আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।
আজ আমি আপনাদের মাঝে একটি জায়গায় ঘুরতে যাওয়ার গল্প শেয়ার করব। আমি ছোটবেলা থেকেই ঘুরতে অনেক পছন্দ করি। আমার মনে হয় ঘোরাঘুরি করলে মানুষের মন মাইন্ড অনেক ভালো থাকে এবং ফ্রেশ থাকে। এজন্য বছরে কয়েকবার আমি অনেক দূরে ঘুরতে যেয়ে থাকি এবং প্রতিদিনই ছোটখাটো ঘোরাঘুরি তো আছেই আমাদের গ্রামের আশেপাশে। তেমনি করে দুইদন আগে মনটা ভীষণ খারাপ ছিল ভাবছিলাম কি করা যায়। ঠিক তখনই মাথায় এলো অজানার উদ্দেশ্যে ঘুরতে যাওয়ার কথা কিন্তু আমাদের এলাকার আশেপাশের ম্যাক্সিমাম জায়গা আমাদের ঘোরাফেরা শেষ। অজানার উদ্দেশ্যে ঘোরাঘুরি এমন হতে হবে যে সেখানে আগে কখনো যাওয়া হয়নি জায়গাটি এবং রাস্তাটি একদমই নতুন হতে হবে। এই চিন্তা ভাবনা করতে করতে ফোন করলাম আমার বন্ধুকে দেখি ও কিছু আইডিয়া আমাকে দিতে পারে কিনা। তারপরে আমার বন্ধু আমাকে একটি রাস্তার লোকেশন বলল সেই রাস্তায় ও আগে গিয়েছে কিন্তু আমার যাওয়া হয়নি।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

তারপরে আমার বন্ধু এবং আমি সাথে ছিল এক ছোট ভাই এবং এক ভাগ্নে চারজন মিলে দুটো বাইক নিয়ে রওনা হলাম আমাদের অজানার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের অনেকটা রাস্তায় ছিল অনেক পরিচিত যে রাস্তা দিয়ে আমরা অসংখ্যবার গিয়েছি। মূল কথা হলো আমাদের এই অচেনা রাস্তায় যেতে হলে আমাদের প্রথমে এই পরিচিত রাস্তা দিয়ে যেতে হবে। যেতে যেতে গ্রামের মধ্যে দিয়ে একটি রাস্তা পেলাম কিছুটা রাস্তা আধা পাকা এক কথায় বলতে ইটের রাস্তা। তারপরে কিছুটা যেতেই পাকা রাস্তার দেখা পেলাম। রাস্তাটি আমার ছিল একদমই অপরিচিত। আমার একদমই মনে হচ্ছে না আমি আগে কখনো এই রাস্তা দিয়ে এসেছি। সবথেকে অবাক করার বিষয় হলো আমার এলাকায় বলা চলে পাশের গ্রাম কিন্তু আমি এত এলোমেলো ঘোরাফেরা করি কিন্তু কখনো এই রাস্তা দিয়ে আমার যাওয়া হয়নি। সব থেকে বেশি ধন্যবাদ জানাই আমার বন্ধুকে এমন একটা নতুন রাস্তা আবিষ্কার করার জন্য এবং আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য।
তারপরে আমরা কিছুটা পথ যেতে যেতে পেয়ে গেলাম আমাদের সেই চিরচেনা কলেজ যেখানে আমি ইন্টারে লেখাপড়া করেছি। কলেজটি পার হলেই বড় একটি বাজার এবং রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের পাশে একটি মামার দোকান আছে। সেই দোকানে আমাদের নিয়মিত চা খাওয়া হয় আবার মাঝে মাঝে মিস হয়ে যায়। কিন্তু ইদানিং মামার নামে একটু রিপোর্ট এসেছে। সে নাকি আগের মত কোয়ালিটি ফুল চা তৈরি করতে পারছে না। এজন্য স্টেশনের আরেকটি পাশে পেয়ে গেলাম নতুন একটি চায়ের দোকান। ভাবলাম আজকে এখানেই ট্রাই করা যাক যদি ভালো হয় তাহলে এখানেই নিয়মিত হয়ে যাব।
Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing
নতুন দোকানের চাটি আমার কাছে বেশ ভালো লেগেছে পুরনো আগের মামার থেকে। এবং চায়ের দোকানের আশেপাশের পরিবেশটাও বেশ ভালো বড় একটি গাছের নিচে চায়ের দোকানটি। দুঃখের বিষয় হলো ওই গাছটির নাম আমি বলতে পারছি না। তারপরে আমরা চারজন আধা ঘন্টা ৪০ মিনিট আড্ডা দিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। দিনটি আমার কাছে খুবই ভালো ছিল। আমার আবার অজানার উদ্দেশ্যে গল্পগুলো আপনাদের কাছে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোন অজানার উদ্দেশ্যের গল্প নিয়ে।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit