হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে।
বন্ধুরা আজকের পোস্ট টা একদম বাস্তবতা থেকে লিখবো।হাসপাতাল আমার কাছে মনে হয় এটা একটা মৃত্যুপুরি।এখানে প্রতিনিয়ত মৃত্যুর মিচিল হয়।চোখের সামনেই এখানে কতো মৃত্যুর সাক্ষি হওয়া যায়।আমি নিজের হাতের উপরেও একজনকে মারা যেতে দেখেছি।২০২২ সালে আমি যখন এই হাসপাতালে গিয়েছিলাম আমার আব্বুকে নিয়ে সেখানে ভর্তি ছিলাম।
সেদিন বিকেলে আমি আর আমার ভাইয়া দুজন হাটাহাটি করছি হাসপাতালের বারান্দায় হঠাৎ একজন দেখি গড়াগড়ি করছে সাথে কেউ নেই।তো আমি আর আমার ভাই লোকটাকে ধরলাম ধরে ইমারজেন্সির দিকে নিতে থাকলাম কিন্তু পথের মাঝেই লোকটার শ্বাস বন্ধ হয়ে যায়।একদম আমার হাতের উপরে লোকটার মাথা ছিলো এমন মৃত্যুর সাক্ষী আমি আগে কখনো হয়নি।
আজ আবারো এই মৃত্যু পুরিতে গিয়ে সেই একই জায়গাতে একজন কে চোখের সামনেই মারা যেতে দেখলাম।আমাদের জীবন কতো ছোট ভাবা যায় এই ছোট জীবনে আমাদের কতো চাহিদা চাহিদার তারনে আমরা কতোটা অহংকারী হয়ে যায় ভাবা যায়।কিন্তু এই সব কিছু গুরিয়ে দিতে এক সেকেন্ড ও সময় লাগে না মৃত্যুর কাছে।মাঝে মধ্যে আমার মনে হয় হাসপাতালে যাওয়া উচিত এতে নিজের মধ্যে জন্ম নেওয়া অহংকার কিছিটা হলেও চলে যাব।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া হাসপাতাল সত্যিই মৃত্যু পরীর মত। যেখানে গেলে মিনিটের মধ্যেই চোখের সামনে মানুষের মৃত্যু ঘটে যায়। সেখানে গেলে শুধু তার স্বজনদের কান্না শব্দ শোনা যায়। কতই না মৃত্যু হয় এই মৃত্যু পুরীতে। কখন কার জীবনে কি ঘটে যায় তা কেউ জানে না।পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাস্পাতালে শুধু মানুষের মৃত্যু হয়না, হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে হাসতে হাসতে মানুষ বাড়িও ফিরে আসে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে আসার সংখ্যাই মনে হয় বেশী।আপনার কাছে শুধু মৃত্যু পুরি কেন মনে হলো ভাইয়া? আমাদের হাসপাতাল গুলোর অনেক অনিয়ম ও সীমাবদ্ধতা আছে। হয়ত একদিন কাটিয়ে উঠবে। তারপরেও অনেক ধন্যবাদ হাসপাতালের স্মৃতি নিয়ে পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Khub valo post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পেছনের দিকের এই অংশের ফটোগ্রাফি টা দেখেই চিনতে পেরেছি জায়গাটা। সত্যি বলতে হাসপাতালে গেলে আমার নিজের মনটাও খারাপ হয়ে যায়। তবে আপনার মতো এমন অভিজ্ঞতার সম্মুখীন আমি কখনও হইনি। মানুষের মৃত্যুর কোন নিশ্চয়তা নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit