হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে আমাদের দাদার কনটেস্ট শারদীয় পুজার ফটোগ্রাফি এবং ঘুরাঘুরি শেয়ার।আমি এই প্রতিযোগিতায় ২০২২ সালে অংশ নিয়েছিলাম একবার গত বছর এই কন্টেস্ট হয়নি তাই অংশ নিতে পারিনি এবার আবারো নিলাম।
বন্ধুরা আজ শেয়ার করবো নবমী এবং বিজয়া দশমির কিছু ফটোগ্রাফি। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ব্লগটা।
বন্ধুরা এটা হলো আমাদের পাশের গ্রামের একটি মন্দির এর ছবি।এটা ঘোষপারা মন্দির।আমাদের এদিকে পারিবারিক মন্দির গুলো বেশি।যেমন ঘোষ অয়ারা মন্দির, কুন্ডু পারা মন্দির এমন অনেক মন্দির এখানে রয়েছে সবাই পারিবারিক ভাবে পালন করে।
আমরা সন্ধার পরে সেখানে ঘুরতে গিয়েছিলাম বেশ মজা করেছিলাম বন্ধুদের সাথে উপরে চিত্রে দেখানো হলো মন্দির এবং প্রতিমা।
শুভ | নবমী |
---|---|
লোকেশন | http://maps.app.goo.gl/bSoVBrj791UsNve2A |
ডিভাইস | oppo A60 |
দেশ | কুষ্টিয়া, বাংলাদেশ |
সময় | ১১ অক্টোবর সন্ধ্যা |
মেলার জিলাপি মেলায় গেলে আমি জিলাপি দেখলে লোভ সামলাতে পারিনা
বিজয়া | দশমি |
---|---|
তারিখ | ১২ অক্টোবর |
ডিভাইস | অপু এ৬০ |
বন্ধুরা বিজয়া দশমিতে আমাদের এখানে বেশ জমকালো আয়োজন করে নদীর ধারে ইকো পার্ক সংলগ্ন জায়গাতে বড় করে মেলার আয়োজন করা হয়ে থাকে।
মেলায় আগত জনসাধারণ
বিজয়া | দশমি |
---|---|
তারিখ | ১২ অক্টোবর |
ডিভাইস | অপু এ৬০ |
মেলায় আশা কসমেটিক দোকান থেকে দুইটা পুতুল ক্লিপ এর ছবি
বিজয়া | দশমি |
---|---|
তারিখ | ১২ অক্টোবর |
ডিভাইস | অপু এ৬০ |
রঙিন কাগজ দিয়ে বানানো ফুল মেলায় বিক্রি হচ্ছে
বিজয়া | দশমি |
---|---|
তারিখ | ১২ অক্টোবর |
ডিভাইস | অপু এ৬০ |
রাস্তার দুই ধার দিয়ে মেলার দোকান গুলো বসেছে এটা মেলার অতি পরিচিত একটা দৃশ্য
বিজয়া | দশমি |
---|---|
তারিখ | ১২ অক্টোবর |
ডিভাইস | অপু এ৬০ |
সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে আমরাও সেখানে ঘুরতে গিয়েছিলাম এবং অনেক মজা করেছিলাম সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো।
এই মেলা বহুদিন হতে হয়ে আসছে এখানে অনেক পুরাতন বলতে পারেন।এরকম আরো একটা মেলা লাগে এই জায়গাটার পাশেই সেখানেও অনেক পুরাতন মেলা হয় এবং সেটা পারিবারিক ভাবে।
শুভ | দশমী |
---|---|
ডিভাইস | oppo A60 |
দেশ | কুষ্টিয়া, বাংলাদেশ |
সময় | ১২ অক্টোবর সন্ধ্যা |
বন্ধুরা ছবিতে সব কিছু শেয়ার করা আছে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুর্গাপুজোর দারুন কিছু ছবি আমাদের সঙ্গে শেয়ার করলেন ভাই। পুজোর সময় মেলায় গিয়ে অনেক আনন্দ করেছেন বুঝতেই পারছি।। আসলে মেলায় যেতে প্রতিটি মানুষেরই ভীষণ ভালো লাগে। পুজোর সময় বাঙালিরা সব সময় আনন্দের মেজাজে থাকে। আপনি দারুণভাবে সেই মেজাজটাকেই তুলে ধরলেন এই পোস্টের মাধ্যমে। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল আমার তরফ থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সার্বজনীন দুর্গাপূজা এক ধরনের হয় আর পারিবারিক দুর্গাপূজা আরেক ধরনের। আপনার শেয়ার করা এই পারিবারিক দুর্গাপূজার ছবিগুলো খুবই ভালো লাগছে দেখে। আমিও শুনেছি বাংলাদেশে বেশিরভাগ দুর্গাপূজোই পারিবারিক দুর্গাপূজা হয়ে থাকে। এদেশে তবে বেশিরভাগই সার্বজনীন পূজা হয়। তাই বড় বড় থিমের প্যান্ডেল বা মূর্তি দেখতে পাওয়া যায়। কারণ বাজেটও বেশি থাকে। মেলার ছবিগুলো বেশ ভালো লাগলো দুর্গাপূজা উপলক্ষে যে সুন্দর মেলা হয়েছিল এবং আপনারা সেখানে গিয়ে আনন্দ করেছেন জেনে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি দিদি আমাদের এদিকে থিম পুজার প্রচলন নেই। এখানে বেশির ভাগ হয় পারিবারিক। তবে দারুন মজা হয় ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit