আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও আল্লাহ্'র রহমতে ভালো আছি।
আমার বাংলা ব্লগ-এ আসতে পেরে আমি অনেক আনন্দিত । আমার স্টিমিট আইডি @ashikhosssn732 . আমার নাম আশিক হোসেন এবং আমার ডাক নাম আশিক। আমার বাড়ি টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলায় অবস্থিত। আমার গ্রামের নাম কিসামত ধনবাড়ি ।
পারিবারিক ইতিহাস :
আমার পরিবারে ৪ জন সদস্য আছে । আমি, আমার ছোট বোন-ছোট বোন এবং আমার মা ।
আমার বাবা (মৃত) মোঃ আব্দুল হামিদ এবং মা লাভলী ।
আমরা ৩ ভাই বোন । আমার বড় বোনের নাম উম্মে হাবিবা সোনিয়া। আর ছোট বোন আয়েশা সিদ্দিকা রিয়া। আমার মা একজন গৃহিনী । আমার ছোট বোন দশম শ্রেনীতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছে । আমার বড় বোন তার শশুরবাড়িতে থাকে।
শিক্ষাগত যোগ্যতা :
আমি একজন ছাত্র । আমি বর্তমানে ডিগ্রি প্রথম বর্ষে আছি । আমি সমমান নিয়ে পড়তেছি । আমার কলেজ এর নাম ধানবাড়ি সরকারি কলেজ। আমি ধনবাড়ি নওয়াব ইন্সটিটিউশন থেকে 2018 সালে
এস-এস-সি পাস করেছি এবং আমি মুশুদ্দি রেজিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেছি 2020 সালে।
উউচ্চবিদ্যালয়
মহাবিদ্যালয় -
শিক্ষা জীবনের স্মৃতি :
আমার জিবনের সর্বোত্তম স্মৃতিময় মুহুর্তগুলো কাটে স্কুল এবং কলেজ জিবনে। স্কুলে অধ্যয়নরত অবস্থায় আমি সব সময় স্কুলের সকল কার্যক্রমে যোগদান করতাম। স্কাউট, কুচকাওয়াজ এবং অন্য সকল কাজে নিয়োজিত করতাম নিজেকে। কলেজ জিবনে আমি সব থেকে বেশি স্মৃতিময় মুহূর্ত কাটিয়েছি যা কোনদিন ভুলার মত নয়।কলেজে আমি মঙগল শোভাযাত্রায় নবাব সেজেছি। নাটকে ভিলেন চরিত্রে অভিনয় করেছি। অনেক অনেক অভিজ্ঞতা পেয়েছি।
আমি মনে করি জিবনে একটা সময় আসে নিজেকে প্রতিষ্ঠিত করার। আর আমি এখন থেকেই চেষ্টা করে যাচ্ছি কিছু করার। আমার বাবা গত ৬ মাস আগে ওপারে পারি জমিয়েছে। সবাই আমার বাবার জন্যে দোয়া রাখবেন তার আত্তার মাগফিরাত কামনায়।
আমি আমার এক বড় ভাই এর থেকে স্টিমিট সম্পর্কে জেনেছি। আমার বড় ভাইয়ের আইডির নাম হচ্ছেঃ @Nayeemrahman1
সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে আমাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন। সকলের সুস্থতা কামনা করছি।
ভালোবাসা এবং ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের 💖
@ashikhossen732, সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে আপনাকে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আর আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে। আপনি যেই রেফার এর আইডি নাম দিয়েছেন তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কখনও পোস্ট করেন নি আগে। সঠিক ভাবে সব তথ্য দিয়ে আশা করছি আবার পোস্ট করবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@Nayeemrahman1 আপনি কি উনার রেফারার? রেফার করে থাকলে কমেন্টে জানান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আমি উনাকে আমার বাংলা ব্লগ সম্পরকে জানিয়েছি আমি উনাকে চিনি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@Nayeemrahman1 ভাইয়া আপনার কোনো পোস্ট দেখলাম না এই কমিউনিটি তে৷ আপনি কিভাবে জানতে পেরেছেন তা কমেন্টে জানান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনার পরিচয় মূলক পোষ্ট টি পড়ে জানতে পারলাম আপনি একজন স্টুডেন্ট। আপনার সম্বন্ধে মোটামুটি ভালই লিখেছেন । আপনি পোস্টটি অনেক গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। আপনার স্টিমিট জার্নি শুভ হোক । আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit