লালন মেলা-শেষ পর্ব

in hive-129948 •  23 days ago 

হেলো বন্ধুরা


1000056157.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি ঘুরাঘুরি মূলক পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি।


1000055730.jpg

বন্ধুরা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো লালনের জাদুঘরে কি কি আছে।আমরা মেলায় ঘুরাঘুরি শেষ করে মাজারের দিকে যায় মাজার দেখে আমরা জাদুঘরে যাওয়ার জন্য টিকিট কাটি।প্রতিটি টিকিটের দাম ছিল ১০ টাকা।দুইটা টিকিট কেটে আমরা ভেতরে গেলাম।ভেতরে গিয়ে প্রথমেই দেখতে পেলাম বেশ কিছু ছবি আকা দেওয়ালে টানানো।

1000055922.jpg

1000055932.jpg

1000056151.jpg


এই ছবির মাধ্যমে লালনের কুষ্টিয়ার ছেউড়িয়া কিভাবে এসেছিলেন সেই চিত্র ফুটিয়ে তুলেছেন।লালনের বসন্ত রোগ হবার পরে তাকে মৃত ভেবে নদীতে ভাসিয়ে দিয়েছিল।ভাসতে ভাসতে এই ছেউড়িয়ার কোলে এসে ভেলা থামে এবং সেখানের লোকজন তাকে দেখে বাড়িতে আনে তার নিশ্বাস চলছিলো এরপরে সবাই তার সেবা যত্ন করে সুস্থ করে দেয়।কেউ তার আসল পরিচয় আর জানতে পারে না।

1000055842.jpg

তখন সে নিজের পরিচয় দেন মানুষ হিসাবে। এভাবেই লালন কুষ্টিয়াসহ বিভিন্ন জায়গায় নিজের একটা ভক্তকুল তৈরি করে ফেলেন। তিনি লেখাপড়া কিছুই জানতেন না তাই অনেক গান সে রচনা করলেও সেগুলো তিনি পরে আর পেতেন না একসময় তার সাথে থাকা লোকজন গান গুলোকে সংরক্ষণ করার জন্য লিখে রাখে।

এই জাদুঘরে লালনের ব্যবহার করা বিভিন্ন জিনিস ই দেখতে পাবেন আপনারা এছাড়াও তার প্রথম দিকের কিছু ভক্ত কুলের জিনিসপত্র সেখানে আছে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

লালন মেলার ভ্রমণের আগের পোস্টটিতে দেখেছিলাম আপনার খুবই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। তবে জাদুঘরের অভিজ্ঞতা এবং ছবিগুলো দেখে পড়ে মনে হচ্ছে সেই তিক্তিতা এখন আর নেই। লালন সম্পর্কে খুব বেশি কিছু জানি না তাও আপনার পোস্ট থেকে অনেকটাই জানলাম। তার ব্যবহৃত জিনিসপত্র গুলো দেখতে পেয়ে ভালো লাগলো।

লালন মেলায় খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। আজকে শেষ পর্ব টা দেখে বেশ ভালো লাগলো। জাদুঘরে ভ্রমণ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ পুরনো জিনিসগুলো দেখা যায় সেখানে। আপনার আজকের এই জাদুঘরের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

জাদুঘরে প্রবেশ মূল্য ছিল ১০ টাকা জেনে ভালো লাগলো। মেলায় গিয়ে দেখছি বেশ ভালোভাবেই অনেক সুন্দর সময় উপভোগ করেছেন। এরকম জাদুঘরগুলোতে গেলে সত্যি অনেক ভালো লাগে ভাইয়া। মেলায় গিয়ে দারুন সময় কাটিয়েছেন।

লালন জাদুঘরে গিয়েছিলাম ৩ বছর আগে। টিকিটের দাম এখনও আগের মতোই আছে। লালন এর বিভিন্ন জিনিস জীবনের একটা সময় কে তৈরি করা ঐ জাদুঘর টা। চমৎকার লাগল আপনার পোস্ট টা। লালন মেলায় সময় টা বেশ দারুণ কাটিয়েছেন আপনি।।

লালন মেলা অনেক বিখ্যাত। মেলার সময়গুলোতে বাস ,ট্রেন সবগুলোতে অনেক ভিড় দেখা যায়। বেশ বড় মেলা এটি। জাদুঘর ভ্রমনের ছবিগুলো সত্যি খুব সুন্দর ছিল। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ।