হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি ঘুরাঘুরি মূলক পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি।
বন্ধুরা কিছুদিন পূর্বে হলে গেলো লালন সাহ এর ১৩৪ তম মৃত্যুবার্ষিকি৷ কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার ছেওরিয়াতে প্রতি বছর এই সময়ে তার ভক্তকুল বিভিন্ন জায়গা থেকে আসেন এবং এখানে আরস করেন।এছাড়াই জম জমাট মেলা হয় এখানে গান বাজনাতো আছেই তো আমি এর আগে কখনো এই মেলায় আসিনি এবার ভেবেছিলাম যাব।আমার ফুফুর বাসা লালনের আখরার পাশেই তাই ভেবেছিলাম ফুফুর বাশা থেকে যাব।
যেদিন সেখানে যাওয়ার উদ্দেশ্য বের হবো সেদিন ই সকাল হতে গুরি গুরি বৃষ্টি শুরু হয় পথে কাদা হয়ে যায়।ওভাবেই বাড়ির সামনে থেকে ভ্যানে উঠে চলে আসি বাস স্টান্ড এ বাস না পেয়ে আমি সএনজিতে উঠি। বেশ কিছু সময় পরে সিএনজি ছেরে দিল।এরপরে আমরাও যেতে থাকলাম।কুমারখালি থেকে ছেড়ে কিছুটা যাওয়ার পরে বুঝলাম রাস্তার অবস্থা খারাপ।
কয়া ব্রিজ পার হবার পরে সত্যি দেখলাম একেএ পর এক গাড়ি গুলো থেমে রয়েছে রাস্তায় এর কারণ হলো এই মেলা।বিভিন্ন জায়গা থেকে সবাই গাড়ি ভারা করে এসেছে বিধায় এখানে অনেক জ্যাম বেধে গেছে আমি আর অপেক্ষা না করে গাড়ি থেকে নেমে গেলাম কারণ গাড়িতে বসে থাকলে কখন এই জ্যাম ছারবে জানা নেই।তাই হাটা শুরু করলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোথাও যাওয়ার প্ল্যান থাকলে বৃষ্টি হলে তখন খুব বিরক্ত লাগে। তারপরও আপনি বৃষ্টির অপেক্ষা করে ঠিকই মেলায় ঘুরতে গিয়েছেন জেনে ভালো লাগলো। ব্যাপক ভিড় হয়েছিল মেলায় বোঝা যাচ্ছে। আসলে যে কোন ঐতিহাসিক মেলাগুলোতে এরকম ভিড় হয়। যাই হোক ভালো লাগলো আপনার মেলায় যাওয়ার মুহূর্ত পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু অন্রক ভীর ছিলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এবছর লালন মেলায় যাওয়ার জন্য আমার অনেক ছিল। কিন্তু বেশ কিছু সমস্যার জন্য সেখানে যাওয়া হয়নি। আপনি দেখছি লালন মেলায় যাওয়ার গল্প আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন।তবে, আপনার মাধ্যমে আজকে জানতে পারলাম এবছর লালন মেলায় প্রচুর পরিমাণে মানুষ হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লালন মেলায় এবার নাকী সবচাইতে বেশি ভীড় হয়েছিল। এবার বেশ মিস করেছি মেলাটা। মেলার দিন বৃষ্টি হওয়াই তাহলে একটু ব্যাঘাত এর সৃষ্টি হয়েছে বলাই যায়। আপনার যাএা পোস্ট টা ভালো লাগল। আমার অতি পরিচিত রাস্তার এমন সুন্দর ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit