মানুষেই মানুষের ঔষধ

in hive-129948 •  7 months ago 

আসসালামু আলাইকুম। আশা করছি “ আমার বাংলা ব্লগ” পরিবারের সকল সদস্য ভালই আছেন। আমি ও আলহামদুল্লাহ, ভাল আছি । মুলত আমি “আমার বাংলা ব্লগ” পরিবারের নতুন সদস্য হিসাবে আপনাদের সকলের সহযোহিতা আশা করছি। আজকে আমার ব্লগের বিষয় বস্তু হচ্ছে “মানুষেই মানুর ঔষধ”ব্লগটি এর ব্যাখা কতটা ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবুও আমার সাধ্য মতে চেষ্টা করেছি। যদি ব্লগটি মধ্যে কোন হয়ে তাকে, তাহলে ক্ষমা করবেন পাশাপাশি ভুল গুলো সুধরে দিবেন। এই আশা আমি সকলের কাছে করছি।আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্প শুরু করি।

মানুষেই মানুষের ঔষধ.png
ছবি কেনভা দিয়ে ডিজাইন করা

মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বাস করার ফলে একে অপরের প্রতি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। "মানুষেই মানুষের ঔষধ" এই প্রবাদটি সেই দায়িত্ব ও কর্তব্যের গুরুত্বকে তুলে ধরে।

আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা দুঃখ-কষ্টে জর্জরিত হই। এমন সময়ে সবার আগে যে জিনিসটি প্রয়োজন, তা হলো একজন মানুষের সহানুভূতি ও সহমর্মিতা। অন্যের বিপদে পাশে দাঁড়ানো, তার কষ্ট লাঘব করার চেষ্টা করা—এটাই মানুষের প্রকৃত পরিচয়। মানুষ হিসেবে আমাদের কর্তব্য হলো, অন্যের কষ্টে তার পাশে দাঁড়ানো, তাকে সান্ত্বনা দেওয়া, তার দুঃখ ভাগ করে নেওয়া।

একজন সত্যিকারের বন্ধু কেবল সুখের সঙ্গী নয়, দুঃখেরও সঙ্গী। যখন আমরা মানসিক চাপ, দুশ্চিন্তা, কিংবা বিষণ্ণতায় ভুগি, তখন একজন বন্ধু বা প্রিয়জনের সহানুভূতি আমাদের মানসিক শান্তি ও স্বস্তি এনে দেয়। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, বা যেকোনো সংকটে মানুষের মানবিকতা, সহযোগিতা এবং সহানুভূতির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অনুভূত হয়।

বৈজ্ঞানিক গবেষণাও প্রমাণ করেছে যে সামাজিক সংযোগ ও সমর্থন মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাকীত্ব ও বিচ্ছিন্নতা কেবল মানসিক অবসাদই বাড়ায় না, এটি শারীরিক অসুস্থতার কারণও হতে পারে। অন্যদিকে, ভালো সম্পর্ক ও সামাজিক সহায়তা আমাদের সুখী ও সুস্থ থাকতে সাহায্য করে।

আমাদের সমাজে, পরিবারের গুরুত্বও অপরিসীম। পরিবারের সদস্যরা একজনের জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকেন, সান্ত্বনা ও সমর্থন প্রদান করেন। পরিবারের সহানুভূতি ও ভালোবাসা আমাদের জীবনের অন্যতম বড় ঔষধ।

অতএব, "মানুষেই মানুষের ঔষধ" এই প্রবাদটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একে অপরের সাহায্যে এবং সহানুভূতিতে কতটা নির্ভরশীল। আমাদের উচিত প্রতিনিয়ত একে অপরের প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী হওয়া, যাতে আমরা সবাই মিলে একটি সুন্দর, সুখী ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারি।এই গল্পটি যদি আপনাদের ভাল লাগে তাহলে শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাাহ আপনাদের সবাইকে ভাল রাখুক। ধন্যবাদ…………….

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!