আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধু আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদের সাথে শিয়া শিস এর ক্ষেত থেকে তোলা কিছু ছবি শেয়ার করতে যাচ্ছি আশাকরি ভালো লাগবে।
শিয়া শিস এর উপকারীতা:
শিয়া শিস, যা সাধারণত শিয়া বীজ হিসেবে পরিচিত, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন এবং বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ রয়েছে। শিয়া শিস হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। এছাড়া, এর উচ্চ ফাইবার উপাদান পাচনতন্ত্রের জন্য উপকারী, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। শিয়া শিস ত্বকের স্বাস্থ্য উন্নত করতে এবং ওজন কমাতে সহায়ক। এটির অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
বন্ধুরা আজ আর নয় আবার দেখা হবে অন্যকোন টপোগ্রাফি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ
ফটোগ্রাফির বিষয় : শিয়া শিস
লোকেশন : চর রাণীগঞ্জ, চিলমারী, কুড়িগ্রাম, রংপুর,, ঢাকা,বাংলাদেশ
ডিভাইস নাম:স্যামসাং A03
ফটোগ্রাফার :at333