হঠাৎ করে পদ্মা সেতু দেখতে যাওয়া 🌉 ১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


GridArt_20220614_000641172.jpg


৩০ জ্যৈষ্ঠ , ১৪২৯ বঙ্গাব্দ
১৩জুন, ২০২২ খ্রিস্টাব্দ
১২ জ্বিলকদ, ১৪৪৩ হিজরী
সোমবার।
গ্রীষ্মকাল।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোষ্ট করে থাকে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


অনেকদিন ধরে কোথাও যাওয়া হয়না ঘুরতে এইজন্য মনটাও ভালো না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাজারের দিকে গিয়েছি হঠাৎ করে দেখা হলো আমার চাচাতো ভাই সোহান এর সঙ্গে। আমি সোহানকে বললাম চলো কোথাও ঘুরতে যাই। সোহান আমাকে বলল কোথায় যাবে ঘুরতে কিন্তু যেখানেই যাই একদিনের মধ্যে ব্যাক করতে হবে। আমি তার পরের সোহানকে বললাম চল পদ্মা সেতু দেখতে চাই। সোহান আমাকে বলল আমরা তো আগেও তিন বার গিয়েছি আর কিছুদিন পরেই তো পদ্মা সেতু উদ্বোধন করা হবে উদ্বোধনের পরেই আমরা যাব। আমি তখন বললাম দরকার হলে আবার যাবো তারপরও চল যাই। তারপরে আমার চাচাতো ভাই সোহান ও রাজি হয়ে গেল। তখনই আমরা দুইজন বাড়িতে এসে গোসল করে রেডি হয়ে গেলাম। আসলে বাইকারদের কোন টাইম টেবিল থাকে না এরা যেকোন জায়গায় যেতে হুট করে সিদ্ধান্ত নেয়। আমাদের সাথে ও ঠিক তেমনটিই হয়েছে। যাইহোক বাড়িতে এসে আমরা রেডি হয়ে দুজন একটা বাইক নিয়ে আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। আমার বাসা থেকে পদ্মা সেতুর দূরত্ব আনুমানিক ১৭৫ কিলোমিটার যাওয়া-আসা মিলে আমাদের ৩৫০ কিলোমিটারের মতো।


IMG_3124-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/puff.measure.disengage

IMG_3126-01.jpeg


আমি সবসময় বাইক নিয়ে কোথাও ভ্রমন করতে গেলে বাইক অনেক সেভাবে রাইড করি কারণ আমার সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমার একটা লক্ষ্য আছে আমি বাংলাদেশের ৬৪ জেলায় বাইক নিয়ে ভুবন করব। যাই হোক তারপর আমরা রাজবাড়ীতে গিয়ে বাইকের পরিমাণগত ফুয়েল নেই কারণ আমাদের অনেক পথ যেতে হবে। আমরা রওনা দিয়েছিলাম ১১ বেজে ৩৫ মিনিটের দিকে। উপরে আমরা ২ বেজে ২২ মিনিটে ফরিদপুর ভাঙ্গাতে পৌঁছে যাই। আগে থেকেই জায়গাটি আমার খুব পছন্দের। কিছু সময় আমরা দুই ভাই ফরিদপুর ভাঙ্গাতে ঘোরাঘুরি করলাম তারপরে আমরা রওনা দিলাম পদ্মা সেতুর উদ্দেশ্যে। ফরিদপুর ভাঙ্গা থেকে পদ্মা সেতু যেতে আমাদের আর বেশি সময় লাগল না। ফোর লেনের হাইওয়ে তারপর আবার গাড়ি অনেক কম এজন্য আমরা ৩৫ কিলোমিটার রাস্তা ২৭ মিনিটে পৌঁছে যাই।


IMG_3070-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/puff.measure.disengage

IMG_3076-01.jpeg


কিন্তু দুঃখের বিষয় কোনোভাবেই আমরা পদ্মা সেতুর একদম কাছে যেতে পারছিলাম না। কিছুদিন পরেই উদ্বোধন হবে এইজন্য যাওয়া নিষেধ। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যতটুকুই কাছে যাওয়া যায় আমরা যাব। তারপরে আমরা ওইখানের একজন স্থানীয় ইজিবাইকের ড্রাইভার এর সঙ্গে কথা বললাম কিভাবে আমরা যেতে পারি। তারপরে উনি আমাদের শর্টকাট একটা রাস্তা দেখিয়ে দিল বললেন ওইখানে পৌঁছাতে কিন্তু অনেক কষ্ট হবে খারাপ রাস্তা তারপরও আমাদের টার্গেট আমরা যাবই। তারপরে আমরা দুই ভাই ইজিবাইকের ডাইভারের দেয়া লোকেশন অনুযায়ী রওনা হলাম। সত্যি যদি খুব কষ্ট হচ্ছিল অলিগলি চিপাচিপি দিয়ে যুতে হচ্ছিল। সবথেকে বেশি কষ্ট হয়েছে বালুর রাস্তা দিয়ে যেতে অনেক ধুলা ছিল আর মাঝে মাঝে যখন ট্রাক আসতেছিল তখন তো পুরাই ধুলাতে অন্ধকার হয়ে যাচ্ছিল।


IMG_3092-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/puff.measure.disengage

IMG_3091-01.jpeg


তারপরে আমরা অবশেষে আমাদের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে আমি পদ্মা সেতুর এত কাছে যায়নি। হয়তো বা কিছুদিন পর এই পদ্মা সেতুর উপর দিয়ে বাইক নিয়ে যেতে পারবো।


IMG_3094-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/puff.measure.disengage

IMG_3098-01.jpeg


তারপরে আমরা কিছু সময় ওইখানে ঘোরাঘুরি করি কিন্তু আমাদের হাতে বেশী সময় ছিল না কারণ আমাদের ওই দিনেই ব্যাক করতে হবে। তখন বাজে প্রায় ৫ বেজে ১৫ মিনিট। আমাদের ১৭৫ কিলোমিটার পথ আবার যেতে হবে। এইজন্য আর দেরী করলাম না রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আসার সময় প্ল্যান ছিল আবার আমরা ফরিদপুর ভাঙ্গাতে রাতের দৃশ্য দেখব। আগে কখনো রাতে ওইখানে দাঁড়ানো হয়নি। তারপরে আমরা কিছু সময় পরেই পৌঁছে যাই ফরিদপুর ভাঙ্গাতে।


IMG_3132-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/puff.measure.disengage

IMG_3130-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/puff.measure.disengage

IMG_3127-01.jpeg


৩০ মিনিট পরেই আবার রওনা দেই বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় রাত ১১ টা বেজে গিয়েছিল। একদিনের ছোটখাটো ভালোই একটা বাইক ট্যুর হয়ে গেল। এটাই ছিল আমার হঠাৎ করে পদ্মা সেতু দেখতে যাওয়ার গল্প।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের স্বপ্নের পদ্মা সেতু 🦋🦋
পদ্মা সেতু ঘুরে আপনি খুব সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো যদিও স্বচক্ষে দেখা হয়নি তো আপনার ফটোগ্রাফি গুলা দেখে খুবই ভালো লাগলো

ঠিকই বলেছেন আপনি আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমার পোস্টটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

image.png

আপনার অল্প পরিমাণ ভোটে খুশি হতে পারলাম না।

পদ্মা সেতু আমার দেখার খুব ইচ্ছে ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে খুব সুন্দর ভাবে পদ্মা সেতু আমি দেখতে পেলাম। রাতে পদ্মা সেতুর দৃশ্য একটু বেশি সুন্দর লাগে। সত্যি বলতে আসলে আপনার ফটোগ্রাফি গুলো আমার ভালো লেগেছে। এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া। ‌

আসলে পদ্মা সেতু আমাদের সবার স্বপ্নের সেতু এইতো আর কিছুদিন তারপরেই উম্মুক্ত করে দেবে। ধন্যবাদ আপনাকে।

বাহ ভাইয়া আপনি পদ্মা সেতু থেকে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। পদ্মা সেতু টি দেখতে আসলে খুব সুন্দর। এটি আমাদের দেশের গর্ব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পদ্মা সেতুর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

কোন প্ল্যান ছিল না হঠাৎ করেই বাইক নিয়ে পদ্মা সেতু দেখতে গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে।

বাহ খুব চমৎকার পদ্মা সেতু নিয়ে অসাধারন অনুভূতি শেয়ার করেছেন খুব ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি অত্যান্ত অসাধারণ হয়েছে । ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব মুগ্ধ হলাম । এত অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আর কিছুদিন পরেই পদ্মা সেতু উদ্বোধন করবে তারপরে ইনশাল্লাহ পদ্মা সেতুর উপর দিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে।

পদ্মার সেতু আসলেই খুব সুন্দর লেগেছে আমার কাছে। খুবই চমৎকার ভাবে আপনি কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

পদ্মা সেতু দেখতে গিয়ে কিছু ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের মাঝে আমার অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

বাইক ট্যুরের গল্প বেশ ভালো লাগলো।চাচাতো ভাই কে নিয়ে ঘুরত গিয়েছেন।একদিনের ট্যুরে বেশ ভালোই মজা করেছেন।ছবিগুলোও বেশ সুন্দর। ধন্যবাদ

একদিনের ট্যুর এর জন্য পদ্মা সেতু দেখতে গিয়েছিলাম আমি আগেও চার বার গিয়েছি। ধন্যবাদ আপনাকে।

হঠাৎ করে গোপনে পদ্মা সেতু দেখতে চলে গিয়েছেন যেটা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন দেখছি মিস করে ফেললাম মনে হয়।

যাক তাও ভাল আমার পোস্ট পড়ে তো জানতে পারলেন আমি পদ্মা সেতু দেখতে গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে।

এখন পর্যন্ত পদ্মা সেতুর সৌন্দর্য দেখতে যাওয়া হয়নি তবে আপনি গিয়েছেন জানলে আপনার সাথে যাওয়ার চেষ্টা করতাম। ফটোগ্রাফির মাধ্যমে পদ্মাসেতুর সৌন্দর্য এবং নতুন হাইওয়ে রাস্তার দৃশ্যপট তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

এখন পর্যন্ত আপনি পদ্মা সেতু দেখতে যাননি তাহলে আর কিছুদিন অপেক্ষা করুন 25 তারিখে উদ্বোধন করবে। ধন্যবাদ আপনাকে।

হঠাৎ করে পদ্মা সেতু দেখতে যাওয়ার গল্প টি পড়ে ভালো লাগলো। ভাবতেছি একদিন পদ্মা সেতু দেখতে যাবো। চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

হাঁ ভাই হঠাৎ করে যাওয়া হয়েছিল কোনরকম প্লান প্রোগ্রাম ছিল না। ধন্যবাদ আপনাকে।

বাহ্ বেশ কয়েক বছর পর পদ্মা সেতুর ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগলো।
একটা সময় এর উপর দিয়ে প্রায়ই যাতায়াত করতাম। তবে কয়েক বছর আর যাইনি।
দারুন গুছিয়ে লিখেছেন।
দোয়া রইল।

খুবই সুন্দর একটি জায়গা আর কিছুদিন পর যখন উৎপাদন করবে তখন আরও বেশী ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

ভা্ই আপনার হঠাৎ করে পদ্মা নদী ঘোরাঘুরি পোস্টর টাইটেল আমার অনেক ভালো লাগলো।তবে সত্যি আপনার টাইটেল সাথে আপনার পদ্মা নদীর ঘোরাঘুরি অনেক ভালো লাগলো।আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন,তার সাথে উপস্থাপনা অনেক দারুন।অনেক শুভ কামনা রইল।

সরি ভাই আমি পদ্মা সেতু দেখতে গিয়েছিলাম পদ্মা নদীতে ঘোরাঘুরি করতে যাইনি। ধন্যবাদ আপনাকে।

হঠাৎ করে , আপনার সাথে আমরাও নতুনভাবে নুতন এক ঐতিহাসিক জায়গা ভ্রমণ করে ফেললাম। দারুন দারুন ছবি তুলে এনেছেন।

পদ্মা সেতু দেখতে গিয়ে খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আসলে পদ্মাসেতু দেখার আমার খুবি ইচ্ছা, তবে যাওয়া হচ্ছে না। অনেকদিন হলো যাব যাব করে যাওয়া হচ্ছে না। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে পদ্মা সেতুর খুবই সুন্দর দৃশ্য উপভোগ করলাম। ভালই লাগল, শুভকামনা রইল।

এখন গেলে বেশি মজা করতে পারবেন না কারণ এখন পদ্মা সেতুতে উঠতে দিচ্ছে না। কিছুদিন পরেই উদ্বোধন করবে তখন গিয়ে ঘুরে আসবেন। ধন্যবাদ আপনাকে।

পদ্মা সেতু হলো আমাদের স্বপ্ন, আসলে আমরা সব সময় লঞ্চে যাতায়াত করি কিন্তু এ পদ্মা সেতু হওয়ায় আমরা এখন গাড়িতে যাতায়াত করতে পারব। আর আপনি পদ্মা সেতু দেখতে গিয়েছেন খুবই ভালো লাগছে আপনার এই মুহূর্তগুলো। কিন্তু এটা শুনে খারাপ লাগলো যে আপনি কোনোভাবেই পদ্মা সেতু একদম কাছে যেতে পারেননি।

ঠিকই বলেছেন আপনি পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে আপনারা গাড়িতে যাতায়াত করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

মাঝে মাঝে এরকম হুটহাট ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। পদ্মা সেতু দেখতে যাওয়ার কিছু সুন্দর ফটোগ্রাফি এবং আপনার মনের অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ভাই আপনি মাঝে মাঝে এরকম হঠাৎ করে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে।

আমি গতদিন পদ্মা সেতু দেখে আসছি। সত্যিই খুবই ভালো লাগছিল প্রথমে দেখে এরকম। আপনার পোস্ট সত্যি অনেক সুন্দর হয়েছে এবং সাথে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

এটা আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখতে তো সুন্দর হবেই এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে।

পদ্মা সেতু দেখতে গিয়ে বা ঘুরাঘুরি করতে গিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আর সেটি আমাদের সাথে আজকে যথাযথ বর্ণনার মাধ্যমে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

পদ্মা সেতু দেখতে গিয়ে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

পদ্মা সেতু দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে, আমারও ইচ্ছে রয়েছে কোন একদিন সুযোগ পেলে পদ্মা সেতু ভ্রমণ করতে যাব। যাইহোক খুব সুন্দর একটি উপস্থাপনার মধ্য দিয়ে শেয়ার করেছেন পদ্মা সেতুর দৃশ্যগুলো।

কিছুদিন পরেই উদ্বোধন হবে তখন গেলে বেশি ভালো লাগবে এখন পদ্মা সেতুর কাছে যেতে দেয় না। ধন্যবাদ আপনাকে।