কালচারাল ফেস্ট ও মেলা😀শেষ পর্ব

in hive-129948 •  13 days ago 

হেলো বন্ধুরা

1000062523.jpg


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি ঘুরাঘুরি মূলক পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকেএ ব্লগ।

1000062481.jpg

1000062482.jpg

1000062526.jpg


বন্ধুরা গত পর্বে দেখিয়েছিলাম যে মেলায় যাওয়ার দৃশ্য আজ বাকিটা শেয়ার করবো।মেলায় বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্চে আমরা প্রথমে দোকান গুলোতে গেলাম।সেখানে নিজেদের হোম মেইড খাবার গুলো তারা বিক্রি করছে এই যেমন কেক,বিভিন্ন ধরনের পিঠা,ফাস্টফুড টাইপের কিছি আরো অনেক কিছু আমরা ঘুরে ঘুরে সে গুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো দেখতে।আমাদের দুই ভায়ের অনেক ঠান্ডা তারপরেও পছন্দের চকোবার আইসক্রিম দেখে আর লোভ সামলাতে না পেরে দুই ভাই দুইটা আইসক্রিম নিয়ে নিলাম।

1000062499.jpg

1000062496.jpg


এদিকে বাচ্চা রা নাচের জন্য দেখি মঞ্চে উঠে গেছে আমরা আইসক্রিম খেতে খেতে স্টেজ এর সামনের দিকে এগিয়ে গেলাম।ছোট বাচ্চারা সবাই এক ড্রেজ পরেছে সবাইকে পুতুলের মতো লাগছে ফোক গানে তারা খুব সুন্দর পারফর্ম করলো দেখে বেশ ভালো লাগলো কয়েকটি গানে নাচার পরে তারা নেমে গেলো স্টেজ থেকে এরপরে উস্থাপক চলে এলো। এসে গানের জন্য সবাইকে প্রস্তুত থাকতে বললো এর পরে যারা গান গাইবে।


আমরা আর বেশিক্ষণ সেখানে থাকতে পারলাম না।এদিকে ফুফু বার বার কল দিচ্ছে বাসায় আসার জন্য।তো আমি আর আমার ফুফাতো ভাই দুজনে হাটতে থাকলাম হাটতে হাটতে আমরা কুষ্টিয়া পাচ রাস্তার মোরে চলে এলাম কাছেই ইজি শপিংমল আমার ভাই বলতেছিলো চল ভেতর থেকে ঘুরে আসি।আমিও গেলাম প্রথম ইজির শপিংমলে প্রবেশ করলাম।ভেতরে গিয়ে সব কিছুই পছন্দ কোনটা রেখে যে কোনটা নিব এদিকে ম্যানিব্যাগ ফাকা।এভাবেই বাসায় চলে এলাম।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাইয়ের সঙ্গে সুন্দর ঘোরাঘুরি করেছেন। আসলে মেলায় গিয়ে প্রত্যেকটি দোকান খুব ভালো লাগে। আপনি সেইসব দোকানেরই ছবি দিয়ে বিশদে ব্যাখ্যা করেছেন। আমার তরফ থেকে ভালো লাগা রইল।

এই সমস্ত প্রোগ্রামগুলো আমার কাছে খুব ভালো লাগে। তবে এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ তেমন একটা হয় না আর। তবে বেশ ভালো লাগলো সুন্দরভাবে উপস্থাপন করতে দেখে আর একটু হাসি লাগলো আপনারা আইসক্রিম খেতে খেতে সামনের দিকে এগিয়ে গেলেন নাচের মুহূর্তে। এই মুহূর্তে আইসক্রিম খাওয়াটাও কি জরুরী। তবে খেতে খেতে এগিয়ে যাওয়াটা একটু অন্যরকম।

😁😁😁আইসক্রিম খেয়ে গলা বেথা আরো ঠান্ডা লেগে গেছে🥹

মাঝেমধ্যে এমন সুন্দর সুন্দর মেলাতে উপস্থিত হতে ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বিস্তারিত বিষয় এবং লাস্ট পর্ব। যেখানে বাচ্চারা নাচার জন্য স্টেজে চলে গেছে এবং আপনারাও সেই নাচ দেখার জন্য এগিয়ে যাচ্ছেন আইসক্রিম খেতে খেতে। আর এভাবেই বিস্তারিত আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই অনেক কিছু জানতে পারলাম।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর মন্তব্যের জন্য।

রাতের বেলায় এই সকল কনসার্টগুলো দেখতে বেশ ভালো লাগে। একবার আমাদের মহিলা কলেজে রাতে এরকম ফেস্ট হয়েছিল। আমরা সবাই খুবই আনন্দ করেছিলাম। ভাইয়ের সাথে আপনিও বেশ আনন্দ করেছেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

জী ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে।