শীতের সৌন্দর্য্য🥰

in hive-129948 •  last month 

হেলো বন্ধুরা

1000063207.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 চলে এলাম বাংলাদেশ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে নতুন একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকের ব্লগটা।


1000063212.jpg

1000062083.jpg

আমাদের বাংলাদেশ ছয় রিতুর দেশ,প্রতি দুই মাস অন্তর অন্তর আমরা নতুন কিছু দেখতে পাই।প্রতিটি রিতুর আলাদা আলাদা কিছু সুন্দর দৃশ্য রয়েছে।এখন চলছে শীত কাল অর্থাৎ শীত রিতু।এই রিতুর অনেক বৈশিষ্ঠ্য রয়েছে যেমন পিঠা পুলির ধুম পরে তেমনি মাঠ ভরা ক্ষেত।সোনালি পাকা আমন ধানের দৃশ্য এখন মন কেরে নিবে।মাঠের উপর মাঠ আমন ধানের ক্ষেত এখন কোথাও পেকেছে আবার কোথাও কাচা রয়েছে।

1000063252.jpg

1000063250.jpg

1000063213.jpg


সূর্য ডুবার ঠিক আগ মুহুর্তে যখন পাকা আমন ধানের ক্ষেত পরিদর্শন করতে যাবেন তখন এমন সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন যেটা টাকার বিনিময়ে কখনো পাবেন না।একদিকে সোনালি ধান অন্য দিকে রক্রিম সূর্য কিরণ সোনালি ধানের উপরে পরছে।এমন দৃশ্য শধু মাত্র গ্রামেই দেখা যায়।এই দৃশ্য গুলো আপনার মন কে একদম ফ্রেশ করে দিতে পারে।


গত কাল এমন দৃশ্য ধারনের জন্য সূর্য ডুবার ঠিক আগ মুহুর্তে গেছিলাম ধানের মাঠে দেখলাম ধান গুলো ৩/৪ অংশ পেকে গেছে বাকি এক অংশ এখনো পাকে নাই।সেই দৃশ্য গুলো দেখে আমার খুবই ভাল লাগছিলো।গ্রাম এমন দৃশ্যর কারিগর হয়তো।কয়েকদিন পরে এই সোনালি রঙের জমি গুলো সবুজে ভরে যাবে।এই ছিলো আজকেএ ব্লগ সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

একেক ঋতুতে আমাদের প্রকৃতি একেক সাজে সেজে ওঠে। বেশ ভালো লাগে এগুলো দেখতে। ফটোগ্রাফি ছাড়া এরকম দৃশ্য সহজে দেখা হয় না। আপনার ফটোগ্রাফিতে দৃশ্যগুলো দেখে ভালো লাগলো। খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। প্রথম ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

আপনাকেউ অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

রিতু নয় ভাইয়া, ঋতু।

বাংলায় শীতকাল ঢুকে পড়া মানেই ধানফলা মাস৷ কী অপূর্ব লাগে এই সময় সব কিছু দেখতে, কোন কোন মাঠে ধান পেকে গেছে কোথাও আধ পাকা। আপনার ক্যামেরায় গ্রামীণ সৌন্দর্যের ছবিগুলো অসাধারণ লাগছে দেখতে। সত্যিই যেন সোনার বাংলা।

ধন্যবাদ দিদি অনেক সুন্দর মন্তব্য করেছেন ।

আমাদের দেশে প্রতিটি ঋতু এক নতুন সৌন্দর্য নিয়ে হাজির হয়ে যায়। তবে আমার কাছে শীতকাল অনেক বেশি ভালো লাগে। এছাড়াও অন্যান্য ঋতুর সৌন্দর্য বেশ অসাধারণ। শীতকালীন ঐতিহ্য আমাদের কে আকৃষ্ট করে তোলে। বর্তমান সময়ে সোনালী ধান ক্ষেতে গুলো দেখলেই অন্যরকম ভালো লাগা কাজ করে।

ধন্যবাদ।

সত্যি ভাইয়া শীতের শুরুটা ভীষণ ভালো লাগে। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ ঠান্ডা বাতাস আর এর সাথে গরম গরম খাবার। হাতি খুব সুন্দর ভাবে আমন ধানের সোনালী রূপটি আমাদের মাঝে তুলে ধরেছেন। যদিও এখন মাঠে ধান কোথাও পেঁকেছে আবার কোথাও কাঁচা। সব মিলিয়ে ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

শীতকালের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুন । বিশেষ করে শীতের সকাল বেলার কুয়াশা ভেজা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খুব ভালো লাগে। বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। আপনার শীতকালের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।

শীতকালে প্রকৃতি নতুন ভাবে সেজে উঠে। শীতের সৌন্দর্য দেখলে দুচোখ জুড়িয়ে যায়। আর আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে।

কমিউনিটির নতুন নিয়ম অনুযায়ী কিউরেশন চালু রাখতে হলে নতুন কিছু টাস্ক কমপ্লিট করতে হবে প্রতিদিন, নিচের লিংকে সেগুলো দেখে নিন।

https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

জী ভাইয়া ধন্যবাদ আমি প্রতিদিন এই টাস্ক গুলো কম্পিলিট করছি 🥰

পোষ্টের কমেন্টে সেগুলোর স্ক্রিনশট শেয়ার করতে হবে, অন্যরা সবাই সেটা করছেন।

অকে ভাইয়া।