প্রোগ্রামিং DIY পাইথন ল্যাংগুয়েজ ব্যাবহার করে আমার তৈরি DIY

in hive-129948 •  3 years ago 

প্রোগ্রামিং DIY

Screenshot_20211106-152604.jpg

আশা করি সবাই অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি। আমার steemit আইডি নাম @asik01 । আমি python ল্যাংগুয়েজ ব্যাবহার করে একটি সুন্দর গাছের ছবি অঙ্কন করেছি। এটা অনেক মজার বিষয় কারণ প্রোগ্রামিং করে DIY করাটা অনেকটাই কষ্টের যাহক এমন একটি DIY অঙ্কন করা কোনো কঠিন কাজ নয়। আপনি চাইলেই এমন মজার DIY তৈরি করতে পারবেন। কিভাবে করবেন তা নিচে দেওয়া হলোঃ-

প্রথমেই আপনাকে প্লেস্টোরে থেকে pydroid 3 নামের app টি ডাউনলোড করে নিতে হবে। ইনস্টলেশন শেষ হলে নিচের দেওয়া কোড গুলো কপি করে পেস্ট করতে হবে। পেস্ট করা হয়ে গেলে হলুদ রংগের বাটনে ক্লিক করতে হবে তাহলেই আপনাআপনি একটি গাছ তৈরি হয়ে যাবে। এটা সত্যি অনেক মজার। নিচে একটা ভিডিও দিয়েছি দেখুন কিভাবে কম্পিউটার গাছ তৈরি করছে।

import turtle as tu
import random #import random mobul
my_turtle = tu.Turtle()
my_turtle.screen.bgcolor('black')
my_turtle.left(90)
my_turtle.speed(0)
my_turtle.color('green')
my_turtle.pensize(4)
my_turtle.screen.title("My fractal tree")

def draw_fractal(blen):

#add this to line
sfcolor = ['white','blue','purple','grey','magenta']
my_turtle.color(random.choice(sfcolor))

if(blen<10):
    return
else:
    
   my_turtle.forward(blen)
   my_turtle.left(30)
   draw_fractal(3*blen/4)
   my_turtle.right(60)
   draw_fractal(3*blen/4)
   my_turtle.left(30)
   my_turtle.backward(blen)

draw_fractal(120)
my_turtle = tu.done()

🌷 আশা করি সবাইকে ভালো লেগেছে 🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আমি বলব আপনার পোস্ট টি ভালোভাবে সাজানো দরকার।এ রকম এলোমেলো পোস্ট করে কোন লাভ হবে না। আপনি ডিসকোডে টিকিট করে প্রফেসরদের পরামর্শ নিন এবংHTML সম্পর্কে জানুন।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।

আরো বিস্তারিত জানতে এই পোস্টটি ভালভাবে পড়ুন-

https://steemit.com/hive-129948/@rme/4pwnok

আপনি এই পোস্ট এর আগেও অন্য কমিউনিটিতে শেয়ার করেছেন। এ ধরনের কাজকে আমরা স্পামিং বলি। প্রথমবার করেছেন এজন্য আপনাকে সতর্ক করে দেয়া হলো। দ্বিতীয়বার এই ধরনের কাজ করলে আ আপনার পোস্ট মিউট করা হবে।

ভাই আপনি আগে আমার বাংলা বল্গ এর সকল নিয়ম পরুন এবং পস্ট দেখুন কিভাবে সবাই কাজ করছে।আগে একটি ভেরিফিকেশন পোস্ট করুন এরপরে অন্য পোস্ট করুন আশা করি বুঝতে পেরেছেন।