শৈশবে ডাব চুরির গল্প👀

in hive-129948 •  yesterday 

হেলো বন্ধুরা

1000063321.png

এখান থেকে


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং শৈশবে ডাব চুরির গল্প।


প্রতিটি জাতি,প্রতিটি মানুষ প্রতিটি পন্য বা যেকোনো কিছু হোক সব কিছুরই একটা স্বর্ন যুগ বা সোনালি দিন থাকে।এই সোনালি দিনে সেই সব সৃতি থাকে যা আর ফিরে আসে না।মানুষের জীবনের এমন সোনালি থাকে আর সেটা হলো শৈশব। শৈশব মানেই হলো দুষ্টামিতে ভরা একটা বয়স যেখানে বার বার হোচট খাওয়া বার বার উঠে দারানো।


সবার শৈশবে একবার হলেও চুরির ঘটনা থাকবেই এখনের ছেলেরা হয়তো এগুলোর সাথে অভস্ত্য না কিন্তু আমরা আমাদের ছোট বেলায় এগুলো করেছি যা আজো মনে পরে। তেমনি একটা ঘটনা ডাব চুরি।ডাব চুরি ছিলো ছোট বেলার খুবই কমন একটা ঘটনা।আমরা তখন প্রামারির গন্ডি পেরিয়ে হাইস্কুলে পদার্পন করেছি।সন্ধায় বসে আমরা সবাই আলোচনা করছি বাড়ির কাছা কাছি সেদিন আবার মেলা হচ্ছিলো মেলায় ঘুরতে যাওয়ার।


পাশাপাশি প্লান করলাম অমুকের গাছ থেকে আমরা ডাব চুরি করবো।প্লেন বললাম গাছ যেহেতু রাস্তার ধারেই তাহলে একজন গাছে উঠবে বাকিরা রাস্তার অন্যপাশে থাকবে আর একটা দরি নিয়ে গাছে উঠে ডাব পেরে কাধিসহ ডাব দরিতে ছেরে দিবে আর আমরা হাতে পেয়ে যায়।প্লান করা শেষ। রাত ১০ তখন গ্রামে রাত ১০ টা মানে হলো মানুষ ঘুমে তখন বিভোর। ডাব পারা হলো গাছ থেকে কাধি ছারছে হঠাৎ দরি মাঝ থেকে যায় ছিরে।ডাব পরে যায় ঘরের চালায়।বিকট শব্দ হওয়ার কারনে ঘুম থেকে উঠে পরে।আমার বন্ধু তো হুরমুর করে নেমে পরে।হঠা দেখি আবার তাদের গরু ডাকা ডাকি করছে তারা আর এদিকে খেয়াল না করে গরুর ঘরে চলে যায় আর যায়ে দেখে গরুর বাচ্চা হবে।আমরা এই সুযোগে এক দোর নদিতে চলে আশি।সেদিন গরুর জন্য বেচে গয়েছিলাম হাহাহা।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার ট্রন ওয়ালেটে ৫ হাজার এর কম পুশ আছে।

জী আজকে আরো নিবনে।