লেভেল ২ হতে আমার অর্জনByasma01.

in hive-129948 •  3 months ago  (edited)

আসসালামু আলাইকুম,

আজ-০২ জুলাই২০২৪খ্রীঃ রোজ সোমবার।
বাংলা ১৮আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ।
আরবি ২৪ জ্বিলহজ্জ১৪৪৫হিজরি।

কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি।

আমি আসমা খাতুন। আমার স্টিমিট আইডির নাম @asma01. আমি বাংলাদেশ থেকে বলছি।

আমি কিছুদিন আগে লেভেল ১থেকে সফলভাবে পাশ করেছিলাম। এরপর লেভেল ২ এ ক্লাস করে সফলভাবে পাস করি।
তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মাঝে লেভেল ২ এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য হাজি প্রফেসর মহোদয়,
আমাদেরকে সুন্দরভাবে সবকিছু শিখিয়ে দিয়েছেন। আমি লেভেল ২ দুই হতে যা যা শিখেছি তা এই পোস্টের মাধ্যমে শেয়ার করব।

IMG_20240702_182112.jpg

১ নং প্রশ্নঃ Posting key এর কাজ কি?

উত্তরঃ পোস্ট সংক্রান্ত সকল বিষয়গুলি পোস্টিং কি দ্বারা হয়ে থাকে। পোস্টিং কি এর কিছু কাজ নিম্নে দেয়া হলোঃ

১-পোস্ট করা যায়।
২-আপভোট ডাউনভোট করা যায়।
৩-অন্য কারো পোস্ট ভালো লাগলে বা গুরুত্বপূর্ণ পোস্টগুলো রিস্টিম করা যায়।
৪-ভোট দেওয়া ,ফলো -আনফলো, কমেন্ট ও মিউট করার কাজ হয়ে থাকে।

২ নং প্রশ্নঃ Active key -এর কাজ কি?

উত্তরঃ ওয়ালেটের সকল কার্যক্রম গুলো অ্যাক্টিভ কি দিয়ে করা হয়ে থাকে।

Active key-এর কাজ নিম্নে দেওয়া হলোঃ -

১-পাওয়ার আপ ও ডাউন করার কাজ।
২-SBD থেকে স্টিম কনভার্ট করার কাজ।
৩-স্টিম ট্রান্সফার ও উইটনেস ভোট দেওয়া ইত্যাদি এই কি দিয়ে করা হয়ে থাকে।

৩ নং প্রশ্নঃOwner key-এর কাজ কি?

উত্তরঃ উনার কি হলো নিজস্ব বা ব্যক্তিগত। শুধুমাত্র যার কাছে এই কি থাকে সেই শুধু মালিক হিসেবে দাবি করতে পারে। উনার কি দিয়ে পোস্টিং কি এবং অ্যাক্টিভ কি পরিবর্তন করা যায়।

৪ নং প্রশ্নঃ Memo key -এর কাজ কি?

উত্তরঃ ম্যামো কি দ্বারা এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে এনক্রিপ্ট করা মেসেজ দেখতে ব্যবহার করা হয়ে থাকে।

৫ নং প্রশ্নঃ Master password-এর কাজ কি?

উত্তরঃ মাস্টার পাসওয়ার্ড হলো সকল পাসওয়ার্ড এর মূল এবং একটি সেনসিটিভ কি। এটি হলো সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড। একাউন্টের অন্যান্য কি গুলো মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ডের উপর ভিত্তি করে। মাস্টার পাসওয়ার্ড এর সাহায্যে সবগুলো কি এর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। এই পাসওয়ার্ড দিয়ে একাউন্ট রিকভারি থেকে শুরু করে সকল ধরনের কাজ করা সম্ভব।
তাই এই পাসওয়ার্ড যত্ন সহকারে সংরক্ষণ করা অত্যাবশ্যক।

৬ নং প্রশ্নঃ Master password নিরাপদে সংরক্ষণের জন্য আপনার প্ল্যান কি?

উত্তরঃ Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আমার প্ল্যান হলো মাস্টার পাসওয়ার্ডটি আমি গুগল ড্রাইভে সংরক্ষণ করেছি। এছাড়াও আমি একটি নোট বা ডায়েরিতে সংরক্ষণ করেছি।

৭ নং প্রশ্নঃ পাওয়ার আপ কেন জরুরী?

উত্তরঃ দীর্ঘমেয়াদী কাজ করার জন্য পাওয়ার আপ অনেক বেশি জরুরী। ওয়ালেটে বেশি স্ট্রিম পাওয়ার থাকলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য পাওয়ার আপ করা জরুরী।

৮ নং প্রশ্নঃ পাওয়ার আপ প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ প্রথমে ওয়ালেটে গিয়ে অ্যাক্টিভ কি দ্বারা লগইন করতে হবে। স্ট্রিম ব্যালেন্সের পাশে ড্রপ ডাউন ম্যানুতে ক্লিক করে পাওয়ার অব বাটনে ক্লিক করতে হবে। সেখানে ফ্রম ও অ্যামাউন্ট নামে দুটি অপশন আসবে। এখন ফ্রমে আইডির নাম লেখা থাকবে। অ্যামাউন্টে আমি যে পরিমাণ পাওয়ার আপ করব সে পরিমাণ এমাউন্ট বসাতে হবে এরপর সবকিছু ঠিক থাকলে ওকে অপশনে ক্লিক করে একটিভ কি দিয়ে ওকে করলে পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাবে। এভাবে পাওয়ার আপ করা যায়।
?

৯ নং প্রশ্নঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBDউইথড্র করার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্স এ যোগ হয়?

উত্তরঃ সেভিংসে থাকাSTEEMঅথবাSBDউইথড্র দেওয়ার তিনদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়

১০নং প্রশ্নঃ মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তরঃ আমরা যদি কাউকে কোন লিকুইড স্টিম পাঠাতে চাই তাহলে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমোফিল্ড বলে। আমরা খুব সহজে মেমোফিল্ডের মাধ্যমে কাউকে কোন মেসেজ পাঠাতে বা ট্রান্সফার করতে পারি। একটি গোপন কোড হিসেবে ব্যবহার করে থাকি। যার সংখ্যা ৮ কিংবা তার বেশি হতে পারে।

১১নংপ্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস .পি নিজের একাউন্টে ফিরে আসে?

উত্তরঃ পাঁচ দিন।

১২নংপ্রশ্নঃ ধরুন ,আপনি প্রজেক্ট@Heroism-এ২০০এস.পি ডেলিগেশন করেছেন । কিছুদিন পর আরও একশত এসপি টেলিগ্রেশন করতে চান। এখন ডেলিগেশন লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তরঃ যেহেতু আমার ২০০ এসপি ডেলিগেশন করা আছে আমি আরো ১০০ এসপি বাড়াতে চাইলে অ্যামাউন্ট এর জায়গায় ২০০ কেটে দিয়ে৩০০ এসপি লিখব। তাহলে ৩০০ এস পি ডেলিগেশন হয়ে যাবে।

  দোয়া করি সকলে ভাল থাকবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন পরবর্তী ক্লাসগুলো সুন্দরভাবে করতে পারি এবং সফলভাবে উত্তীর্ণ হতে পারে। সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আমি যেন আপনাদের সাথে এক হয়ে কাজ করতে পারি। আমার লেখার ভিতর ভুল ত্রুটি থাকতে পারে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 




                                           *********** ধন্যবাদ সবাইকে************
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মেমো ফিল্ড এর কাজ কিছুটা ভুল হয়েছে সেটা ঠিক করে দিন।

  ·  3 months ago (edited)

মেমোফিল্ডের এর কাজটা আমি পুনরায় ঠিক করে দিয়েছি।

এখন ঠিক হয়নি। আপনার রেফারারের সাহায্য নিতে পারেন।

হ্যালো ,দাদা এবার একটু দেখবেন ঠিক আছে কিনা।