কমলা নাকি ট্রাম্প? ফর ক্রিপ্টো??🚀🔥

in hive-129948 •  16 days ago 

হেলো বন্ধুরা

1000062423.jpg

এখান থেকে


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমি @ashik333 চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে । আমার আজকের ব্লগ টা থাকছে আমেরিকার নির্বাচন এবং ক্রিপ্টো মার্কেট কেমন প্রভাব পরবে সেটা নিয়ে একটা পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ টা।


২০২৪ সালের ৫ নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি দিন ক্রিপ্টো মার্কেট এর জন্য।কেননা এই দিনে হবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। একদিকে কমলা হ্যারিস এবং অন্য দিকে ডনাল্ড ট্রাম্প।কে জিতলে কেমন প্রভাব পরবে এবং কে হারলে কেমন প্রভাব পরবে এই ক্রিপ্টো তে?? সেটা নিয়ে চুল ছেরা বিশ্লেষণ করা হচ্ছে।ট্রাম্প শুরু থেকেই ক্রিপ্টো মার্কেট এর সাথে রয়েছে এছাড়াও তার নির্বাচন প্রচারণা করছে ইলন মাস্কের মতো মানুষ ফলে বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে খুব বড় একটা পাম্পিং হবে ক্রিপ্টো তে।


1000062424.jpg

এখান থেকে

কিরুপ প্রভাব পরতে পারে???

মার্কেট এখন খুবই ভলাটাইল অবস্থায় রয়েছে, ৭০ হাজার থেকে ৬৬৮০০ এর মধ্যে রয়েছে।যদি ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে প্রেসিডেন্ট হিসাবে জয় লাভ করে তাহলে মার্কেট অল্টাইম হাই কে ব্রেক করবে এবং নতুন করে অলটাইম হাই ক্রিয়েট হবে।এরপরে আবারো মার্কেট কিছুটা ডাউন হয়ে যাবে এবং তার পরে মার্কেট ঠিক হয়ে যাবে এবং অল্ট কয়েন গুলোর পাম্পিং শুরু হয়ে সেই সাথে।


যদি ট্রাম্প নির্বাচন এ হেরে যায় তাহলে???

যদি ট্রাম হেরে যায় এবং কমলা হ্যারিস জিতে যায় তাহলে আমরা মার্কেট ৬০-৬২ তে দেখতে পাবো যেটা বেশ বড় একটা ডাউন হবে। এবং এভাবে হয়তো ১ মাস মতো ওঠা নামা করবে তারপর মার্কেট উঠত্ব শুরু করবে। এভাবে বুল মার্কেট এসে যাবে।আর হ্যা এবারের বুল মার্কেট ধারনা করা হচ্ছে অতিতের সব কিছু কে ব্রেক করবে।


সবাই চোখ রাখুন মার্কেট এ, (বিঃদ্রঃ) আমি কোনো মার্কেট এনালাইসার না। নিজের একান্ত মতামত প্রকাশ করলাম।সবাই ভালো থাকবে আবারো দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্ললে।সবাইকে অনেক ধন্যবাদ। এগিয়ে যাক আমার বাংলা ব্লগ এগয়ে যাক বাংলা ভাষা।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্যে। আমার মনে হয় খুব বেশী ইফেক্ট পড়বে না যেই আসুক।

দেখা যাক :)

জী যেই আসুক মারকেট আজ হোক কাল একটা শেষ ডাম্প দিবেই ধন্যবাদ।

সব থেকে বড় বিষয় ভাইয়া ট্রাম্প এর যেতার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরেও বলা যায় না কে জিতবে। তবে এটা সত্য যে যদি ট্রাম্প হেরে যায় তাহলে মার্কেটে কিছুটা ধস নামবে। মোটকথা এই নির্বাচনকে ঘিরে মার্কেটে কিছু একটা হতে পারে এটাই আমাদের মাথায় রাখতে হবে। আশা করব ভালো কিছুই হবে। দেখা যাক সময় আমাদের কোন দিকে নিয়ে যায়। মার্কেট নিয়ে চলমান সময়ের সুন্দর কিছু কথা লিখেছেন, ভালই লাগলো,ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যে করে উৎসাহ দেওয়ার জন্য।

বর্তমানে আমেরিকা নির্বাচনের তথ্য অনুযায়ী ট্রাম্প কমলার থেকে অনেকটা এগিয়ে রয়েছে। আপনি যে, ক্রিপ্টো মার্কেট এনালাইসিস করেছেন আপনার অ্যানালাইসিসের সাথে আমি সহমত। এখন সময় আসলে আমরা জানতে পারবো হোয়াইট হাউসের দখল কে পাবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আশা করা যায় ট্রাম্প জিতবে এখনো সে অনেকটা এগিয়ে।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

অবশেষে আমরা যা চেয়েছিলাম তাই হয়েছে। আশা করতেছি ক্রিপ্টো মার্কেট অনেক পাম্প করবে। কেননা বিটকয়েন অলরেডি করছে,ধন্যবাদ।

জী দারুন দিন উপভোগ করতে চলেছি আমরা