বাস্তবতা খুবই কঠিন

in hive-129948 •  2 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


1000002423.jpg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


বাস্তবতা খুবই কঠিন সেটা একমাত্র বোঝা যায় শুধুমাত্র কঠিন পরিস্থিতির সম্মুখীন হলে। আগে কখনো এমন পরিস্থিতির শেখার আমি হইনি কখনো। সবসময়ই বাবা আমাকে সাপোর্ট দিয়েছে। প্রতিটা ক্ষেত্রে আমি না উঠতে পারলেও সে আমাকে হাত ধরে উঠিয়েছে। এবং এখনো সে আমাকে উঠিয়ে যাচ্ছে তারপরও মাঝে মাঝে নিজেকে কেমন যেন মনে হয় অনেক কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। জীবনটা কোথায় যাবে এবং এর শেষ কোথায় সেটাও জানি না। আগে কখনো আমার এমনটা হয়নি সব সময় ফুটফুটে মেজাজ এবং বাবার টাকা ওড়ানো। এখন বড় হয়েছি মানে যথেষ্ট বড় একটা ছেলের বাবা আমি। এখন কেমন যেন মাসের প্রথমে হাত খরচের টাকা বাবার কাছ থেকে নিতে অনেক লজ্জা লাগে এবং নিজেকে অপমান বোধ মনে হয়। আসলে কঠিন পরিস্থিতিতে না গেলে কখনোই বাস্তবতা বোঝা যায় না। একসময় ছিল যখন বাইরে থেকে পড়াশোনা করতাম। বাবা অনেক কষ্ট করে টাকা ইনকাম করত আর সেই টাকা বন্ধুদের সাথে দুই হাত দিয়ে উড়াইতাম কিন্তু এখন মনে হয় একটা টাকাও কতটা মূল্যবান।


1000002416.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

1000002415.jpg

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

1000002414.jpg


আমার মনে হয় প্রতিটা মানুষেরই এই কঠিন পরিস্থিতি গুলো অনেক অল্প বয়সেই আসা দরকার তাহলে সে অল্প বয়সেই নিজেকে শুধরাতে পারবে। এবং নিজের লক্ষ্যবেশ কে ধরতে পারবে। সব থেকে মজার একটি বিষয় হলো ফ্যামিলি থেকে হাজার টাকা নিলেও সেই টাকা খরচের মধ্যে ভালোবাসা কাজ করে না আবেগ কাজ করে না। কিন্তু একটা টাকাও নিজে উপার্জন করলে সেটা খরচ করতে গেলেও সেটার মূল্য বোঝা যায় এবং বারবার চিন্তা হয় এই টাকাটা আমি ভাল পথে খরচ করছি নাকি খারাপ পথে। এই টাকাটা খরচ করা আমার আদেও ঠিক হবে নাকি ভুল হবে। আমরা সবাই বিশ্বাস করি উপরওয়ালা প্রতিটা মানুষের তার রিজিক আগেই লিখে রেখেছে। তার এই জীবনে যতটুকু টাকা উপার্জন করা এবং খরচ করা সবকিছুই আগে থেকেই তিনি লিখে রেখেছেন। এইজন্য অনেক সময় বেশি একটা চিন্তা হয় না। কিন্তু যে কোন কিছু অর্জন করতে গেলে নিজের চেষ্টা চালিয়ে যেতেই হবে।


1000002413.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

1000002411.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

1000002412.jpg


আমি জানিনা কিভাবে আজ এত বড় বড় কথা বলছি তারপরও যেটুকুই বলছি নিজের বাস্তবতার শিকার হই বলছি। এইতো কিছুদিন আগে উপজেলা পরিষদে কিছু কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। কাজগুলো অনেক সহজ থাকলেও আমার অনেক কঠিন পরিস্থিতির শিকার হতে হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। যে সকল কাজ ছিল সবকিছুই নিজ হাতেই করতে হয়েছে কেউ হেল্প করেনি এবং দিনশেষে সবথেকে সুখের বিষয় হল পরিশেষে আমি সফল হয়েছি। আমাকে আরো অনেক ভাব অতিক্রম করতে হবে জানিনা কতদূর যেতে পারবো।
আজ অনেক বড় বড় কথা আপনাদের মাঝে বলে ফেললাম। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার এমন বড় বড় কথা আর একটি পোস্টে হা হা হা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000002426.jpg

1000002427.jpg

1000002428.jpg