শারদীয়া কনটেস্ট ১৪৩১(শুভ -অষ্টমী)

in hive-129948 •  2 months ago 

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে আমাদের দাদার কনটেস্ট শারদীয় পুজার ফটোগ্রাফি এবং ঘুরাঘুরি শেয়ার।আমি এই প্রতিযোগিতায় ২০২২ সালে অংশ নিয়েছিলাম একবার গত বছর এই কন্টেস্ট হয়নি তাই অংশ নিতে পারিনি এবার আবারো নিলাম।


বন্ধুরা আজকের ব্লগে শেয়ার করবো অষ্টমীর ফটোগ্রাফি গুলো।আসলে আমি বন্ধুদের জম্য এ মন্দির ও মন্দির বেশ ভালোই ঘুরাঘুরি করেছিলাম।আজকের মন্দির টা আমাদেএ গড়াই সেতুর একদম শেষ প্রান্তে অবস্থিত গৌরাঙ্গ মন্দির এর প্রতিমার চিত্র।

এই মন্দিরে প্রতি বছর বেশ ধুম ধাম করে পূজার আয়োজন করা হয়ে থাকে তবে এখানে কোনো থিম পুজো করা হয়না।তাই আপনাদের সাথে থিম পুজা শেয়ার করতে পারছি না।নিচে মন্দির এর প্রতিমার চিত্র দেখানো হলো।


অষ্টমী

IMG_20241102_233806.jpg

বন্ধুরা এটা হলো গৌরাঙ্গ মন্দির এর প্রতিমা।তারা বেশ জাক যমক ভাবে নিজেরাই নিজেদের মন্দির এর পাশেই প্রতিমা তৈরি করেন।বেশ সময় নিয়ে কাজ করেন বিধায় অন্যান্য মন্দির থেকে তাদের প্রতিমা দেখতে ভালো হয় বেশি।

শুভঅষ্টমী
ডিভাইসoppo A60
দেশকুষ্টিয়া, বাংলাদেশ
সময়১০ অক্টোবর সন্ধ্যা ৭ঃ২২মি

IMG_20241102_233949.jpg

IMG_20241102_234034.jpg

IMG_20241102_234138.jpg

এ ছাড়াও এখানের ডেকোরেশন অত্যন্ত সুন্দর হয়ে থাকে।লাইটিং প্যান্ডেল সব কিছু খুব অসাধারণ হয়।এখানে পুজার অনেক আগে থেকেই কাজ শুরু করে দেন মন্দির কমিটির লোকজন। এই মন্দির টা আমাদের বাসার কাচাকাছি হোওয়ায় এখানের সব কিছুই চোখের সামনেই দেখি।

শুভঅষ্টমী
ডিভাইসoppo A60
দেশকুষ্টিয়া, বাংলাদেশ
সময়১০ অক্টোবর সন্ধ্যা ৭ঃ২২মি

1000056027.jpg

1000055580.jpg

বন্ধুরা এই ছিলো আমার আজকের মহা অষ্টমীর ফটোগ্রাফি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি নিজের মতো করে কিছুটা চেষ্টা করেছি শুধু।সবাই ভালো থাকবেন।আবারো দেখা হবে নতুন কোনো ব্লগে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

প্রথমেই আপনাকে শারদীয় কনটেস্টের জন্য শুভকামনা জানাই। দুর্গাপূজায় অনেক আনন্দ হয়। বছরে একবার এই পূজা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা এটি। আপনি অনেকগুলো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো লাগলো, ধন্যবাদ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।