ের চাচাতো ভাই জেনে বেশ খুশি হলাম। লিমন ভাইয়া খুব ভালো একজন মানুষ। যাক আপনার স্টিমিট ভ্রমণ শুভ হোক।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার সহযোগিতা কামনা করছি ।

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম।

আপনাকে সঠিকভাবে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের লেভেল ওয়ান এর ক্লাস এ জয়েন হতে হবে। সর্বপ্রথম আপনাকে Discord এ জয়েন হয়ে এসে ক্লাসগুলো এটেন্ড করতে হবে এবং আমাদের কমিউনিটির নিয়ম মেনে পোস্ট করতে হবে।

কিভাবে খুব সহজে Discord Account খুলবেন।

আমাদের Discord Link https://discord.gg/5aYe6e6nMW

নিয়ম কানুন ও গুরুত্বপূর্ন তথ্য।

"আমার বাংলা ব্লগের" অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টগুলির হাইপার লিঙ্কগুলির আর্কাইভ

আপু আমার জন্য দোয়া করবেন। আমি যেনো আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ করে যেতে পারি।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি আমাদের সাথে করে আপনাকে ভালো লাগবে। আমার বাংলা ব্লগ অনেক সুন্দর একটা প্লাটফর্ম।যাইহোক আপনি লিমন ভাইয়ের ভাই হন জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।