নতুন ফোন কেনার অনুভূতি (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য 🙀🙀

in hive-129948 •  9 months ago 

হেলো বন্ধুরা

1000001109.jpg

ট্রেন এর জন্য অপেক্ষা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।চলে এলাম নতুন একটি ব্লগ।বন্ধুরা আজকের ব্লগটা আমার কাছে খুবই খুবই আনন্দের এবং খুশির আশা করি আপনাদেরো ভাল লাগবে তাহলে কথা না বাড়িয়ে মূল বিষয়ে ফেরা যাক।


বন্ধুরা ২০১৮ তে আমি আমার অপু এ৫এস কিনেছিলাম।যেটা এখনো ব্যবহার করে যাচ্ছি তবে কালক্রমে ক্যামেরা গুলো নষ্ট প্রায়।তাই অনেক দিন ধরেই চাচ্ছিলাম ফোন কিনতে তবে মাঝে আমার আপু তার ফোন টা আমাকে দিয়েছিল সেটাই ব্যবহার করতাম পরে সে নিয়ে নেয় এবং আমিও ফোন কেনার জন্য উঠে পরে লাগি।ফাইনালি আজকে সেই দিনটা আসে।অনেক কষ্ট করে জমিয়েছিলাম টাকা।সকাল সকাল ভোরে উঠে আমি আমার ফ্রেন্ড এর বাসায় যায় রেডি হয়েছে কিনা টা দেখতে।

received_445304521373940.jpeg

আনবক্সিং


এরপরে বাসায় আসি আমার ফোন আগে থেকেই পছন্দ তাই আর সমস্যা হবে না।আমরা আমাদের এক পরিচিত ভায়ের দোকানে গিয়েছিলাম।যার দোকান পাংশা তে।কুমারখালি থেকে সকাল ১০টার ট্রেনে আমরা পাংশা গিয়েছিলাম।সেখানে গিয়ে আমার বন্ধু অনলাইনে আবার অপু রেনো৮ টি দেখে ফিদা কারন তার ক্যামেরা ১০০ মেগা পিক্সেল দেখতেল ভাল তবে আমার বাজেট অতো নেই।এরপরে আমি আমার পছন্দের ফোন টাই নি।অপু এ৭৮।ফোনটার দাম পরে যায় সব মিলিয়ে ২৮ হাজারের একটু বেশি।


1000000070.jpg

1000000061.jpg

1000000065.jpg

1000000068.jpg

1000000058.jpg

অপু ফোন যেহেতু কিনেছি ব্যবহার করেছি তাই অপু সম্পর্কে জানি কিছুটা।ফোন আমি নিজেই আনবক্সিং করলাম পাশ থেকে সাগর ছবি তুলছিলো এরপরে ভাইয়া ফোনের যা দরকার সেগুলো ঠিক করে দিল আর আমাদের আবার বাসায় যেতে হবে তাই আগাতে থাকলাম এরপরে পাংশা স্টেশনে দারাইলাম ট্রেনেএ জন্য কিন্তু পেলাম না আর পেলেও সেটা আমাদেএ স্টেশনে থামবে না।তো পরে আমরা বাসে করেই বাসাই এসেছিলাম।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে।


পোস্টেরবিবরণ
পোস্টের ধরননতুন ফোন কেনা।
ক্যামেরাঅপু এ৫এস,এবং অপু এ৭৮
লোকেশনবাংলাদেশ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

নতুন যে কোন জিনিস কেনার অনুভূতি মনের ভেতর সব সময় অন্যরকম ভালো লাগা কাজ করে। আপনি দীর্ঘদিন ধরে অপো ফোন ব্যবহার করছেন ফোনটি শীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যামেরার সমস্যা হয়ে গেছে। যার কারণে আপনি নতুন একটি ফোন কেনার ইচ্ছা পোষণ করেছেন এবং অবশেষে ফোনটি কিনে ফেললেন। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অপো ফোন ব্যবহার করতেন তাই এই ফোনের উপর একটা বিশ্বাস আপনার তৈরি হয়ে গেছে যার কারণ আপনি আবারও অপো ফোন কিনেছেন। ফটোগ্রাফির জন্য অপো খুবই ভালো একটি ফোন।

জী ভাই আপনি ঠিক বলেছেন অপূ ফোন ফটোগ্রাফির জন্য সেরা ধন্যবাদ আপনাকে।

সু স্বাগতম ভাই.... অপু বানানটি ভুল হয়েছে।

তাহলে বোঝা যাচ্ছে আপনি অপো ফোনের ফ্যান। এরা আগেও দীর্ঘদিন ধরে একটি অপো ফোন ব্যবহার করেছেন আবার নতুন করে অপনি অপো ফোন কিনেছেন। যেহেতু ১০০ মেগাপিক্সেল ক্যামেরা সেহেতু ছবি তো বেশ ভালো আসার কথা।

এটা ১০০ মেগা না রেনো ৮টি ওটাতে ১০০ ছিলো এটা আ৭৮

নতুন ফোন কেনার সুন্দর অনুভূতি আপনি আমাদের মাঝে ব্যক্ত করেছেন ভাইয়া। নতুন ফোন কেনা হলে যা আনন্দ হয় মনের মধ্যে তা বলে বোঝানো যায় না। প্রথম প্রথম মোবাইলের প্রতি খুবই যত্নশীল মনে হয়। যাইহোক বেশ ভালো লাগলো সুন্দর একটা অনুভূতি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে। আশা করব মোবাইলটা দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনাকে অনেক সার্ভিস দিবে।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আজকে আপনি নতুন ফোন কেনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। ১৮ সালের সেটটা এ পর্যন্ত নষ্ট হয়ে গেছে। বোনের সেট ব্যবহার করছেন সেটাও নিয়ে নিয়েছে। তবে যাই হোক শেষ পর্যন্ত মোবাইল তো কিনতে পেরেছেন। আশা করি আপনার সেটটা দীর্ঘদিন ভালো থাকবে এবং সাবধানতার সাথে ব্যবহার করবেন। বেশ ভালো লাগলো মোবাইল কেনার অনুভূতি দেখে।

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আমার ফ্রেন্ড এর বাসায় যায় রেডি হয়েছে কিনা টা দেখতে।

একবার পড়েও দেখেন না কি লিখেছেন? ‘যায়’ না যাই হবে, ‘টা’ না তা হবে এখানে। ‘ভায়ের’ নয় ভাইয়ের। ফোনের নাম ‘অপু’ না, বাংলা উচ্চারণে সমস্যা হলে শব্দটা ইংরেজিতে Oppo লিখতে পারতেন।

এর আগেও আপনাকে সতর্ক করা হয়েছিলো বানান ভুলের জন্য, আবারো সতর্ক করা হলো।