জীবন মহুয়ার মদ
'আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছবার অবসর আছে
পৌঁছে অনেক্ষণ বসে অপেক্ষা করবার অবকাশ আছে।'
_জীবনানন্দ দাশ
কী সহজ সরল অথচ কত গভীর স্বীকারোক্তি। এ আরেক শিল্প, কাগজে কলমে কথামালায় যেন হৃদয়ের গভীর হতে জলের শব্দের মতো তুলে আনা কোন বোধ। আমার জীবন কী চায়? আমি কোথায় যেতে চাই? জানিনা, তারপরও উঠি। সন্ধ্যা নেমে আসে বিস্তৃত রাবির ক্যাম্পাসে। রেললাইন পার হয়ে হেঁটে হেঁটে ইবলিশের চত্বর। দেখি, দোতারা খমক খঞ্জনির ঐকতানে এক আনন্দমেলা। গলা ছেড়ে গান ধরা একদল আত্মভোলা তরুণ, কী চমৎকার কাটাচ্ছে সময়। যেন হৃদয়ের অতল থেকে উঠে এসে কোন সুর, কথামালার সাথে এই পৃথিবীর বিস্তৃত বায়ুমণ্ডলে অবমুক্ত করে সমস্ত গ্লানি ব্যর্থতা আর হতাশাকে। আমি নিথর হয়ে দাঁড়িয়ে পড়ি, এবং মুহুর্তের মধ্যে পৃথিবীর সকল জিজ্ঞাসাকে অমূলক মনে হতে থাকে। মনে হতে থাকে, এই তো জীবন। রং-তুলিতে, কবির কলমে, বাদ্যযন্ত্রের ঐকতানে সুরের মূর্চ্ছনায় নিয়ত প্রস্ফুটিত এই তো জীবন। জীবন সুন্দর, এবং সৌন্দর্যই জীবনের একমাত্র উপলক্ষ্য। আর যারা বুঝে উঠতে পারে এই নিগূঢ় সত্য, তারাই হয়ে উঠে শিল্পী। আর বাদবাকি আমরা সেই অদৃশ্য ট্রেনের ভুয়া টিকিট হাতে ছুটে বেড়াই দিগ্বিদিক। আমি মুহুর্তে টের পাই, আমার কোথাও যাবার নেই। কেবল শিল্পের মোহন পানপাত্রে জীবনকে ঢেলে আকণ্ঠ পান করে যেতে চাই, এভাবেই।
দৃষ্টি আকর্ষণ করছি @rex-sumon, @rme
আমার পরিচিতিমূলক পোস্ট achievement 01 by asadulemon
ভালো লিখেছেন আপনি। আপনি চেষ্টা করুন আপনার পরিচিতিমূলক পোষ্টের লিঙ্ক আপনার পোস্টের সঙ্গে শেয়ার করার জন্য। ধন্যবাদ আমাদের কমিউনিটিতে পোস্ট লেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ @shuvo35 এমন তথ্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit