ফটোগ্রাফি পোস্ট ---(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in hive-129948 •  2 years ago 

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে আমার মবাইল ক্যামেরাই ধারন করা কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আশা করছি এটা আপনাদের অনেক ভাল লাগবে তাহলে বন্ধুরা চলুব কথা না বাড়িয়ে পোষ্টে চলে যাওয়া যাক এবার।


IMG_20230806_225329.jpg

চিত্র-১

বন্ধুরা এক নাম্বার ছবি একটি লাল জবা ফুলের চিত্র দেখা যাচ্ছে বৃষ্টির গুরি পরছে ঠিক সেই সময়ে ফুলের পাশ থেকে ছবিটি তোলা হয়েছিল দানা দানা পানি ফুলের গায়ে পরে আছে দেখতে খুবই সুন্দর লাগছিলো বন্ধুরা।এমন পরিস্থিতির চিত্র গুলো এমনতেই ফুটে উঠে।


IMG_20230806_225406.jpg

চিত্র-২

বন্ধুরা এই ফুল গাছটির নাম আমি এখন অবদি জানিনা হয়তো জানি কিন্তু এখন মনে পরছে কোমলা কালারের ফুল গুলো দেখত্র খুবই সুন্দর লাগে। আর এটার বেশি একটা গন্ধ নেই।মুলত এজ কোমলা কালারের জন্য হয়তো ফুলটি মানুষের কাছে অধিক জনপ্রিয়।


IMG_20230806_225517.jpg

চিত্র-৩

বন্ধুরা এই ফুলটির ও নাম আমি জানিনা।গোলাপি পাপরি আবার সম্পুর্ণ সবুজ পাতার আরালে হওয়া ফুল খুবই সুন্দর লাগে তবে এই ফুলের ঘ্রান নেই তেমন অন্যন্য ফুলের মতো তবে এটা দেখতে খুবই সুন্দর লাগে আর এর পাতা গুলোও অনেক দারুন।


IMG_20230806_225443.jpg

চিত্র-৪

বন্ধুরা এই ফুলটির নাম আমি জানি এটি মূলত বাবলা গাছেফ ফুল দেখতে হলুদ লাগে আর অনেক সুন্দর লাগে।বৃষ্টির পরে পথ গুলো ভিজে আছে আর পথের মাঝা মাঝি পানির মধ্যে এই ফুলটি পরে ছিল।আমার কাছে খুব ভাল লাগায় আমি ফটোগ্রাফি টা করেছিলাম।


IMG_20230806_225542.jpg

চিত্র-৫

বন্ধুরা সব থেকে বেশি ভাল লেগেছে আমার এই পোস্টের। এই চিত্র টাকে।খুবই সুন্দর ক্যকটাস গাছের অনেক দারুন ভাবে সাজিয়েছেন সেখানের মালিক পক্ষ। এগুলোর মুল্য ছিক ১২০০ টাকা বাংলাদেশি টাকায় যেমন দেখতে সুন্দর তেমব ডাম তাই


IMG_20230806_225607.jpg

চিত্র-৬

বন্ধুরা এই ছবিতে আমি আপনাদের কে ক্যাকটাস গাছের ফূল দেখাবো তাহলে চলুন বন্ধুরা।এই ফুলটা দেখতে খুবই সুন্দর আর মূল কথা হলো এতো কাটাওয়ালা গাছে এতো সুন্দর একটি ফুল সব মিলিয়ে দারুন ছিল আমার আজকের ফটোগ্রাফি পোস্ট।ধন্যবাদ সবাইকে।


বিবরন

শ্রেণীফোটোপোস্ট পোস্ট
ডিভাইসgalaxy a04s
ফটোগ্রাফার@ashik333
লোকেশনকুষ্টিয়া বাংলাদেশ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রকৃতি এমন এক জিনিস যখন যেভাবে দেখি না কেন তখন সেই পরিস্থিতিতেই দেখতে ভালো লাগে। তবে বর্ষাকালের প্রকৃতিটাও অসাধারণ হয়। যেমন আপনি বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। এই বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বৃষ্টির পানি যখন ফুলের মধ্যে কিংবা সবুজ গাছের পাতার মধ্যে পড়ে দেখতে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে।

জী আপু অনেক ধন্যবাদ আপনাকে

Upvoted! Thank you for supporting witness @jswit.

ধন্যবাদ

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও বর্ণনা ছিল অসাধারণ।

অনেক ধন্যবাদ আপনাকে ভাই

চমৎকার কিছু ফুল আর নাম না জানা গাছের দৃশ্য ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন আপনি। আপনার এই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফির পাশাপাশি বাড়ির আঙিনায় টবে রাখা গাছগুলোর দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অনেক পরিষ্কার আর সুন্দর।

চেষ্টা করেছি মাত্র ভাল লেগেছে জেনে খুশি হলাম।

আপনি আগে থেকেই বেশ ভালো ভালো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে থাকেন এবারও তার ব্যতিক্রম না। আপনার সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে তারপরও আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বাবলা গাছের ফুলটি। হলুদ রঙের এই ছোট ফুল গুলো দেখতে বেশ সুন্দর লাগে সবমিলিয়ে অসাধারণ।

পানি উপরে পরে থাকা বাবলা গাছের ফুলটি অনেক ভাল আমার কাছেক লেগেছে অনেক ধন্যবাদ ভাই।

আপনার তোলা এত সুন্দর সুন্দর আলোকচিত্র খুব সুন্দর হয়েছে তো। কমলা কালারের যে ফুলটির নাম আপনার জানা নেই এটি হচ্ছে কসমস ফুল। এই ফুলটার ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর তেমনি ক্যাকটাস গাছের ফটোগ্রাফিও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে অনেক সুন্দর করে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি করেছেন এটা বলতে হচ্ছে। খুব ভালো ছিল আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো।

অনেক ধন্যবাদ আপু

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল খুবই সুন্দর।সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলোর সাথে এত সুন্দর ভাবে বর্ণনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া

আপনাকেউ অনেক ধন্যবাদ ভাই

প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। সবুজ পাতার মধ্যে লাল জবা দেখতে অসাধারণ লাগছে। এই জন্যই মনে হয় জবা কে বলা হয় রক্ত জবা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেউ অনেক ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি ভাল লেগেছে জেনে খুশি হলাম।

আমি তো ফটোগ্রাফি পোস্ট অথবা ফটোগ্রাফি যত দেখি ততই ভালো লাগে আমার কাছে। ফটোগ্রাফির দিক থেকে আমার আর চোখ ফেরাতেই ইচ্ছে করে না। আমার বাংলা ব্লগের এখন অনেকেই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। আর সবার ফটোগ্রাফি গুলো অনেক বেশি দুর্দান্ত হয়। তারমানে আপনার করা ফটোগ্রাফি গুলো ও খুবই সুন্দর ছিল ভাই। ক্যাকটাস গাছের ফটোগ্রাফি টা খুবই ভালো ছিল।

এগিয়ে যান ভাই ধন্যবাদ আপনাকে।

অসাধারণ কিছু ফুল এবং নাম না জানা কিছু গাছের ফটোগ্রফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফার অসাধারণ ছিল দেখে আমি মুগ্ধ হয়েছি। শুভকামনা রইল এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে।

আপনার প্রত্যেক টা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। চমৎকার কিছু নাম না জানা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। চমৎকার কিছু দৃশ্যে আমাদের মাঝে তুলে ধরেছেন। এই রকম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া

হলুদ রঙের ফুলটি দেখতে কিন্তু খুব সুন্দর। যদিও এই ফুলের নাম জানিনা। আর বৃষ্টি ভেজা জবা ফুল দেখে তো অবাক হয়ে তাকিয়ে ছিলাম। সত্যি ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করেছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সবথেকে আমার কাছে বেশি ভালো লেগেছে লাল জবা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বাহ বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দারুন ছিল ।আসলে ফুলের সৌন্দর্য মানুষের মনকে জয় করে নেয়। যেটা পরিবেশের সৌন্দর্য বাড়িয়ে তোলে আমার কাছে অনেক ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো যেটা করতে আমিও পছন্দ করি।

ভাই আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে। আর প্রতিটি ফটোগ্রাফির সাথে উপস্থাপন অনেক ভালো হয়েছে। ক্যাকটাস গাছগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।