হেলো বন্ধুরা
ব্যানার ক্রেডিট @nusuranur
সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ দারুন আছেন।আর দারুন থাকারি কথা আমার বাংলাব্লগের প্রথম ফান মিমি কয়েন পেয়ে আমরা সত্যি খুবই উচ্ছাসিত সবার মধ্যে দারুন এক উর্দি পনা কাজ করছে।যে যেমন পারছে এটা কিনে রাখছে।আর এটা নিজের কাছে হোল্ড করে রাখার মধ্যেও দারুন আনন্দ আছে।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে আমার বাংলা ব্লগের ফান মিমি কয়েন পুশ কে হোল্ড নিয়ে প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ। সবাই ভূলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
বন্ধুরা নিচে আমি কিভাবে ট্রোনলিং থেকে পুশ কয়েন কিনেছি তার শুরু থেকে শেষ অবদি প্রতিটি ধাপ উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি এটা আপনাদের উপকারে আসবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি।
ধাপ-১
শুরুতে অবশ্যই আপনার মোবাইলে ট্রোনলিংক এ্যাপ টা থাকতে হবে এবং সেটা স্টিম ওয়ালেট কানেক্টেড হতেব হবে।এরপরে আপনাকে একটিভ কি দিয়ে ট্রোন লিংক এ প্রবেশ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার একাউন্টে ৮৪৮ এর মতো ট্রোন জমা আছে।
ধাপ-২
এরপরে একদমে নিচে দেখুন ৪ টা অপশন রয়েছে সেখানে আমরা ডিসকাভার অপশন টিতে ক্লিক করবো।বন্ধুরা আগেই বলে নি আমার আগে থেকে ৭৫হাজারের মতো পুশ কয়েন কেনা ছিলো।
ধাপ-৩
বন্ধুরা ডিসকাভার অপশনে গিয়ে আমরা সার্চ অপশন পেয়ে যাব।এরপরে আমার বাংলা ব্লগের ডীসকোর্ড চ্যানেলের এ্যনাউন্সমেন্টে দেওয়া লিংক টা কপি করে এখানে পেস্ট করতে হবে এরপরে গো টু তে ক্লিক করতে হবে।
ধাপ-৪
এরপরে আমরা পুশ বাই সেল অপশন পেয়ে যাব।এখানে বাই এবং সেল অপশন রয়েছে এবং পাশেই রয়েছে এমাউন্ট আপনি কতো ট্রোন দিয়ে কিনবেন সেই এমাউন্ট দিতে হবে।
ধাপ-৫
এমাউন্ট দেওয়ার পরে ট্রেডে ক্লিক করতে হবে।এরপরে কয়েক সেকেন্ড সময় নিবে।
ধাপ-৬
এরপরে নেক্সট নামে একটা অপশন আসবে সেটাতে ক্লিক করতে হবে।
ধাপ-৭
এরপরে আপনাকে ট্রোন পাসওয়ার্ড দিতে হবে এরপরে কনফার্ম ক্লিক করতে হবে।
ধাপ-৮
এরপরে শেষ কনফার্ম এর জন্য আরো একটা অপশন আসবে ওটাতে ক্লিক করলে আপনার পুশ বাই করা হয়ে যাবে এরপরে আপনি ওয়ালেটে এসে এসেস্ট এ ক্লিক করলে দেখতে পাবেন।আপনারা আমার ওয়ালেটে দেখতে পাচ্ছে ১ লক্ষ ৫৭ হাজার + পুশ টোকেন রয়েছে।
বন্ধুরা যেহেতু এটা আমাদেরই কয়েন তাই আমি বলবো সবারই কম বেশি টোকেন টা রাখা প্রয়োজন কারণ এটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আপনি অনেক $puss কিনেছেন, আশা করছি আপনার ভবিষ্যত উজ্জ্বলময় হবে.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে ভাই।আপনার জন্য শুভ কামনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ ভালো। অনেক পরিমাণ পুশ হোল্ড করেছেন দেখছি। বিষয়টি দেখে বেশ ভালো লাগল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন। এবং ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফান MEME টোকেন $PUSS HODL কনটেস্টে আপনার অংশগ্রহণ দেখে অনেক ভালো লাগলো। আশা করছি ভালো ফলাফল পাবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/MdRaselAhm88197/status/1831157324310073394?t=yIWUQBW6GMOgUJ1wu-1x_g&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit